অ্যান্ড্রয়েড ফোনে সফটওয়্যার/ফ্ল্যাশ দেয়ার পদ্ধতি এবং কেন দিবেন

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামুআলাইকুম,

টেকটিউনসে এর আগে আমি কখনো কোনো আরটিক্যাল পাবলিশ করিনি, বাংলা লিখতে একটু অসুবিধা হয়, তাই ভুল হলে ক্ষমা করবেন,

আজকে আমি একটা বিষয় এর উপর আলোচনা করব, সেটা হল অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ফ্ল্যাশ কিভাবে দিতে হয়, কখন মোবাইলে সফটওয়্যার দিতে হয়, সফটওয়্যার/ফ্ল্যাশ দেয়ার কিছু অসাধারন টুল আছে যেগুলো আপনি নিজেই ব্যবহার করতে পারবেন। এর জন্য আপনার একটি কম্পিউটার আর একটি ভালো ডাটা ক্যাবল প্রয়োজন হবে।

ধরেন আপনি একটা Symphony Android, Mtk Processor এর ফোন ব্যবহার করছেন, অনেকদিন যাবৎ একটা ব্যাপার খেয়াল করছেন যে, আপনার ফোনটা একটু ভাড়ি ভাড়ি লাগছে, আসলে আমি বুঝাতে চাচ্ছি যে আপনার মোবাইলটা বেশ স্লো হয়ে গেছে, যেকোনো কমান্ট করলে সহজে কাজ করে না, এটা একটা ফ্লাশিং সেমটম, দ্রুত ব্যাবস্তা নিতে হবে। এই পর্যন্ত সমস্যা বুঝলে প্রাথমিকভাবে আপনি একটা এন্টিভাইরাস ইন্সটাল  করে দেখতে ভাইরাস স্ক্যান করে দেখতে পারেন, আর তাতে যদি কাজ না হয় তবে HARD RESET দিন, তার আগে আপনার প্রয়োজনীয় ডাঁটাগুলো আপনার মেমোরিতে কপি করে নিন, যদি প্রয়োজন মনে করেন তবে। না হলে যেমন আছে তেমনই থাকলে চলবে। android phone hard reset দেয়ার জন্য এই ভিডিও দেখুন। এখানে ক্লিক করুন

আবার অনেক সময় দেখা যায় পাওয়ার বাটন চাপ দিলে ফোন চালু হয়না শুধুমাত্র ফোনের startup Logo পর্যন্ত স্ক্রিনে দেখা যায়, সম্পূর্ণ Hang হয়ে থাকে সম্পূর্ণভাবে অন হয় না, এরকম হলে আপনাকে বুঝতে হবে এই ফোনটাকে ফ্ল্যাশ দেয়া প্রয়োজন, তা নাহলে এটাকে অন করা যাবে না। এই মোবাইলটাকে ফ্ল্যাশ দেয়ার জন্য আপনাকে প্রথমে এর ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করে নিতে হবে, এবং USB DRIVER ইন্সটল করে নিতে হবে, আর একটা ফ্ল্যাশ টুল ডাউনলোড করে নিতে হবে, অনেকসময় এগুলো ফ্ল্যাশ ফাইলের ফোল্ডারের ভিতরে দেয়া থাকে, যদি না থাকে তাহলে ডাউনলোড করে নিন।

(এটাই Android Mediatech/Mtk Flash Tool)

এসব ডাউনলোড সম্পূর্ণ হয়ে গেলে, USB DRIVER ইন্সটল দিন, এরপর SP FLASH TOOL ওপেন করুন,

*USB DRIVER এখান থেকে ডাউনলোড করতে পারেন, ক্লিক করুন,

*SP FLASH TOOL এখান থেকে ডাউনলোড করুন, ক্লিক করুন

*ANDROID FLASH FILE এখান থেকে ডাউনলোড করুন, ক্লিক করুন

*বিস্তারিত এখানে ভিডিও দেখুন, কিভাবে অ্যান্ড্রয়েড ফোন ফ্ল্যাশ করতে হয়।  এখানে ক্লিক করুন 

*এটা আলোচনা করলাম শুধুমাত্র MTK/ MEDIATECH Processor এর যেসব ফোন আছে সেগুলোর ব্যাপারে,

*এই TOOL শুধুমাত্র MTK Processor এর জন্য প্রযোজ্য।

*সময় পেলে এরপর আরোও কিছু মোবাইল ফ্ল্যাশ বিষয়ে আলোচনা করা যাবে, অন্যান্য Processor সম্মিলিত ফোনগুলি কিভাবে ফ্ল্যাশ করবেন এবং কখন করতে হবে,   মোবাইল ফোন বিষয়ে কিছু জানার থাকলে টিউমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব রিপ্লাই করার জন্য, ধন্যবাদ সবাইকে

Level 1

আমি এইচ এম লিয়াকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নিজেকে নিয়ে বেশি কিছু লেখার নেই আমার, আমি অতি সাধারন একজন মানুষ। মোবাইল ফোন হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে মোটামুটি ধারনা আছে, ২০০৫ সাল থেকে ২০১৮ পর্যন্ত এর সাথে জরিত ছিলাম, বর্তমানে এ্যাফিলিয়েট নিয়ে একটু কাজ করছি অ্যামাজনের সাথে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস