জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপি। উইন্ডোজ এক্সপির সর্বশেষ ভার্সন হল উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ৩। যাতে নতুন কিছু ফিচারযুক্ত করা হয়েছে। এটি সার্ভিস প্যাক ২ থেকে উন্নতর করা হয়েছে। বাজারের সার্ভিস প্যাক ৩ এর সিডি পাওয়া যায়। বাজার থেকে কিনে ব্যবহার করতে পারেন উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ৩। তবে আপনি চাইলে উইন্ডোজ এক্সপির সার্ভিস প্যাক ২ এর সিডি থেকে উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ৩ এর সিডি তৈরি করতে পারেন। চান নাকি? কঠিন? এক বার চেষ্টা করে দেখুন না! তাহলে আপনি চেষ্টা করবেন। ধন্যবাদ। নিচের ধাপ অনুসরণ করুন।
o উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ৩ এর প্যাকেজটি অথবা এখানে ক্লিক করুন।
o একটি খালি সিডি
o উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ২ এর সিডি
o Hotfixes, Add-ons বা Update Packs পেতে নিচের লিংকে যানঃ
রায়ান ভিএম পোষ্ট সার্ভিস প্যাক ৩
এবার চলুন কাজে নেমে পড়ি....
§ প্রথমে প্রয়োজনীয় ফাইলগুলো ডাউনলোড করে ইনস্টল করুন।
§ এবার উইন্ডোজ এক্সপির সার্ভিস প্যাক ২ এর সিডি কম্পিউটারে প্রবেশ করান
§ এবার একটি নতুন ফোল্ডার খুলুন।
§ সিডির সকল ফাইল কপি করে উক্ত ফোল্ডারে পেষ্ট করুন।
§ এনলাইট সফটওয়্যারটি চালু করুন।
§ Next করুন ও Browse বাটনে ক্লিক করে কপি করা ফোল্ডারটি দেখিয়ে দিন।
§ এবার Next , Next করুন।
§ এবারের উইন্ডো থেকে সবার উপরের Service Pack নির্বাচন করুন।
§ কোন সফটওয়্যার বা ডেটা যুক্ত করতে hotfixes, add-ons and update packs নির্বাচন করুন।
§ তাছাড়া আপনি চাই্লে Windows Media Player 11 যুক্ত করতে পারেন। তবে এর আগে WMP 11 Slipstreamed ইনষ্টল করে নিতে হবে।
§ এবার Bootable ISO বাটন নির্বাচন করে Next বাটনে ক্লিক করুন।
§ এবার Import বাটনে ক্লিক করে Windows XP Service Pack 3 Package টি যুক্ত করুন।
§ এবার Next করুন।
§ তাহলে Process এ যাবে, প্রসেস শেষ হলে সম্পূর্ণ হয়েছে এই রকম একটি বার্তা আসবে।
§ এবার Next করে Insert বাটনে ক্লিক করে Internet Explorer, Windows Media Player 11 বা অন্য কোন সফটওয়্যার যুক্ত করুন।
§ এরপর Next বাটনে ক্লিক করলে Do you want to start the process? আসবে।
§ Yes দিন, তাহলেই Process শুরু হবে।
§ প্রসেস শেষ হলে Next করলে Bootable ISO উইন্ডো আসবে।
§ এখান থেকে আপনি সরাসরি সিডিতে রাইট করতে পারবেন বা বুটেবল ইমেজ তৈরী করতে পারবেন পরবর্তিতে রাইট করার জন্য। বুটেবল ইমেজ তৈরী করতে Mode এ Create Image নির্বাচন করে Label লিখে Make ISO বাটনে ক্লিক করুন।
সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভাল থাকবেন। আল্লাহ হাফেজ....
আমি দি ডিজিটাল জোন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 148 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
“যে পারে সে নিজে নিজে করে, আর যে পারে না সে শিখায়” “অভিজ্ঞতা তাই শিখায়, যা আমাদের শিখা উচিত”
ধন্যবাদ আপনাকে