আমি প্রথমে সবাই কে সালাম দিয়ে আমার মূল্যবান কথা শুরু করছি আশাকরি আপনারা সবাই অপর আলার অশেষ মহিমায় ভালই আছেন। আমি যে বিষয় নিয়ে এখানে আলোচনা করতে এসেছি তা হচ্ছে আমাদের সবার পরিচিত স্মাটফোন। আশা করি আমি আমার সীমিত দখ্যতা দিয়ে আপনাদের স্মাটফোন সম্পর্কে অনেক টাই বোঝাতে পারবো ভালো ভাবে আশা করি আপনারাও বুঝতে পারবেন
একটা জিনিস কি ভেবে দেখেছেন আজ থেকে ১০ বছর আগেস্মাট ফোন কি আমরা কেউ জানতাম না। কিন্তুু এখন দেখেন এই স্মাট ফোনের জনপ্রিয়োতা আমাদের দেশ সহ পুরো বিশ্বে এতোটাই বেড়েছে যে ছোট বাচ্ছা থেকে বুড়ো পর্যন্ত এই স্মাটফোন ব্যবহার করছে এবং ব্যবহারের আগ্রহ প্রকাশ করছে। আগে যখন স্মাট ফোন ছিলো না তখন আমাদের একটা ফোট কাজের জন্য অনেক অর্থ ব্যয় করতে হচ্ছিলো অনেক সময় নষ্ট করতে হতো তারপরেও আশানুরূপ ফলা ফল পাওয়া যেতো না। আমাদের প্রর্থিক জীবনে স্মাটফোনের উপকারীতা বলে শেষ করা যাবে না আপনারা অনেকেই অনেক জানেন তারপরেও আমি একটু বলছি। স্মাটফোনের
আমাদের জীবন যাত্রার মান উন্নত করতে মোবাইল স্মাটফোনের ভূমিকা অনেক। যা বলে শেষ করা সম্ভব নয়। আমার আগে কারো ছবি এক জাইগা থেকে আরেক জাইগা তে পাঠাতে অনেক অর্থ ব্যায় হতো অনেক সময় নষ্ট হতো। কিন্তুু স্মাটফোন হওয়ার জন্য আমরা কম খরচেই দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খুবি কম খরছে এবং খুবি তাড়া তাড়ি পাঠাতে পারছি। এছাড়াও আমরা ঐ স্মাটফোনের দ্বারা দেশে এই প্রান্তের মানুষ হয়ে দেশের ঔ প্রান্তের মানুষ কে দেখতে পাচ্ছি এবং কথা বলতে পারছি। স্মাটফোন কে ছোট কম্পিউটারও বলা হয় যার ফলে যার ফলে যাদের কম্পিউটার কিনার সমর্থ নেয় তারা স্মাটফোন দ্বারা অনেকটাই কম্পিউটারের সেবা পাচ্ছে। এছাড়াও স্মাটফোনের দ্বারা ইচ্ছা মতো সিনেমা, এবং গান শোনা যায় কোন রকম সমস্যা ছাড়া। আর এই স্মাটফোনের দ্বারা দ্রুতো গতি সম্পুন্য ইন্টারনেট ব্যবহার করা যায় যার ফোনে যে কোনো দেশের যে কোন খবর মূহর্তের মধ্যে নেওয়া সম্ভব হচ্ছে এবং ইন্টারনেট থেকে নানা রকম সিনেমা, গান, এবং নাটোক দেখা যাচ্ছে। স্মাটফোনের দ্বারা এক স্মাটফোন থেকে আরেক স্মাটফোনে দ্রুতো গতিতে ডাটা ট্রাস্নফার করা যায় যা অন্য কোন ফোনে সম্ভব হয় না এতো দ্রুতো গতিতে। স্মাটফোনে অনেক ভালো ভালো উচ্চ মানের গেইম সাপর্ট করে যা খেলেও অনেক অবসর সময় পার হয় এবং ছোট বাচ্চারা এই গেইম খেলে অনেক মজা পাই। আমাদের লাইফ স্টাইল উন্নতির জন্য স্মাটফোনের অবদান অনেক। স্মাটফোনের
যেই জিনিশ টার উপকার আছে তার ঠিক কোন না কোন অপকারো আছে যেমন:- সিম্পুল চাকু যদি ডাকাতের কাছে থাকে তাহলে এর দ্বার ছিন্তাই হচ্ছে মানুষ পর্যন্ত খুন হচ্ছে। আবার ঔ চাকু যদি ডাক্তারের কাছে থাকে তাহলে ডাক্তার ঔ চাকু দিয়ে অসুস্থ রোগী কে অপারেশন করে তাকে ভালো করছে ঠিক তেমনি আমরা যদি স্মাটফোন যদি ভালো কাজে ব্যবহার করি তাহলে আমাদের সবার উপকার হবে খারাহ কাজে ব্যবহার করলে খতি হবে আমরা যদি স্মাটফোন কে রাফ ইউচ করি তাহলে আমাদের শরীরে খতি হবে যেমন চোখ দূর্ভল হয়ে যাবে। বেশী কথা বল ইয়ারফোন দ্বার গান শোনার জন্য কানে কম শুনতে পাওয়া ঘুম কম হওয়া এছাড়াও আরো অনেক রকম সমস্যা হতে পারে যা আমাদের শরীরের পখে ভালো নয় তাই পরিমান মতো ব্যবহার করতে হবে আর সব সময় ভালো কাজে ব্যবহার করতে হবে খারাপ কাজে ভুলেও নয় এর ফলে আমরা সবাই ভালো সুস্থ থাকতে পারবো এবং স্মাটফোনের ভালো সুবিধাও পাবো সবাই ভালো থাকুন সবার জন্য শুভো কামোনা রইল আবারো দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে আল্লাহ হাফেজ।
আমি মেজবাহ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।