ল্যানে ফাইল শেয়ার করুন খুব সহজে

আজকাল অনেকের বাসায় দুটি পিসির বা ল্যাপটপ এর মাঝে ল্যান কানেকশান থাকে। ফাইল ও প্রিন্টার শেয়ার বা মাল্টিপ্লেয়ার গেম খেলতে ল্যানের প্রয়জোন হয়। অনেকেই বিভিন্ন জনের কাছে ল্যান বাবহারের কথা শুনেছেন, কিন্তু নিজে করতে পারেন নি। কেউ কেউ ল্যান কনেকশান করেও ফাইল শেয়ার করতে যেয়ে "Windows cannot access the \\Computername\\" মেসেজ পেয়েছেন। ল্যানের বিকল্প হিসেবে হয়ত USB Data Transfe Hub কিনতে চাচ্ছেন। কিন্তু দামের কারনে সম্ভব হচ্ছেনা। চিন্তার কিছু নেই। প্রোগ্রামাররা আমাদের কথা ভেবে একটি Open source সফটওয়্যার তৈরি করেছে যা দিয়ে খুব সহজে ফাইল শেয়ার করা যায়। চলুন দেখাই কিভাবে ---

যা যা লাগবে

১) ল্যান কেবল, এটা যে কোনো কম্পিউটার এর দোকানে পাওয়া যায়। CAT-5/CAT-6 কেবল Crossover বা Straight কানেকশান করিয়ে নিন। কেনার সময় তাদের বলে দিন যে PC-to-PC না PC-to-Hub হিসেবে ইউস করবেন। দৈর্ঘ্য আপনার সুবিধা মত।
২) Lanshark software যা এখান থেকে ডাউনলোড করুন।

ডাউনলোড LANShark

পদ্ধতি

প্রথমে চেক করে নিন আপনার পিসি এর LAN Port অন আছে কিনা। পিসি চালু হওয়ার সময় F2/Del/Esc চেপে Integrated NIC/On-board LAN কে Enable করে নিন।

ল্যানের ড্রাইভার যেন ইন্সটল করা থাকে। Widows Vista/7 এ অটো ড্রাইভার ইন্সটল হয়। তবে মাদারবোর্ড এর ওয়েবসাইট থেকে লেটেস্ট ড্রাইভার ডাউনলোড করে নিতে পারেন।

Lanshark ডাউনলোড করে Run করান। পোর্টেবল ভার্সন হলে lanshark-0.0.2.zip ফাইল টি কোনো জায়গা এ Extract করুন। তারপর lanshark.exe ফাইল টি ওপেন করুন।

চিত্রের মত উইন্ডো আসবে। Host name এ আপনার পিসি এর নাম দিন। তারপর Share Path এ যে ফোল্ডার শেয়ার করতে চান তা সিলেক্ট করুন। আপনি অন্য পিসি থেকে ডাটা কপি করে যে ফোল্ডার এ রাখতে চান তা Incoming path এ দিন। Apply এ ক্লিক করুন।

ছবির মত উইন্ডো আসবে। অন্যান্য পিসি তে Lanshark চালু থাকলে তাদের নাম লিস্টে দেখতে পারবেন। কারো পিসি থেকে ডাটা নিতে হলে তার নাম এ ক্লিক করুন। তারপর তার শেয়ার করা ফোল্ডার গুল দেখুন। যা যা দরকার, তা Right click করে Download এ দিন। ফাইল বা ফোল্ডার আপনার কম্পিউটার এর অন্য কোনো জায়গা এ ডাউনলোড করতে চাইলে Download to এ ক্লিক করুন আর লোকেশান দেখিয়ে দিন।

Download ট্যাব এ ক্লিক করে দেখুন 100mbps কানেকশান এ 10-11MBPS স্পীড এ কপি হচ্ছে।

Level 0

আমি মো মিনহাজুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 2958 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

খুবই প্রয়োজনীয় ট্রিপস। আপনাকে অনেক ধন্যবাদ। কিছুদিন আগে আমি একটি তার কিনেছি যেটি ডেস্কটপের সাথে ল্যাপটপের ল্যান পোর্ট এর সংযোগ দিতে হয়। কিন্তু আমি শেয়ার করতে পারছিনা। এই সফটওয়ার দিয়ে কি কাজ করা যাবে? পিসি ২ হাব কেবল দেখতে কি রকম? দাম কত?

    জি ভাই অবশ্যই করা যাবে। in fact আমি ডেক্সটপ থেকে ল্যাপটপ এ এটা দিয়েই data transfer করি। আর পিসি টু হাব কেব্‌ল একই, তবে কেব্‌ল এর ভেতরের ৮টা চিকন তার এর কানেকশান একটু আলাদা।

    এইটা তো শেয়ার এনাবল করে ই করা যায়
    আমার মতে কোন সফটওয়্যার এর দরকার নেই

    জি ঠিক বলেছেন। কিন্তু বেশ কিছু সফটওয়্যার আছে যারা পিসি এর পারফরমেন্স বাড়ানোর জন্য নেটওয়ার্কিং বন্ধ করে। যেমন PC Tools Registry Mechanic এ সিস্টেম অপটিমাইজ করলে Computer browser service অফ করে দেয়। তখন আপনি নেটওয়ার্ক এ কোনো remote computer দেখতে পারবেন না। Firewall এর কারনে অনেক সময় শেয়ার করা সম্ভব হয় না। কেউ কেউ সমসময় ফাইল বা ফোল্ডার শেয়ার এ দিয়ে রাখতে চান না। তাদের জন্য কাজে লাগবে। 🙂

মিনহাজুল হক শাওন ভাই আপনাকে অনেক ধন্যবাদ ।
এই রকম কিছু চাইছিলাম। আপনার কাছ থেকে পেয়ে গেলাম।

ধন্যবাদ

Level New

খুবই প্রয়োজনীয়

ক্রসওভার কানেকশনটা করাই তো মনে হয় ঝামেলা।

    পিসি টু পিসি বা হাব টু হাব এর জন্য ক্রসওভার কানেকশন ত করতেই হবে। যাহোক, ধন্যবাদ 🙂

ধন্যবাদ কাজের টিউন।

LAN connection নিয়ে আরো বিস্তারিত লিখবেন আশা করি। বিশেষভাবে, কিভাবে Connection করতে হয় সেটা নিয়ে একটা টিউন করবেন আশা করি।

আপনাকে ধন্যবাদ মিনহাজুল হক শাওন 😛 😛

আমার কোনো কানেকশন করা লাগেনা । তার লাগাই এমনিতেই connect হয়ে যায় । যাই হোক টিউন টি ভালো হয়েছে ।

Level 0

@ মিনহাজুল হক শাওন ভাইঃ
খুবই দরকারী টিউন। ধন্যবাদ।
আমার ২টা প্রশ্ন আছে। তা হলঃ
১। সাধারণত ল্যান সংযুক্ত করা দুটি পিসি-তেই পাওয়ার অন করার পরে পাসওয়ার্ড চায়। এই সফটয়্যার ইন্সটল করলেও কি পাওয়ার অন করার পরে পাসওয়ার্ড দিতে হবে????
২। আমি কি এটা দিয়ে xp-7 অথবা windows-7-windows7-এ ডাটা ট্রান্সফার করতে পারবো?

    ১। সাধারণত এরকম হয়না। যদি পিসি চালু হওয়ার সময় পাসওয়ার্ড চায় তাহলে সেটা বায়োসে দেওয়া থাকে। অ্যাডমিনিস্ট্রেটর সেটা মুছে দিলে আর পাস চাইবেনা। এটা ল্যানের কারণে না। আর যদি তবুও এরকম হয় তাহলে নেটওয়ার্ক বুট অন করা আছে। বায়োসে ফার্স্ট বুট হিসেবে হার্ডডিস্ক দিয়ে কাজ করুন।
    ২। ১০০ ভাগ যাবে। এমনকি ৩২ বিট – ৬৪ বিট পিসিতেও হয়। নিজে করে বলছি।

    ধন্যবাদ

ভালো লাগলো ধন্যবাদ

Level 0

vai jotil hoise. Ekta prosno,
pc to hub and hub to pc te to straight conection use hoi.naki?
10foot er tar er laigga koto khoroch hobe?
Mobile theke,tai …

    ঠিক বলেছেন। ১০ ফুট মানে ৩ গজের বেশী, ১২ টাকা গজ হিসেবে এবং দুইটা ক্লিপ আর লাগানোর খরচ মিলে ৬০-৭০টাকার মাঝেই হয়ে যাবে 🙂

Level 0

cat 6 ki suport korbe. Gigabyte g41 r compaq laptope

Level 0

ভাই, লিমিটেড কানেকটেভিটি দাখায় তো। আর xp to windows 7 এ ডাটা আসে ২ এমবি সপিডে। আবার জায় ১০ মবি তে! বুজলাম না কেন।

    এমন তো হওয়ার কথা না। তাহলে এক কাজ করুন, p300 সফটওয়্যার ডাউনলোড করুন, সাইজ ১ মেগার কম। সেটা দিয়ে একইভাবে ল্যানে ফাইল শেয়ার করতে পারবেন। আর হ্যা, উইন্ডোজ এক্সপি তে কিন্তু ওয়ার্কগ্রুপ বানাতে হবে।

hai hai…………ami to thoklam…………..lan ar cable 15 taka goj 20 goj+ clip 2 ta 100 taka = total 400 taka gese ……….:-( 🙁

Comillar manush batpar 🙁

Level 0

lan cable lagiye ei soft use korle 1ta computer theke virus r 1ta computer e chole jabe nato?
naki bluetooth diye lan use korbo?

Level 0

r lan configuration kibhabe korbo, sei niye bistarito tune korle bhalo hoy