এবার রোট করুন যে কোনো অ্যান্ড্রয়েড ফোন এক ক্লিকে

বিসমিল্লাহির রাহমানির রাহিম!

প্রিয় ইউসার আপনারা অনেক এই হয়ত আপনাদের ফোন টিকে রোট করতে চান কিন্তু করতে পারতেছেন না।

আমি আজকে আপনাদের দেখাব কিভাবে আপনারা আপনাদের ফোন টি কে রোট করবেন।

তার আগে রোট সম্পর্কে কিছু তথ্য জেনে নেই:

রোট এর যেমন আছে সুবিধা তেমনি আছে অসুবিধা।

রোট এর সুবিধা:

আমাদের ফোনে সাধারনত অনেক ফিচার্স ই লক করা থাকে মানে পারমিশন বন্ধ করা থাকে যার কারনে আমরা অই  সুবিধা গুলো পাই না।
রোট করলে আমরা এই সুবিধা গুলি পেয়ে থাকি।
অনেক অ্যাপ আছে ব্যবহার করতে হলে রোট ফারমিশন চায়।
যা রোটেড ফোন ছাড়া ব্যবহার করা যায় না।
তাছাড়া আরও নানা দরনের সুবিধা পাওয়া যায় রোটেড ফোনে।

রোট এর অসুবিধা:

রোট করলে ফোনের ওয়ারান্টি নষ্ট হয়ে যায়।

তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল কিভাবে আমাদের ফোনকে রোট করব।

প্রথমেই নিচ থেকে একটি অ্যাপ ডাউনলোড করেন নিন

Download Now Apk

এবার ডাউনলোড করা আপ টি ইনস্টল  করুন।

ইনস্টল করা হয়ে গেলে আপনার ফোনের সেটিংস এ যান।

এবার স্ক্রিনশর্ট গুলা ফলো করুন।



এবার আপনার ফোনে ইনস্টল করা অ্যাপ টি অর্থাৎ Kingo Root অ্যাপ টি তে ঢুকুন


প্রিয়, বন্ধুরা আপনাদের যদি আমার টিউন টি ভাল লাগে তাহলে অবশ্যই একটা কমেনাত করবেন।  আর হ্যা সময় পেলে আমার ওয়েবসাইট একবার ভিসিট করবেন
http://www.PureBD24.Ga

Level 2

আমি আহমেদ কাশেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

All Phone is not working….