অ্যান্ড্রয়েড ফোন এখন প্রতিদিনকার সঙ্গী হয়ে গিছে। বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন ছাড়া যেন জীবন অচল। কিন্তু এই অ্যান্ড্রয়েড জীবনকে আবার বিরুক্তও লাগে। আর এই বিরুক্তর মূল কারন হচ্ছে ফোনের ব্যাটারি। ব্যাটারি কে দীর্ঘায়ু করার কিছু টিপস আপনাদের মাঝে শেয়ার করছি।
১. ঘন ঘন ফোন চার্জ করবেন না।
২. ১০% এর নিচে কোন আসার আগেই চার্জ করুন।
৩. ফোনের ব্রিটাইটসেন কম করে রাখুন।
৪. অপ্রয়োজনীয় কোন অ্যাপস ব্যবহার করবেন না।
৫. কমদামের চার্জার ব্যবহার করবেন না।
৬. বাচ্চাদের হাতে ফোন দিবেন না। কারন তারা ঘন ঘন ফোন টিপে।
৭. ঘুমানোর সময় ফোন বালিশের নিচে রাখবেন না।
উপরের এই ট্রিকটি মেনে চললর আপনার ফোনের ব্যাটারি দীর্ঘায়ু হবে। সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন এই কমনায় পোষ্টটি শেষ করছি।
মজার আরও ট্রপিক পেতে ঘুরে আসুন আমার ব্লগ৭১ সাইট থেকে।
আমি রোহান বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 91 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।