সবাইকে ছালাম জানিয়ে শুরু করছি। এটা আমার প্রথম টিউন। এখনও ভালভাবে টিউন করা শিখে উঠতে পারিনি তাই ভুল হলে ক্ষমা করবেন। ভবিষ্যতে আর নতুন কিছু দেয়ার চেষ্টা করবো।
আসুন শুরু করি।
১)প্রথমে Start menu > All Programs > Accessories > Notepad- Open করে mystring= (80000000) লিখে
ফাইলটি ram.vbe নামে Desktop এ সেভ করুন । (আন্য কোন নাম ব্যাবহার করবেন না)
২)এবার Start menu >Run এ regedit লিখে Enter চাপুন । এখন রেজিস্ট্রি এডিটর এর বাম পাশের HKEY_CURRENT_USER > Control PanelDesktop-এ Single ক্লিক করুন ।
৩)এবার ডান পাশে Desktopএর Registry গুলো দখেত পাবেন সেখান থেকে MenushowDelay খুজে বের করে নিন এবং ডাবল ক্লিক করুন ।
৪) এবার এর String Editor আসেব। এখানে ভেলু যাই দেয়া থাক না কেন আপনি “0” দিয়ে OK করুন ।
৫) এবার ফাইল মেনুতে গিয়ে Exit প্রেস করুন এবং কম্পিউটার রিস্টার্ট করুন।
৬) এবার কম্পিউটার চালু হলে Desktop এ থাকা ram.vbe ফাইলটি তে Double Click করুন এবং আপনার কম্পিউটার এর Speed এর পরিবর্তন লক্ষ করুন।এরপরে আপনার সুবিধার জন্য Desktop এ থাকা ram.vbe ফাইলটি cut করে Start menu > All Programs > startup এ Right ক্লিক করে Open করে (startup ফোল্ডারে) pest করুন।এবং সুবিধার জন্য Hidden করে দিতে পারেন ইচ্ছা করলে।না করলেও ক্ষতি নাই। এখন আপনার কম্পিউটার এর Speed এর পরিবর্তন লক্ষ করুন। আপনাদের ভাল লাগলে উৎসাহিত করতে ভুলবেন না আশা করি। সবাইকে ধন্যবাদ।
আমি gayan pipashu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি খুব সাধারন একজন মানুষ। সব সময় নতুন কিছু শিখতে চাই।আপনাদের সবার কাছে সহযগিতা চাই।
ধন্যবাদ সুন্দর টিউন এর জন্যে।।।।।।।।