আশাকরি সবাই ভাল আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আজকে খুবই সাধারণ একটি বিষয় হাজির হলাম। আমার করা আগের টিউনটি দেখে নিন।
ক্রিকেট বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় খেলা। বাংলাদেশে সবাই ক্রিকেট ভক্ত। বাংলাদেশের খেলা দেখা বর্তমানে কেউই মিস করেন না। ছোট থেকে বড় এমনকি বুড়া বয়সের মানুষেরাও বর্তমানে ক্রিকেট খেলা দেখে। আজকে সেই পাগলাাা ভক্তদের জন্য টিউন করলাম। আজকের টিউনের বিষয়় হচ্ছেঃ খেলার আগে জেনে নিন খেলায় হারলে বা জিতলে Ranking পয়েন্ট কত হতে পারে। সেই সিস্টেমের নাম হচ্ছে Ranking Predicator. চলুন জেনে নেই Ranking predictor কি।
Ranking predictor হচ্ছে icc ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর একটি সিস্টেম। যা দিয়ে আপনারা সকল টিমের ranking predictor করতে পারবেন।
Ranking predictor দিয়ে জানতে পারবেন একটি ম্যাচ হারার পর সেই টিম টি রেংকিং কত পয়েন্ট হারাতে পারে বা রেংকিংয়ে কততে চলে যেতে পারে ranking predictor দিয়ে আপনারা আগেই আপনার পছন্দের দলের পয়েন্ট জেনে নিতে পারবেন। তাহলে কিভাবে করা যায় Ranking Predictor. চলুন দেখে নিই। প্রথমেই নিচের লিংকে প্রবেশ করুন।
স্ক্রিনশট ফলো করুন
আশা করি সবাই বুঝতে পারছেন। আজকে এই পর্যন্ত ই। সময় হলে আমার ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করে নিবেন।
আমি নাজমুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।