আপনি কি একজন কনটেন্ট রাইটার? আপনাকে কি প্রতিদিন অনেক টাইপ করতে হয়? আপনি কি লেখালেখি করতে পছন্দ করেন? হোক সেটা বাংলা অথবা ইংরেজি। প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি রাজিব আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টাইপিং স্পিড ছাড়াই আপনি আমার দেয়া ট্রিক ফলো করে অল্প সময়ে অনেকগুলো পেইজ টাইপ করতে পারবেন, তো চলুন শুরু করা যাক।
প্রথমে আপনার একটি ব্রাউজার ওপেন করুন। তারপর গুগল সার্চ করে গুগল ডকস অপেন করুন। আমি মনে করি গুগল ডকস কি সেটি সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। গুগল ডকস একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, বলতে পারেন মাইক্রোসফট ওয়ার্ড এর অনলাইন ভার্সন। আজকে আমি আপনাদের সাথে যে ট্রিক্সটি দেখাবো সেটা গুগল ডক্সের একটা টুলস, যার মাধ্যমে খুবই অল্প সময়ে 100% শুদ্ধতার সাথে বাংলা ইংরেজি অথবা অন্য কোন ভাষা আপনি টাইপ করতে পারবেন। এই টুলসটি হয়তো আরো অনেক জায়গায় আপনি পাবেন, কিন্তু বিশ্বাস করুন আমি পরীক্ষা করে দেখেছি এটা খুবই দ্রুত এবং নির্ভুল ভাবে টাইপ করতে সহায়তা করে, এমনকি আপনি যে লেখাগুলো এখন পড়তেছেন, লেখাগুলো আমি মাত্র ১ মিনিটে এই ট্রিকসটি ফলো করে টাইপ করেছি। বিশ্বাস না হলে নিচের ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটিতে আমি দেখিয়েছি কিভাবে আপনি পুরো কাজটা করবেন এবং কোন সমস্যার সম্মুখীন হলে তার ও সমাধান দেখিয়েছি।
গুগল ডকস ওপেন হওয়ার পর, আপনি মেনু বার থেকে টুলস এ ক্লিক করবেন। তারপর ক্লিক করুন ভয়েস টাইপিং এবং নির্বাচন করুন আপনার পছন্দের ভাষা টি। এবার আপনার ইচ্ছে মত যা খুশি বলতে থাকুন আর দেখুন ম্যাজিক। এরপরে আপনার সমস্ত লেখাগুলো যেখানে খুশি কপি পেস্ট করে নিতে পারেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করবো কারণ এছাড়াও ভিডিওটিতে টিপস-এন্ড-ট্রিকস পাবেন।
আমি রাজিব রাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
Hey, I am Rajib Raj. I am a job holder and part-time freelancer, a blogger also YouTuber. please visit my site https://learning-bin.com and my youtube channel www.youtube.com/opentalk