উইন্ডোজ এক্সপির সবচেয়ে মারাত্মক eXclusive টিপসঃ ডিজিটাল জোন

আসসালামুআলাইকুম, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টুইট। বর্তমানের অপারেটিং সিস্টমে গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ এক্সপি। যার অভাবনীয় গ্রাফিক্যাল সিস্টেমের কারণে এটি সবচেয়ে জনপ্রিয়। মাইক্রোসফট কর্পোরেশনের তৈরি সবচেয়ে জনপ্রিয় এই অপারেটিং সিস্টেমটি এতটাই ব্যবহার উপযোগী যে, যে কোন অনবিজ্ঞ ব্যবহারকারীর এটি ব্যবহারে কোন সমস্যা হয় না। যাক, আজকের টুইট এই জনপ্রিয় অপারেটিং সিস্টেম নিয়ে। যার কয়েকটি টিপস আজকে আপনাদের জন্য এনেছি।

কম্পিউটার চালু করুন মাত্র ১০ সেকেন্ডে

আমরা যারা ব্যবহারকারী তারা দেখেছেন, কম্পিউটার চালু হতে অনক্ষণ সময় লাগে। আর নয় দেরি, দ্রুত চালু করুন সিস্টেম। তার জন্য নিচের ধাপ অনুসরণীয়।

§   স্টার্ট থেকে রানে যান।

§   এবার regedit লিখে এন্টার করুন। তাহলে রেজিষ্ট্রি এডিটর খুলবে।

§   এবার HKEY_LOACAL_MECHINE\SYSTEM\CurrentControlSet\Control\ContentIndex এই পাথে যান।

§   ডান দিকের প্যানেলে অনেকগুলো ভ্যালু দেখতে পাবেন।

§   এখান থেকে startupdelay খুঁজে বের করুন।

§   এবার এটির উপর ডাবল ক্লিক করুন।

§   ডায়লগ বক্সের ডানদিকের Base অংশে Hexadecimal নির্বাচিত আছে।

§   Decimal সিলেক্ট করুন।

§   Base  এর বাম দিকে Value data তে 4800000 দেখবেন।

§   4800000 এর পরিবর্তে 40000 দিন।

§   এবার Ok করে রেজিষ্ট্রি এডিটর বন্ধ করুন ও সিস্টেম রিবুট করুন।

টেম্প ও রিসেন্ট ফোল্ডার পরিষ্কার করুন মাত্র এক ক্লিক দিয়ে

কম্পিউটারে কাজ করার ফলে টেম্প ও রিসেট ফোল্ডারে অপ্রয়োজনীয় ফাইল জমা হয়। যা সিস্টেমকে ধীর গতি সম্পন্ন করে। এর জন্য নিয়মিত এগুলো পরিষ্কার করতে হয়। যা বিরক্তিকরও বটে। যাক আপনি ইচ্ছা করলে মাত্র ১ ক্লিকে এগুলো পরিষ্কার করতে পারেন। এজন্য নিচের কোডগুলো কপি করে নোটপ্যাডে পেষ্ট করুন। এবার নোটপ্যাডটি Digitalzone.bat নামে সংরক্ষণ করুন।

@del /F/S/Q %temp%
@del /F/S/Q %windir%\temp
@del /F/S/Q "C:\Documents and Settings\user name\Recent"
@Echo off
Echo.
Echo Complete
Echo.
pause
exit

এবার ফাইলটিতে ডাবল ক্লিক করুন। তাহলেই হবে। আর User name এর জায়গায় আপনার সিস্টেমের ইউজার নেইম দিতে হবে।

রিফ্রেশ করুন সকল ড্রাইভ by ১ ক্লিক

কাজের মাঝে মাঝে সিস্টেম রিফ্রেশ করে তা ভাল থাকে। এভাবে কত করা যায় বলুন, কতবার করব, কতক্ষণ করব??? এত বার রিফ্রেশ করতে ভাল লাগে বলুন! না, ভাল লাগে না। এজন্যই তো এটি আপনাদের জন্য নিয়ে আসা। নিচের কোডটি কপি করে নোটপ্যাডে পেষ্ট করুন। এবার নোটপ্যাডটি Digitalzone.cmd নামে সেভ করুন।

Echo Off
cd/
tree
C:
Tree
D:
Tree
E:
Tree
F:
Tree
G:
Tree
H:
Tree
I:
Tree
J:
Tree
K:
Tree
L:
Tree
M:
Tree
N:
Tree
O:
Tree
P:
Tree
Q:
Tree
R:
Tree
S:
Tree
T:
Tree
U:
Tree
V:
Tree
W:
Tree
X:
Tree
Y:
Tree
Z:
Tree

এবার ফাইলটির উপর ডাবল ক্লিক করুন। তাহলে রিফ্রেশ শুরু হবে।

স্বয়ংক্রিয়ভাবে রিফ্রেশ করা

উপরের পদ্ধতি যদি আপনাদের ভাল না লাগে তাহলে অবশ্যই এই পদ্ধতিটা ভাল লাগবে। Automatic  Refresh করতে নিচের ধাপ অনুসরণ করুন।

  • স্টার্ট মেনু থেকে রানে যান।
  • এবার Regedit লিখে এন্টার করুন, তাহলে রেজিষ্ট্রি এডিটর খুলবে।
  • এবার HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\Update এই ঠিকানায় যান।
  • ডানপাশের প্যানেল থেকে UpdateMode এর উপর ডাবল ক্লিক করুন।
  • এবার Value data বক্সে 0 দিয়ে ok করুন।
  • এবার রেজিষ্ট্রি এডিটর বন্ধ করে সিস্টেম রিবুট করুন।

ইন্টারনেট এক্সপ্লোরারের লগো পরিবর্তন

উইন্ডোজের সাথে বিল্ট-ইন যে সফটওয়্যার থাকে তার মধ্যে ইন্টারনেট এক্সপ্লোরার অন্যতম। এটি ইন্টারনেট ব্রাউজিংয়ে ব্যবহৃত হয়। ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করে থাকলে দেখবেন এটির ডান কোণায় এটি লগো দেখা যায়। উইন্ডোজের সকল কিছু যখন বন্ধ করে ফেলেছি তাহলে এটি বাদ যাবে কেন? এটা কেও পরিবর্তন করে ফেলুন। এজন্যঃ

  • ২২*২২ আকারের ২৫৬ কালার (১৬বিট) এর একটি আইকন নিন।
  • স্টার্ট মেনু থেকে রানে গিয়ে লিখুন regedit ও এন্টার প্রেস করুন।
  • রেজিষ্ট্রি এডিটর খুলবে।
  • HKEY_CURRENT_USER\Software\Microsoft\Internet Explorer\Toolbar এখানে যান।
  • ডান পাশের প্যানেলে খুঁজে দেখুন SmBrandBitmap এই নামে একটি স্ট্রিং ভ্যালু আছে।
  • না থাকলে SmBrandBitmap নামে একটি স্ট্রীং ভ্যালু তৈরি করুন।
  • এজন্য খালি জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করে New >> String Value ক্লিক করুন।
  • এবার নাম দিন SmBrandBitmap এবার ok করুন।
  • এবার এই ভ্যালুটির উপর ডাবল ক্লিক করুন।
  • Value data বক্সে আপনার আইকনটির পাথ দিন। যেমন: D:\Digital Zone\Digital Zone.ico
  • এবার ok করে রেজিষ্ট্রি এডিটর বন্ধ করে দেখুন।

সবচেয়ে সহজ পদ্ধতিতে জেনুইন করুন উইন্ডোজ এক্সপি

উইন্ডোজ এক্সপি হল অপারেটিং সিস্টেমগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয়। অনেক সময় এক্সপি জেনুইন করার প্রয়োজন হয়। জেনুইন করতে আমাদের বেশ বিপাকে পড়তে হয়। এক্সপিকে জেনুইন করা একদম সহজ। নিচের কাজটুকু করুন। এজন্যঃ

  • প্রথমে নোটপ্যাড খুলুন।
  • এবার নিচের কোডটি কপি করে নোটপ্যাডে পেষ্ট করুন।
  • এবার Digitalzone.reg নামে সেব করুন।
  • এবার রেজিষ্ট্রি ভ্যালুটি ডাবল ক্লিক করুন।
  • তাহলেই জেনুইন হয়ে যাবে।
  • এবার এই সাইটে যান।
  • এবার উক্ত সাইটে গিয়ে Validate এ ক্লিক করুন।
  • তারপর তাদের পথ অনুসরণ করুন।

Windows Registry Editor Version 5.00

[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion]
"CurrentBuild"="1.511.1 () (Obsolete data - do not use)"
"ProductId"="55274-640-7450093-23464"
"DigitalProductId"=hex:a4,00,00,00,03,00,00,00,35, 35,32,37,34,2d,36,34,30,2d,\
37,34,35,30,30,39,33,2d,32,33,34,36,34,00,2e,00,00 ,00,41,32,32,2d,30,30,30,\
30,31,00,00,00,00,00,00,00,62,fc,61,4c,e0,26,33,16 ,05,d3,54,e7,a0,de,00,00,\
00,00,00,00,49,36,c2,49,20,47,0c,00,00,00,00,00,00 ,00,00,00,00,00,00,00,00,\
00,00,00,00,00,00,00,00,00,00,00,33,33,35,30,30,00 ,00,00,00,00,00,00,65,10,\
00,00,74,99,dd,b0,f7,07,00,00,98,10,00,00,00,00,00 ,00,00,00,00,00,00,00,00,\
00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00 ,c4,ae,d6,1c
"LicenseInfo"=hex:e7,77,18,19,f8,08,fc,7d,e8,f0,df ,12,6e,46,cb,3f,ad,b2,dd,b9,\
15,18,16,c0,bc,c3,6a,7d,4a,80,8b,31,13,37,5a,78,a2 ,06,c8,6b,b9,d9,dd,cc,6a,\
9c,c5,9b,77,aa,07,8d,56,6a,7c,e4

[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion\WPAEvents]
"OOBETimer"=hex:ff,d5,71,d6,8b,6a,8d,6f,d5,33,93,f d

এক নিমিষেই সার্চ করে বের করুন যেকোন ফাইল in উইন্ডোজ

বিভিন্ন কারণে আমরা উইন্ডো সার্চ করে থাকে। উইন্ডোর বিল্ট-ইন সার্চ ইঞ্জিনকে কিছু সার্চ করতে দিলে অধিক সময় লাগায়। সময় নেই, এতক্ষণ বসে থাকার। তাহলে কীভাবে করব তাড়াতাড়ি সার্চ। আপনারা সবাই দেখেছেন যে, গুগলে সার্চ বক্সে কিছু লিখে সার্চ দিতে দেরি কিন্তু ফলাফল আসতে দেরি হয় না। জ্বী, এই তো আপনি বুঝে গেছেন! গুগল সার্চ ইঞ্জিনকে নিয়ে আসুন এবার আপনার কম্পিউটারে। এই জন্য আপনাকে গুগল ডেস্কটপ ব্যবহার করতে হবে। গুগল ডেস্কটপের জন্য এখানে ক্লিক করুন। ডাউনলোড করে ইন্সটল করুন। তাহলে দেখবেন আপনার ডেস্কটপে এটি স্লাইডবার চলে এসেছে। এখানে অনেকগুলো গেজেট পাবেন। যেমন, স্টার্ট মেনু সার্চ, ঘড়ি, ইমেইল নোটির্ফিকেশন, আবহাওয়া, টুইটার ইত্যাদি। এখন আপনি যদি কোন কিছু খুঁজতে চান তাহলে কী-বোর্ডের Ctrl কী-টি দু’বার চাপুন। তাহলে সার্চ অপশন চলে আসবে। এবার সার্চ করুন আপনার কম্পিউটার।

সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন, আল্লাহ হাফেজ....

Level New

আমি দি ডিজিটাল জোন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 148 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

“যে পারে সে নিজে নিজে করে, আর যে পারে না সে শিখায়” “অভিজ্ঞতা তাই শিখায়, যা আমাদের শিখা উচিত”


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

@sojol ahmad আপনি কি দেশটাকে শেষ করার জন্য কোন দায় ভারই নিজের কাধে নিবেন না? @মডু>>>> টিটির বারোটা বাজতে আর বেশি বাকি নাই… আপনি নাকে সয়াবিন মেখে ঘুমান………. আজকের দিনে কয়টা মান সম্পন্ন টিউন হয়েছে? একটু খেয়াল রাখুন.. আর না পারলে বাদ দেন… জ্বালা বাড়ায়েন না….

হা হা হা হা … !! :d এইডা কি !! Exclusive টিউনের মাঝে Exclusive কমেন্ট …… !! হা হা হা হা হা ………. :d

    হা হা হা হা … !! 😀 এইডা কি !! Exclusive টিউনের মাঝে Exclusive ধন্যবাদ …… !! হা হা হা হা হা ………. 😀

রাগ টাকে সামলাতে পারলাম না sorry… প্রযুক্তির কত কিছু জানলাম আর জানার আগ্রহ নিয়ে প্রতি আগ্রহ নিয়ে প্রতিদিন টিটি ভিসিট করি, আর কিনা এখন এখানে খালি দেখি অসঙ্গতি…@sojol ahmad এইটা কোন পর্নগ্রাফীর লিংক শেয়ার করার জায়গা না মনে রাখবেন……..

    বেশি রাগ করে মাথা গরম করবেন না তাহলে তার ছিড়া যাই-ব-ব-ও, ধন্যবাদ…

ধন্যবাদ জোন আপনার দারুন টিউনের জন্য

TUNER VAI AMAR COMMENT DELETE KORAR JONNO ONEK ONEK THANKS.ASOLE COMMENT KORAR SOMOY BUJTE PARINI.SORRY VAI.
SORRY@সাপ লুডু
SORRY@তরঙ্গ

ধন্যবাদ ……

আসলেই একের ভিতর অনেক। ধন্যবাদ।

Level 0

"কম্পিউটার চালু করুন মাত্র ১০ সেকেন্ডে" special thanks for this 😛

সবচেয়ে সহজ পদ্ধতিতে উইন্ডোজ এক্সপি জেনুইন করার কোডটি কোথায় ?!?!

ধন্যবাদ ভাইয়া।

Level 0

♥☺♥সবচেয়ে সহজ পদ্ধতিতে জেনুইন করুন উইন্ডোজ এক্সপি এর জন্য ডাবল প্লাস ♥☺♥