যে তথ্যটির সাহায্যে আপনি আপনার ফেসবুকের ম্যাসেন্জার ও whatsapp & টেলিগ্রামে অটো রিপ্লে বুট চালু করতে পারবেন।
অর্থাৎ আপনি যখন ম্যাসেন্জার ও whatsapp & টেলিগ্রামে অফলাইনে থাকবেন তখন যদি কেউ আপনাকে ম্যাসেজ দেয় তখন এই বুটের মাধ্যমে অটোমেটিক তাকে একটা রিপ্লে দেওয়া হবে।
এছাড়া আপনি যখন খুব ব্যাস্ত থাকেন তখন হয়ত সবাই আপনাকে ম্যাসেজ দিচ্ছে তখন আপনি সবার ম্যাসেজের রিপ্লে দিতে পারছেন না তখন এই বুটটি সবার ম্যাসেজের রিপ্লে দিয়ে আপনাকে সাহায্য করবে।
যাইহোক বেশি কথা বলে টিউনি বড় করবো না। তাহলে চলুন শুরু করা যাক।
বি:দ্র: এই তথ্যটি যারা জানেন না, তথ্যটি শুধুমাত্র তাদের জন্য।
প্রথমে এই বুটটা চালু করার জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপের সাহায্য নিতে হবে। অ্যাপের সাইজ খুবই কম।
নিচের লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন
অ্যাপটি ডাউনলোড করার পর আপনি app টি open করুন
তারপর নিচের স্কিনশর্টের মত continue তে ক্লিক করুন
নিচের দেখানো জায়গায় ক্লিক করুন
তারপর আপনি যে লেখাটা auto reply তে সেট করতে চান সেইটা লেখাটা বক্সে লিখুন তারপর done এ ক্লিক করুন
এছাড়াও আপনি যদি কারো কোন কমান কথার auto reply দিতে চান তাহলে নিচে স্কিনশর্টগুলো দেখুন
তারপর ১ম বক্সে কমান কথা লিখুন এবং ২ বক্সে তার auto reply টি লিখুন তারপর done এ ক্লিক করুন
তারপর স্কিনশর্টে দেখানো জায়গাটি on করে দিন
তারপর supported app এ ক্লিক করুন
তারপর যে অ্যাপগুলোতে আপনি auto reply চালু করতে চান সেই অ্যাপ গুলো on করে দিন
সবশেষে auto reply টি on করে দিন
ব্যাস সম্পূর্ন কাজ শেষ। এখন দেখুন আপনার কাংখিত অ্যাপগুলোতে auto reply দেওয়া চালু হয়ে গিছে।
এরপরও আপনারা যদি না বুঝতে পারেন, তাহলে অবশ্যয় টিউমেন্টে জানাবেন ৷
সৌজন্যঃ InformBD.Com
আমি মোঃ রেজাউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।