প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি টেক টিউনস্ এর জন্য উপযোগী পোস্ট না দিয়ে আপনাদের বিরক্তির কারণ হওয়ার জন্য। তবে টেক টিউনস্ এ যেসব ব্যবহারকারী শেয়ার বাজারের সাথেও জড়িত আছেন তাদের জন্য কাজে লাগতে পারে ট্রিকস্ টা।
বিনা খরচে এসএমএস (SMS)-এর মাধ্যমে বিভিন্ন খবর পেতে প্রথমেই http://www.facebook.com/stocktradersblog.net পেজটি Like করুন। তারপর এই পেজের নিচে বাম দিকে "Subscribe to SMS updates" এ ক্লিক করলেই Stock Traders Blog ব্লগে (www.stocktradersblog.net) যে কোন খবর প্রকাশিত হওয়া মাত্র আপনি আপনার মোবাইল-এ পেয়ে যাবেন।
তবে একটা ব্যাপারে বলে রাখা ভালো; এই ব্লগে বেশিরভাগ লেখাই বাংলায় লেখা। তাই এসএমএস-এ নিউজটা পড়তে পারবেন না বেশিরভাগ সময়।
তবে কিছু শর্ত আছে যথারীতি:
আমি তারেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুন্দর টিউন আমার কাজে লাগবে, ধন্যবাদ আপনাকে………….>