উপরের টাইটেল দেখে হয়তো অনেকেই বুঝেছেন আসলে আজকের আলোচনার মুল বিষয়বস্তু টি কি আর হ্যা আমরা আজকে আসলেই অ্যান্ড্রয়েড ফোনের জন্য নিবো একটি পেইড ভার্সন ফাইল ম্যানেজার অ্যাপস প্লে স্টোরে এটির দাম ৩৫০ টাকা।
আমি আমার প্রত্যেকটি টিউনেই কোনো লিংক এর কাজ হলে আমি টিউন এর শেসে লিংক টি দেই
কারন পুরো টিউন টি পরে বুঝে সুনে প্রাকটিক্যালি কাজ টি যাতে করার সময় কোনো সমস্যার মম্মুখিন না হতে হয়
তাই আর এই টিউন টিতেও তার ব্যাতিক্রম নয়।
তাই আমি টিউন এর শেসে অ্যাপস টি ডাউনলোড এর লিংক দিয়ে দিবো।
ক্যামন হবে যদি এত টাকা মুল্যের একটি অ্যাপস ফ্রিতে পাওয়া যায় আর ক্যানোই বা ব্যবহার কোরবো না এত টাকা মুল্যের একটি অ্যাপস।
আমরা যারা সচরাচর পেইড ভার্সন কোনো অ্যাপস ব্যবহার করি তারা সবাই ই মোটামুটি জানি যে প্লে স্টোরে যেই অ্যাপস ই পেইড হোক না কেনো তার একটি অ্যাপস ফ্রি তে ও থাকবে
আর যারা কোনো অ্যাপস পেইড ভার্সন ব্যবহার করি তারাও মোটামুটি জানি যে পেইড ভার্সন অ্যাপস গুলাতে একটু বেশিই শুবিধা সম্বলিত থাকে।
তবে এই ফাইল ম্যানেজার টির সবচেয়ে বেসি ভালোলাগা বোলতে পারেন খুব প্রয়োজনিও কার্যকরি একটি অপশন আছে সেটি হোলো যে মনে করেন এই ফাইল ম্যানেজার টি দিয়ে আপনার কোনো ফাইল বা যেকোনো কিছু ডিলেট করলেন কিন্তু এই ফাইল ম্যানেজার এ সরাসরি ডিলেট না হয়ে রিসাইকেল বিন এ গিয়ে জমা হয়।
তারপর পার্মানেন্টলি ডিলেট কোরতে চাইলে রিসাইকেল বিন থেকে ডিলেট কোরতে হবে নয়তো আবার ফেরত আনা সম্ভব।
বিস্তারিত সহো পুরো টিউন টি পড়ার জন্য ও অ্যাপস ডাউনলোড লিংকঃ- অ্যাপস ডাউনলোড করতে ক্লিক।
আরো নিত্য নতুন ট্রিক পেতে ভিসিট করুনঃ- ইচ্ছেঘুড়ি.কম
আমি মেহেদী হাসান বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।