গুগোল এডসেন্স একাউন্ট পাবার সম্ভব্য সকল উপায়!!! (১ম খন্ড)

গুগোল এডসেন্স একাউন্ট এখন অনেকটা সোনার হরিণ হয়ে গেছে। কিছুদিন আগে একটি ফোরামে দেখলাম, তাদের হিসাব অনুসারে প্রায় ৪০% আবেদন গৃহিত হয়। আর বাকি ৬০% আবেদন গুগোল বাতিল করে দেয়। দূঃখের বিষয় হচ্ছে এই ৬০% এর বেশির ভাগই চীন, ভারত এবং বাংলাদেশের।

গুগোল কেন আবেদনগুলো বাতিল করে দেয় সেই বিষয়গুলো এখন আলোচনা নাই করলাম। বরং কিছু উপায় দেখাচ্ছি, যার সাহায্যে আপনি খুব সহজেই গুগোল এডসেন্স একাউন্ট পেয়ে যেতে পারেন।

আজ আমি আপনাদের ওয়েবলি (weebly) এর মাধ্যমে গুগোল এডসেন্স একাউন্ট করার সকল ধাপ দেখাবো।

ধাপ ১: প্রথমেই http://www.weebly.com সাইট টিতে যান।

ধাপ ২: আপনার Username, E-mail address (gmail) এবং Password দিয়ে SignUp করুন। ওয়েব সাইটের নাম দিন এবং ওয়েব সাইটের ধরন নিবাচন করুন। ওয়েব সাইটের ঠিকানা দিন।

ধাপ ৩: এখন উপর দিক থেকে পেজ অপশন এ ক্লিক করুন। নতুন একটি ব্লগ নিন। এখন হোম পেজটি ডিলিট করে দিন। হোম পেজটিতে ক্লিক করলে, ডানপাশে ডিলিট অপশনটি পাবেন। এরপর, ইলিমেন্ট এ যান।

ধাপ ৪: যেকোন ক্লাসের ইংলিশ বই নিন। এখন বেছে বেছে ১০ টি পোস্ট করুন। পোস্টগুলো Unique হলো কিনা তা অবশ্যই http://www.copyscape.com এ পরিক্ষা করে নিবেন। আপনি যেকোনো ইংলিশ গল্পের বইও ব্যবহার করতে পারেন।

ধাপ ৫: এখন আপনার ব্লগের লিঙ্কটি গুগোল সাচ এ সাবমিট করুন। প্রতিটি পোস্ট এর লিঙ্ক ডিগ এ সাবমিট করুন। এতে আপনার ব্লগটা খুব তারাতারি Index হবে। Index হলে পরের ধাপ অনুসরণ করুন।

ধাপ ৬: এখন ওয়েবলিতে প্রবেশ করে, গুগোল এডসেন্স অংশটি নিচে টেনে নিয়ে আসুন।

ধাপ ৭: একটি নতুন অংশ অপেন হবে। এরপর শুধু Continue চাপুন। এরপরই Congratulation পেজ আসবে।

ধাপ ৮: এখন আপনার ইমেইল একাউন্ট এ প্রবেশ করলে দেখতে পাবেন গুগোল এডসেন্স এর একটি ইমেইল এসেছে। লিঙ্কটিতে ক্লিক করলেই গুগোল এডসেন্স এর একটি ফরম পাবেন। ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন।

শেষ!! আশা করি ৭ দিন এর মধ্যেই আপনার নতুন গুগোল এডসেন্স পেয়ে যাবেন।

মনে রাখবেন ওয়েবলি নিজের সাইটে এড দেখানোর জন্য ৫০% টাকা কেটে নিবে। কিন্তু আপনি যদি অন্য কোন সাইট থেকে এড এর মাধ্যমে টাকা আয় করেন, তখন ওয়েবলি আর আপনার টাকায় ভাগ বসাবে না।

আমার একটি ব্লগ আছে, যার আলেক্সা রাঙ্ক ১৪৬,৭৫১ (২৮ মাচ, ২০১১ পযন্ত)। আমি প্রতিদিন বিভিন্ন দেশ থেকে অনেক ভিজিটর পেলেও বাংলাদেশ থেকে পাই খুবই কম। গড়ে ১৫-২০ জন, যা দেশ হিসাবে ৭ নম্বর। এটা আমার জন্য খুবই দুঃখের ব্যপার। আপনি কি দয়া করে রিভিও করবেন। আপনার সঠিক পরামশের অপেক্ষার রইলাম।

আমার ব্লগ লিঙ্ক : http://www.techncom.net

Level 0

আমি রাজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এডসেন্স, এস.ই.ও, ব্লজ্ঞিং সম্পকে জানতে ভিজিট করুন http://www.techncom.net তে। আশা করুন নতুন কিছু পাবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

http://www.trueonlineearn.com

Weebly এর মাধ্যমে Adsense একাউন্ট খুলে Ads যদি আমার blogspot এ প্রদর্শন করি এবং সেটা থেকে যা আয় হবে তা থেকে Weebly কি টাকা কেটে নেবে নাকি শুধু Weebly এর Blog থেকে যে উপার্জন হবে তা থেকে ৫০% ভাগ বসাবে ?? আর আমি যদি Weebly তে ১০ টা পোষ্ট করার পর আর তাদের Site এ Continue না করি – মানে পোষ্ট না করি, তবে কি তারা আমার Adsense একাউন্ট বাতিল করে দেওয়ার ক্ষমতা কি রাখে ??

    মনে হয় না আমি যতদুর জানি?

    তারা কোন উপার্জনে ভাগ বসায় না । আপনি যদি সেখানে আপনার এডসেন্সের এডস বসান তবে তারা আপনার এডস ৫০% প্রদর্শ্বন করবে। ধরুন আপনার ব্লগে ১০০ জন ভিজিটর আসলো, তখন ৫০ বার আপনার এডস দেখাবে আর ৫০ বার তাদের এডস দেখাবে। এর বেশী কিছু নয়। Continue না করলে, তারা গুগল কে জানাবে। জানালে কি হবে তা তো বুঝতে পারছেন নিশ্চয় !

    @Md Sr Aslam, আপনাকে কে বলেছে ব্লজ্ঞিং Continue না করলে, Weebly তারা গুগল কে জানাবে।

    @তরঙ্গ, Weebly আপনার অন্য কোন সাইটের এডস এর উপার্জনে ভাগ বসাবে না। আর Weebly নতুন কোন পোষ্ট না করলেও Problem নাই।

Level 0

Assalamu Alaikum.Brother pls give ur mbl no.I would like to talk u.

    [email protected] এ মেইল করেন। Reply মেইল এ নাম্বার দিয়ে দিব। এখানে সরাসরি দেয়া যাবে না।

ভাই আমি ত ইন্ডিয়ারক্স থেকে একাউন্ট নিছি ওদের ওখানে পোস্ট না লিখলে কি একাউন্ট বন্ধ করে দিবে?

আমি এ্যডসেন্সে নতুন- একটু বলবেন কি আমি টাকাটা কিভাবে পাবো ?
আমার কোনো International Credit Card নেই। তবে আমার HSBC ব্যাংক একাউন্ট আছে।

ধন্যবাদ

    গুগোল এডসেন্স চেক এর মাধ্যমে টাকা পাঠায়।

Trust google's account shall be of a overseas bank and that has no branch in Bangladesh. Do we need to pay extra charge (to our local bank) to withdraw money? And how many days are required to encase the money?

Thanks
Anis

    হ্যাঁ আপনাকে বারতি কিছু টাকা পে করতে হবে। চেক পেতে মাস দেরেক লাগবে। চেক ভাঙ্গাতে আরও ১৫-২০ দিন।

Please read it en-cash not encase…..

Level 0

রজিব ভাই, আমার তো এপপ্রুব হইতেছনা "We did not approve your application for the reasons listed below.

Issues:

Contact address incorrect, incomplete or not provided" এইটা পাঠাইছে। আবার resubmit করতে গেলে "Account Not Active
An AdSense account does not exist for this login………" এই লেখা আসে। ভাই এখন কি করব একটু বলবেন?

    Contact address যেটা দিছেন, সেটা AdSense detect করতে পারছে না। Address বদলে অন্য যেকোন address দিন। পরে address বদলে নিবেন। Resubmit করতে হলে Account থেকে পুরাতন Publisher Id Delete করে দিন। এরপর resubmit করুন।

Level 0

আপনাকে মেইল করেছি। উত্তর দিয়েন।

    আমি কি উওর দিয়েছে? না দিয়ে থাকলে মেইল পাইনি। আবার মেইল করেন।

Level 0

রাজিব ভাইয়া আমার একটা ডাউনলোড ওয়েবসাইট (bdfoorti.com) আছে ।
আমি গুগোল এ্যডসেন্স এর জন্য কয়েকবার apply করে ব্যর্থ হয়েছে ।
অনেকে বলতেছে যে বাংলাদেশে ডাউনলোড সাইট এর জন্য গুগোল এ্যডসেন্স পাওয়া না ।
এইটা কি সত্য ?
reply plzzz

khob valo laglo.

ইন্ডিয়ারক্স থেকে ট্রাই করছি। কিন্তু ওদের সাইটে ব্লগ লেখার পেজটাই কিছুদিন হলো দেখা যাচ্ছে না। দেখি আপনারটা ট্রাই করে। আমি যদি লন্ডন বা কানাডার কাউকে দিয়ে ট্রাই করি, তাহলে কি সহজে পেতে পারবো?

weebly তে পোস্ট পাবলিশ করতে পাচ্ছিনা। পাবলিশ করতে গেলে প্রথমে ভেরিফাই করলাম। তারপরে দেখায় যে অই নামে কি কি ডোমেইন ফাকা আছে, কন্টিনিউ করলে পারচেজ পেজে নিয়ে যাচ্ছে আর পোস্ট ড্রাফট হয়ে থাকছে। এর সমাধান কি??

ধাপ ৫: এখন আপনার ব্লগের লিঙ্কটি গুগোল সাচ এ সাবমিট করুন। প্রতিটি পোস্ট এর লিঙ্ক ডিগ এ সাবমিট করুন। এতে আপনার ব্লগটা খুব তারাতারি Index হবে। Index হলে পরের ধাপ অনুসরণ করুন।
ভাই, এই ৫ নং ধাপ টা আমি বুঝতে পারছিনা, আমাকে একটু বিস্তারিত বলবেন plz…

Level 0

PLz help me RAzib vai
ধাপ ৫: এখন আপনার ব্লগের লিঙ্কটি গুগোল সাচ এ সাবমিট করুন। প্রতিটি পোস্ট এর লিঙ্ক ডিগ এ সাবমিট করুন। এতে আপনার ব্লগটা খুব তারাতারি Index হবে। Index হলে পরের ধাপ অনুসরণ করুন।
ভাই, এই ৫ নং ধাপ টা আমি বুঝতে পারছিনা, আমাকে একটু বিস্তারিত বলবেন plz…

Level 0

new comer & needy help me
পোস্টগুলো Unique হলো কিনা তা অবশ্যই http://www.copyscape.com এ পরিক্ষা করে নিবেন। ধাপ ৫: এখন আপনার ব্লগের লিঙ্কটি গুগোল সাচ এ সাবমিট করুন। প্রতিটি পোস্ট এর লিঙ্ক ডিগ এ সাবমিট করুন। এতে আপনার ব্লগটা খুব তারাতারি Index হবে। Index হলে পরের ধাপ অনুসরণ করুন।
ভাই, এই ৫ নং ধাপ টা আমি বুঝতে পারছিনা, আমাকে একটু বিস্তারিত বলবেন plz…

Level 0

akti page e 10 ti post korbo ? naki 10 page 10 post korbo?

PLz give mobile No. My email [email protected]

Level 0

index hollo kina kivabe buja jai? pls.

আপনাকে অসংখ্য ধন্নবাদ রাজিব ভাইয়া। আমার adsense হয়ে গেছে। আলহামদুলিলাহ। আসসালামুয়ালাইকুম ।

রাজিব ভাই,
ওয়েবলি থেকে কি এখনো কি একইভাবে এডসেন্স এর জন্য অ্যাপ্লাই করা যাবে। আমি আজ একটা অ্যাকাউন্ট খুললাম।কিন্তু আপনার লেখার সাথে কোন মিল খুজে পেলাম না।
আপনি দয়া করে আর একবার চেক করে দেখবেন কি?
আপনার মতামত এর অপেক্ষায় রইলাম।