আপনার প্রিয় স্মার্টফোনটি দেখতে খুবই সুন্দর কিন্তু সেটা দিয়ে আপনি কথা বলতে বা নেট ব্যবহার করতে পারছেন না, কারণ আপনার ফোনটিতে একটা সমস্যা আছে, আর সেটা হল কান্ট্রি লক/নেটওয়ার্ক লক, আসলে এটা কোনো সমস্যা নয়, এক দেশ থেকে আরেক দেশে এই ফোনগুলি ব্যবহার করতে গেলে আপনার ফোনটাকে আনলক করে নিতে হবে। তা নাহলে এটাতে নেটওয়ার্ক বন্ধ থাকবে, নেটওয়ার্কগত কিছু ব্যবহার করতে পারবেন না। শুধু Wi Fi কানেকশনে চালানো যাবে। অনেকসময় এটা আনলক করাই থাকে সেক্ষেত্রে নতুন করে আনলক করার দরকার হয়না, তখন এই দেশের যেকোনো সিম কার্ড দিলেই নেটওয়ার্ক অ্যাকটিভ হয়ে যায়,
আপনাকে আপনার বড় ভাই একটা মোবাইল ফোন পাঠিয়েছে দেশের বাইরে থেকে, ধরেন সৌদি আরব থেকে। কিন্তু সেটাকে নেটওয়ার্ক আনলক করা হয়নি, তাই আপনি সেটটা হাতে পাওয়ার পর সিম কার্ড ঢুকিয়ে দেখেন নেটওয়ার্ক নেই অথচ নতুন ফোন, ঘাবড়াবেন না, এটা নেটওয়ার্ক লক হয়ে আছে, এটাকে আনলক করলে আপনি যেকোনো GSM sim কার্ড ব্যবহার করতে পারবেন। বিস্তারিত জানুন এখান থেকে ক্লিক করুন
আমি এইচ এম লিয়াকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নিজেকে নিয়ে বেশি কিছু লেখার নেই আমার, আমি অতি সাধারন একজন মানুষ। মোবাইল ফোন হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে মোটামুটি ধারনা আছে, ২০০৫ সাল থেকে ২০১৮ পর্যন্ত এর সাথে জরিত ছিলাম, বর্তমানে এ্যাফিলিয়েট নিয়ে একটু কাজ করছি অ্যামাজনের সাথে।