বর্তমান সময়ে আমাদের সবারই কম বেশী কম্পিউটার ব্যবহার করতে হয় এবং এই ব্যবহার কালের বেশীরভাগ সময়ই আমাদের ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকতে হয়। আস্তে আস্তে এক সময় দেখা যায় আমাদের কম্পিউটার আর আগের মত পারফরমেন্স দিচ্ছে না। অনেক করেও আমরা এর কোন কারন খুঁজে পাই না।
আপনার কম্পিউটার স্লো হবার পেছনে থাকতে পারে Malware এর সংক্রামণ। তো আজ আমরা কিছু লক্ষণ সম্পর্কে জেনে নেবো যা দেখে আমরা বুঝতে পারব আমাদের কম্পিউটার Malware দ্বারা সংক্রামিত।
Malware হল Malicious Software এর সংক্ষিপ্ত রূপ। Malware মুলত আমাদের কম্পিউটারের বিভিন্ন রিসোর্স ব্যবহার করে তার কর্মকাণ্ড সম্পাদনের জন্য। উপরের ভিডিওটিতে ভিজুয়ালি লক্ষণগুলো বর্ণনা করা হল।
১) অনেক সময় দেখা যায় আপনার কম্পিউটার স্টার্ট হতে অনেক সময় নিচ্ছে, কিংবা আপনি কোন ভারী Software রান করছেন না কিন্তু আপনার কম্পিউটার কোন command execute করতে অনেক সময় নিচ্ছে। আপনার কম্পিউটারের অবস্থা এরকম থাকলে ধরে নিতে পারেন এটি Malware দ্বারা সংক্রামিত।
২) ওয়েব ব্রাউজারে ব্রাউজিং এর সময় অযাচিত POP-UP উইন্ডো যদি চলে আসে সেটি Malware সংক্রামণের লক্ষণ হতে পারে।
৩) ওয়েব ব্রাউজারে ব্রাউজিং এর সময় আপনি যদি অযাচিত Advertisement দেখতে পান ধরে নিতে পারেন আপনার কম্পিউটারটি Adware দ্বারা সংক্রামিত।
৪) আপনার কম্পিউটারে যদি বার বার Blue Screen of Death চলে আসে সেটি Malware এর জন্য হতে পারে। সে ক্ষেত্রে আপনি আপনার Hardware গুলো চেক করে কোন ত্রুটি না পেলে বুঝে নিবেন এটি Malware এর সংক্রামণের লক্ষণ।
৫) আপনার কম্পিউটারে যদি অযাচিত নেটওয়ার্ক এক্টিভিটি কিংবা Hard Disk রীড ও রাইট এক্টিভিটি দেখতে পান, সেটি Malware সংক্রামণের জন্য হতে পারে।
Malware সম্পর্কে আরো বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন।
আমি জেমস্ প্রিন্স। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।