আসসালামুআলাইকুম, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টুইট। বর্তমানের অপারেটিং সিস্টমে গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ এক্সপি। যার অভাবনীয় গ্রাফিক্যাল সিস্টেমের কারণে এটি সবচেয়ে জনপ্রিয়। মাইক্রোসফট কর্পোরেশনের তৈরি সবচেয়ে জনপ্রিয় এই অপারেটিং সিস্টেমটি এতটাই ব্যবহার উপযোগী যে, যে কোন অনবিজ্ঞ ব্যবহারকারীর এটি ব্যবহারে কোন সমস্যা হয় না। যাক, আজকের টুইট এই জনপ্রিয় অপারেটিং সিস্টেম নিয়ে। যার কয়েকটি টিপস আজকে আপনাদের জন্য এনেছি।
আমরা যারা ব্যবহারকারী তারা দেখেছেন, কম্পিউটার চালু হতে অনক্ষণ সময় লাগে। আর নয় দেরি, দ্রুত চালু করুন সিস্টেম। তার জন্য নিচের ধাপ অনুসরণীয়।
§ স্টার্ট থেকে রানে যান।
§ এবার regedit লিখে এন্টার করুন। তাহলে রেজিষ্ট্রি এডিটর খুলবে।
§ এবার HKEY_LOACAL_MECHINE\SYSTEM\CurrentControlSet\Control\ContentIndex এই পাথে যান।
§ ডান দিকের প্যানেলে অনেকগুলো ভ্যালু দেখতে পাবেন।
§ এখান থেকে startupdelay খুঁজে বের করুন।
§ এবার এটির উপর ডাবল ক্লিক করুন।
§ ডায়লগ বক্সের ডানদিকের Base অংশে Hexadecimal নির্বাচিত আছে।
§ Decimal সিলেক্ট করুন।
§ Base এর বাম দিকে Value data তে 4800000 দেখবেন।
§ 4800000 এর পরিবর্তে 40000 দিন।
§ এবার Ok করে রেজিষ্ট্রি এডিটর বন্ধ করুন ও সিস্টেম রিবুট করুন।
কম্পিউটারে কাজ করার ফলে টেম্প ও রিসেট ফোল্ডারে অপ্রয়োজনীয় ফাইল জমা হয়। যা সিস্টেমকে ধীর গতি সম্পন্ন করে। এর জন্য নিয়মিত এগুলো পরিষ্কার করতে হয়। যা বিরক্তিকরও বটে। যাক আপনি ইচ্ছা করলে মাত্র ১ ক্লিকে এগুলো পরিষ্কার করতে পারেন। এজন্য নিচের কোডগুলো কপি করে নোটপ্যাডে পেষ্ট করুন। এবার নোটপ্যাডটি Digitalzone.bat নামে সংরক্ষণ করুন।
@del /F/S/Q %temp%
@del /F/S/Q %windir%\temp
@del /F/S/Q "C:\Documents and Settings\user name\Recent"
@Echo off
Echo.
Echo Complete
Echo.
pause
exit
এবার ফাইলটিতে ডাবল ক্লিক করুন। তাহলেই হবে। আর User name এর জায়গায় আপনার সিস্টেমের ইউজার নেইম দিতে হবে।
কাজের মাঝে মাঝে সিস্টেম রিফ্রেশ করে তা ভাল থাকে। এভাবে কত করা যায় বলুন, কতবার করব, কতক্ষণ করব??? এত বার রিফ্রেশ করতে ভাল লাগে বলুন! না, ভাল লাগে না। এজন্যই তো এটি আপনাদের জন্য নিয়ে আসা। নিচের কোডটি কপি করে নোটপ্যাডে পেষ্ট করুন। এবার নোটপ্যাডটি Digitalzone.cmd নামে সেভ করুন।
Echo Off
cd/
tree
C:
Tree
D:
Tree
E:
Tree
F:
Tree
G:
Tree
H:
Tree
I:
Tree
J:
Tree
K:
Tree
L:
Tree
M:
Tree
N:
Tree
O:
Tree
P:
Tree
Q:
Tree
R:
Tree
S:
Tree
T:
Tree
U:
Tree
V:
Tree
W:
Tree
X:
Tree
Y:
Tree
Z:
Tree
এবার ফাইলটির উপর ডাবল ক্লিক করুন। তাহলে রিফ্রেশ শুরু হবে।
উপরের পদ্ধতি যদি আপনাদের ভাল না লাগে তাহলে অবশ্যই এই পদ্ধতিটা ভাল লাগবে। Automatic Refresh করতে নিচের ধাপ অনুসরণ করুন।
ইন্টারনেট এক্সপ্লোরারের লগো পরিবর্তন
উইন্ডোজের সাথে বিল্ট-ইন যে সফটওয়্যার থাকে তার মধ্যে ইন্টারনেট এক্সপ্লোরার অন্যতম। এটি ইন্টারনেট ব্রাউজিংয়ে ব্যবহৃত হয়। ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করে থাকলে দেখবেন এটির ডান কোণায় এটি লগো দেখা যায়। উইন্ডোজের সকল কিছু যখন বন্ধ করে ফেলেছি তাহলে এটি বাদ যাবে কেন? এটা কেও পরিবর্তন করে ফেলুন। এজন্যঃ
উইন্ডোজ এক্সপি হল অপারেটিং সিস্টেমগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয়। অনেক সময় এক্সপি জেনুইন করার প্রয়োজন হয়। জেনুইন করতে আমাদের বেশ বিপাকে পড়তে হয়। এক্সপিকে জেনুইন করা একদম সহজ। নিচের কাজটুকু করুন। এজন্যঃ
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion]
"CurrentBuild"="1.511.1 () (Obsolete data - do not use)"
"ProductId"="55274-640-7450093-23464"
"DigitalProductId"=hex:a4,00,00,00,03,00,00,00,35, 35,32,37,34,2d,36,34,30,2d,\
37,34,35,30,30,39,33,2d,32,33,34,36,34,00,2e,00,00 ,00,41,32,32,2d,30,30,30,\
30,31,00,00,00,00,00,00,00,62,fc,61,4c,e0,26,33,16 ,05,d3,54,e7,a0,de,00,00,\
00,00,00,00,49,36,c2,49,20,47,0c,00,00,00,00,00,00 ,00,00,00,00,00,00,00,00,\
00,00,00,00,00,00,00,00,00,00,00,33,33,35,30,30,00 ,00,00,00,00,00,00,65,10,\
00,00,74,99,dd,b0,f7,07,00,00,98,10,00,00,00,00,00 ,00,00,00,00,00,00,00,00,\
00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00 ,c4,ae,d6,1c
"LicenseInfo"=hex:e7,77,18,19,f8,08,fc,7d,e8,f0,df ,12,6e,46,cb,3f,ad,b2,dd,b9,\
15,18,16,c0,bc,c3,6a,7d,4a,80,8b,31,13,37,5a,78,a2 ,06,c8,6b,b9,d9,dd,cc,6a,\
9c,c5,9b,77,aa,07,8d,56,6a,7c,e4
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion\WPAEvents]
"OOBETimer"=hex:ff,d5,71,d6,8b,6a,8d,6f,d5,33,93,f d
বিভিন্ন কারণে আমরা উইন্ডো সার্চ করে থাকে। উইন্ডোর বিল্ট-ইন সার্চ ইঞ্জিনকে কিছু সার্চ করতে দিলে অধিক সময় লাগায়। সময় নেই, এতক্ষণ বসে থাকার। তাহলে কীভাবে করব তাড়াতাড়ি সার্চ। আপনারা সবাই দেখেছেন যে, গুগলে সার্চ বক্সে কিছু লিখে সার্চ দিতে দেরি কিন্তু ফলাফল আসতে দেরি হয় না। জ্বী, এই তো আপনি বুঝে গেছেন! গুগল সার্চ ইঞ্জিনকে নিয়ে আসুন এবার আপনার কম্পিউটারে। এই জন্য আপনাকে গুগল ডেস্কটপ ব্যবহার করতে হবে। গুগল ডেস্কটপের জন্য এখানে ক্লিক করুন। ডাউনলোড করে ইন্সটল করুন। তাহলে দেখবেন আপনার ডেস্কটপে এটি স্লাইডবার চলে এসেছে। এখানে অনেকগুলো গেজেট পাবেন। যেমন, স্টার্ট মেনু সার্চ, ঘড়ি, ইমেইল নোটির্ফিকেশন, আবহাওয়া, টুইটার ইত্যাদি। এখন আপনি যদি কোন কিছু খুঁজতে চান তাহলে কী-বোর্ডের Ctrl কী-টি দু’বার চাপুন। তাহলে সার্চ অপশন চলে আসবে। এবার সার্চ করুন আপনার কম্পিউটার।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন, আল্লাহ হাফেজ....
আমি দি ডিজিটাল জোন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 148 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
“যে পারে সে নিজে নিজে করে, আর যে পারে না সে শিখায়” “অভিজ্ঞতা তাই শিখায়, যা আমাদের শিখা উচিত”
@sojol ahmad আপনি কি দেশটাকে শেষ করার জন্য কোন দায় ভারই নিজের কাধে নিবেন না? @মডু>>>> টিটির বারোটা বাজতে আর বেশি বাকি নাই… আপনি নাকে সয়াবিন মেখে ঘুমান………. আজকের দিনে কয়টা মান সম্পন্ন টিউন হয়েছে? একটু খেয়াল রাখুন.. আর না পারলে বাদ দেন… জ্বালা বাড়ায়েন না….