আফটার দ্য ডার্কনেস - সিডনি শেলডন, অনীশ দাস অপু After The Darkness Bangla pdf
কী ঘটে যখন একজন নারী তার সর্বস্ব হারিয়ে ফেলে? এবং একজন নারী যার কিছু নেই এবং বুঝতে পারে তার হারানোর কিছু নেই? গ্রেস ব্রুকস্টিন অপূর্ব সুন্দরী, তরুণী এবং বিলিওনেয়ার লেনি ব্রুকস্টিনের স্ত্রী। সে বিপুল বিত্ত বৈভবের মাঝে দিব্যি গা ভাসিয়ে চলছিল। আমেরিকার অর্থনীতিতে ধস নেমে গেলেও সে ব্যাপারে সে সচেতন ছিল না। কিন্তু তার স্বামী যখন এক ঝড়ের রাতে সমুদ্রে ডুবে মারা গেল তখন বাস্তবতা উপলব্ধি করতে বাধ্য হলো গ্রেস। জানা গেল মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ধসের পেছনে গ্রেসের স্বামী লেনিই দায়ী। গ্রেস জানে না অত্যন্ত সুচতুরভাবে তাকে ফাঁসানো হয়েছে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে জীবন বিপন্ন করে তুলল সে।
এ বইতে আপনি পাবেন প্যাশন, গ্ল্যামার, টুইস্ট এবং সাসপেন্স যা আপনাকে এক মুহূর্ত স্থির থাকতে দেবে না, ঘটনার আকস্মিকতা বিমূঢ় করে তুলবে, বইটি শেষ না করা পর্যন্ত উঠতেই পারবেন না! আফটার দ্য ডার্কনেস সম্পর্কে ডেইলি টেলিগ্রাফ মন্তব্য করেছে ‘এরচেয়ে অসাধারণ সাসপেন্স আর হতে পারে না। ’ স্বয়ং বিচার করুন!
আমি দ্বীপ কন্যা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।