গোপনীয় কোন তথ্য লক করার ক্ষেত্রে Folder Lock সফটওয়ারটির তুলনা নেই। আমার মতে লকিং এর জন্য এটিই ওয়ার্ল্ডের সেরা সফটওয়ার, যার মূল্য 39.95$। কিন্তু চিন্তার কারণ নেই, আপনি একদম ফ্রিতেই সফটওয়াটির ফূল ভার্শনই ডাউনলোড করতে পারবেন। Folder Lock নিয়ে আগে ইতোমধ্যে একাধিক টিউন হওয়া সত্তেও আজ আপনাদের সাথে Folder Lock এর Latest Version 7.0.6 টি শেয়ার করার জন্যই পুনরায় টিউনটি করা। আর এই ভার্শনটি রিলিজ হয়েছিল January, 13th 2012 তারিখে।
ফাইল/ফোল্ডার লকিং ছাড়াও আপনি এটি দিয়ে নানান কাজ করতে পারবেন যা নিচের ছবিটি দেখলেই বুঝতে পারবেন। তবে এর মধ্যে উল্লেখযোগ্যটি হল, আপনি আপনার পেনড্রাইভ অথবা খালি ডিস্কের মধ্যেও ডাটা পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারবেন। এছাড়া পোর্টেবল লকারও তৈরি করতে পারবেন। নিচের ছবিটির বাম পাশে দেখুন এটি দিয়ে আর কী কী কাজ করা যায়!
এবার কিভাবে পেনড্রাইভে বা খালি ডিস্কে ডাটা পাসওয়ার্ড দিয়ে লক করে রাখবেন তা সংক্ষেপে বলে দিই। পেনড্রাইভ এবং ডিস্ক বার্ন উভয়ের জন্য আপনাকে প্রথমেই ‘Encrypt Files’ এ গিয়ে একটি Locker তৈরি করতে হবে। তারপর Protect USB/CD তে গিয়ে আপনার পেনড্রাইভ বা সিডি প্রোটেক্ট করতে পারেন। মজার বিষয় হলো, আপনি আপনার Protected পেনড্রাইভ অথবা সিডিটি Folder Lock ইনস্টল করা নেই এমন কম্পিউটারেও ওপেন করতে পারবেন। তাহলে আসুন এবার এখানে ক্লিক করে সিরিয়াল কী সহ Folder Lock 7.0.6 ডাউনলোড করে ফেলি। (ফাইলটি পাসওয়ার্ড প্রোটেক্টেড। পাসওয়ার্ড হল – 8801673629567) এর সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে Folder Lock এর Official Website থেকে ঘুরে আসতে পারেন অথবা তাদের এই পেইজটিও পড়ে দেখতে পারেন যেখানে ৩১টি টিউটোরিয়ালের মাধ্যমে এর ব্যবহারবিধি খুবই সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।
আমি কুতুব মিনার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।