আপনারা সকলেই এতক্ষনে বুঝে গেছেন আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। জি আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি বুঝতে পারবেন যে আপনি যে অপারেটিং সিস্টেম বা উইন্ডোস চালাচ্ছেন তা কি অরিজিনাল নাকি পাইরেটেড।
আমরা অনেকেই আছি যারা মার্কেট থেকে নতুন ল্যাপটপ কিনে নিয়ে আসি বা কিনব এবং ভাবি যে ল্যাপটপ এর মধ্যে যে উইন্ডোস দেয়া থাকে তা অরিজিনাল, তাই আমাদের আলাদা উইন্ডোস কেনার দরকার নাই। তাহলে একটা কথা ভাবুনতো ভাইয়া আপনি একটা ল্যাপটপ কিনলেন ২০, ০০০-৬০, ০০০ টাকার মধ্যে, কিন্তু একটা অরিজিনাল উইন্ডোস 7 অথবা 10 এর দামই বাঁজারে ২৩, ০০০ টাকা।
তাহলে কি যার থেকে আপনি ল্যাপটপ কিনলেন সে কি আপনাকে উইন্ডোসটি ফ্রি দিয়ে দিল?
অথবা আমরা বিভিন্ন দোকান থেকে ৪০ টাকা দিয়ে উইন্ডোস এর সিডি কিনে উইন্ডোস দেই এবং KMS Activator দিয়ে এক্টিভ করে নেই। এক্টিভ ও হয়ে যায়। কিন্তু কথা হচ্ছে আসলে কি এইটা অরিজিনাল উইন্ডোস নাকি পাইরেটেড উইন্ডোস?
চলুন তাহলে আজকে জানি কিভাবে বের করবেন আপনার অপারেটিং সিস্টেম অরিজিনাল নাকি ফেইক।
প্রথমেই আপনি আপনার উইন্ডোস এর সার্চে গিয়ে টাইপ করুন CMD এর পর দেখবেন আসবে Command Prompt। এখানে ক্লিক করুন।
তারপর একটি পেজ ওপেন হবে ওইখানে লেখুন slmgr /xpr তারপর enter চাপুন
তারপর যদি এই রকম আসে বা টাইম লিমিট দেয়া থাকে তাহলে বুঝবেন এটি ফেইক বা পাইরেটেড উইন্ডোস।
আর যদি Permanent Activated আসে তাহলে বুঝবেন এটি অরিজিনাল উইন্ডোস।
এছাড়াও আপনি চাইলে আরও কিছু কোড লিখে সার্চ করতে পারেন তা হলঃ
রেজাল্ট যদি কোথাও KMS লেখা আসে বা কোন টাইম লিমিট দেয়া থাকে তাহলে বুঝবেন এইটা ১০০% ফেইক বা পাইরাইটেড।
এবং রেজাল্ট যদি Permanent Activated বা activation key মাইক্রোসফট এর লিংক দেয়া থাকে তাহলে congratulation আপনি অরিজিনাল Windows ইউজ করছেন
ফেইক নাকি অরিজিনাল?
নিচে আমাকে অবশ্যই জানাবেন।
আমার NEXT টিউন হবে আরো Interesting। আমরা এখানে জানব কিভাবে অতি সহজে আপনার উইন্ডোজ অরিজিনাল করে নিতে পারবেন?
আমার পোস্টটি ভালো লাগলে, এবং আরো নতুন নতুন টিউন পেতে চাইলে আমাকে ADD করুন অথবা Follow করুন।
আমি সজল মাদবর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ সবাইকে। কষ্ট করে এই গরীবের লেখা পড়ার জন্য।
পারলে একটা ADD রিকোয়েস্ট দিয়েন 🙂