আপনি কি একজন উদ্যোক্তা? নিজের ব্যবসায় শুরু করেছেন কিন্তু তেমন কোনো প্রভাব ফেলতে পারছেন না? ব্যবসায় নিয়ে চিন্তায় রয়েছেন? তাহলে আজকের এই টিউনটি আপনারই জন্য। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম একজন উদ্যোক্তা কিভাবে ব্যবসায় ক্ষেত্রে সফলতা লাভ করবে সে বিষয়ের ১৫ টি মোটিভেশনাল ভিডিও। এই ভিডিওগুলো টেক বিশ্বের ওই সব ব্যক্তিদের কথা যারা নিজেদের কঠোর পরিশ্রমের মাধ্যমে টেক দুনিয়ায় নিজের ব্যবসায়কে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। আশা করবো আপনি এই ভিডিওগুলোর মাধ্যমে নিজের জন্য সঠিক অনুপ্রেরণা খুঁজে পাবেন। তো চলুন দেখে নেই ভিডিওগুলো:
Guy Kawasaki হচ্ছেন একজন অ্যাওয়ার্ড প্রাপ্ত লেখক এবং Alltop.com এর ক্রিয়েটর। তিনি অতীতে অ্যাপলের chief evangelist হিসেবেও কর্মরত ছিলেন। ভিডিওটিতে তিনি নতুন কোম্পানি শুরু করার বিষয়ের ১০টি টিপস শেয়ার করেন। ভিডিওতে তিনি বলেন ব্যবসায় মুনাফা অর্জন করতে হলে ব্যবসায়ের একটি সঠিক উদ্দেশ্য তৈরি করা লাগবে। আর ব্যবসায়ের সঠিক উদ্দেশ্য তৈরি করতে হলে আপনার ব্যবসায়ের পণ্যের কোয়ালিটি, ভুলগুলো শুধরে নেওয়া এবং সর্বদা সৎ থাকতে হবে। ভিডিওটি দেখে নিন এখানে ক্লিক করে।
Richard Branson হচ্ছেন একজন স্বনামধন্য ইংরেজি ব্যবসায়ী এবং ইনভেস্টর। তিনি ভার্জিন গ্রুপের ফাউন্ডার এবং মালিক হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। উল্লেখ্য যে বিশ্বব্যাপী ভার্জিন গ্রুপের প্রায় ৪০০টির বেশি কোম্পানি রয়েছে। বিলিয়নিয়ার Richard Branson মনে করেন যে কর্মীদের কাজের সময়সূচি নিজেদের সুবিধে মতো করে নেওয়া উচিত। আর এই ভিডিওটিতে তিনি আরো বলেন উদ্যোক্তাদেরকে ধৈর্য্যশীল, কর্মীদের প্রেষণা প্রদান এব কর্মীদের ভালো কাজের যথাযথ প্রশংসা করা উচিত। Richard Branson এর উদ্দোক্তাদের জন্য মোটিভেশনাল ভিডিও টি দেখতে এখানে ক্লিক করুন।
গুগলের একজন অন্যতম ফাউন্ডার এবং মাল্টি বিলিয়নিয়ার Larry Page হচ্ছেন যুগের একজন স্বনামধন্য কম্পিউটার বিজ্ঞানী এবং সফল ব্যবসায়ী। তিনি গুগল নির্মাণের নেপথ্যের কাহিনীগুলো মোটিভেশনাল আকারে এখানে তুলে ধরেছেন। যদিও ভিডিওটি প্রায় ১৬ বছরের পুরোনো কিন্তু তার বলা কথাগুলো আজও অনেকেরই কাজে আসবে। তিনি মনে করেন ব্যবসায় ক্ষেত্রে সফলতা লাভের জন্য উদোক্ত্যাদের বড় বড় ঝুঁকি নেওয়া প্রয়োজন। ভিডিও টি দেখতে এখানে ক্লিক করুন।
Susan Solovic হচ্ছেন একজন ক্ষুদ্র ব্যবসা বিশেষজ্ঞ এবং ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল ও ইউএসএ টুডের একজন অন্যতম জনপ্রিয় লেখক। একই সাথে তিনি একজন এওর্য়াড প্রাপ্ত সিরিয়াল উদোক্ত্যা। তার মোটিভেশনাল ভিডিওতে তিনি মহিলাদের ক্ষুদ্র ব্যবসায় পরিচালনার উপর জোড় দেন। এছাড়াও ভিডিওতে তিনি ব্যবসায় ক্ষেত্রে মহিলা উদোক্ত্যারদের যে সকল সমস্যার মুখোমুখি করতে হয় সেটা নিয়েও আলোচনা করেছেন এবং এখান থেকে কিভাবে সহজে বেরিয়ে আসা যায় তা নিয়েও আলোচনা করেন। Susan Solovic এর মোটিভেশনাল ভিডিওটি দেখে নিন এখানে ক্লিক করে।
Jason Fried হচ্ছেন Basecamp এর কো ফাউন্ডার। তার দেওয়া বিজনেস মডেল স্পিচটি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য যথাযথ উপযুক্ত বলে মনে করেন অনেকেই। তার বিজনেস চালানোর নিয়মকানুন অনেকটা ড্রাগ ডিলারের মতো কিন্তু তার ভিডিওতে বলা তার কথাবার্তার আলাদা বৈশিষ্ট্য রয়েছে। তার মোটিভেশনাল ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
Marc Ecko হচ্ছে একজন আমেরিকান ফ্যাশন ডিজাইনার, উদোক্ত্যা, আর্টিস্ট, ইনভেস্টর এবং Philanthropist। একই সাথে তিনি বিলিয়ন ডলারের গ্লোবাল ফ্যাশন এবং লাইভস্টাইল কোম্পানির Marc Ecko Enterprises এর ফাউন্ডার এবং সিসিও। তার মোটিভেশনাল ভিডিওতে ব্যবসায়কে একধরণের জার্নির মতো করে বর্ণানা করেছেন। তার মোটিভেশনাল ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
আমজনের ফাউন্ডার হিসেবে Jeff Bezos কে সবাই চিনেন। আমাজনের ফাউন্ডারের সাথে সাথে তিনি একজন বিজনেস ম্যাগনেট এবং ইনভেস্টর। তার নিয়মাফিক এবং পরিমিত ও নিয়ন্ত্রিত গাইডলাইনের মাধ্যমেই আমাজন বিশ্বের সর্ববৃহৎ অনলাইন রিটেইলার হিসেবে গড়ে উঠেছে। তার দেওয়া মোটিভেশনাল ভিডিওতে তিনি তরুণ উদোক্ত্যাদের উদ্দেশ্য করে বিভিন্ন কথা বলেন। Jeff Bezos এর মোটিভেশনাল ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
নাইজেরিয়ার বিজনেস ম্যাগনেট হিসেবে খ্যাত Aliko Dangote হচ্ছেন নাইজেরিয়অর Dangote Group এর ফাউন্ডার। তিনি ফোর্বস এর র্যাঙ্কিং অনুযায়ী আফ্রিকার সবথেকে ধনী ব্যক্তি এবং বিশ্বের ২৩তম ধনী ব্যক্তি। তিনি তেল ব্যবসায়ে তার ভাগ্য পরিবর্তন করেছেন। তার দেওয়া মোটিভেশনাল বক্তব্যে তিনি উদোক্ত্যাদের জন্য সহজ ভাষায় বিভিন্ন ব্যবসায়িক ধাপ নিয়ে আলোচনা করেছেন। Aliko Dangote এর মোটিভেশনাল ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।
মাত্র ১৮ বছর বয়সে হাই স্কুল থেকে ছিটকে পড়ে Max Gouchan তার নিজের অয়েল বিজনেস শুরু করেন। আর বর্তমানে তিনি একজন সফল ব্যবসায়ী। তার মোটিভেশনাল বক্ত্যবে তিনি তার জীবনে পার করে আসা বিভিন্ন সমস্যার বর্ণনা এবং কিভাবে তিনি সমস্যাগুলোর মোকাবেলা করেছেন সেগুলো বলেছেন। তার মোটিভেশনাল ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
Clifford Schorer হচ্ছেন একজন সিরিয়াল উদোক্ত্যা যিনি ছোট এবং মাঝারী সাইজের কোম্পানি ডেভেলপের উপর PhD ডিগ্রি অজর্ন করেছেন। তার দেওয়া মোটিভেশনাল বক্ত্যবে তিনি ব্যবসায়ে সফলতার জন্য তার নিজের কিছু ইউনিক আইডিয়া এবং দিকনির্দেশনা দিয়েছেন। তার দেওয়া মোটিভেশনাল ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
https://www.youtube.com/watch?v=PEzXTt_D-I
উন্নয়ণশীল দেশগুলোর ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠানগুলোতে অর্থ সাহায্য করার সংস্থা Kiva.org এর ফাউন্ডার হচ্ছেন Jessica Jackley। তার দেওয়া মোটিভেশনাল বক্তব্যে তিনি নিজের অভিজ্ঞতাগুলো শেয়ার করছেন। তার মোটিভেশনাল ভিডিও টি দেখতে এখানে ক্লিক করুন।
Michael E. Porter হার্ভাডের বিজনেস স্কুলের বিশপ উলিয়াম লরেন্স ইউনিভার্সিটির প্রফেসর। তার দেওয়া মোটিভেশনাল ভিডিওতে তিনি শ্রোতাদেরকে কিভাবে জীবনে সঠিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হয় সে ব্যাপারে আলোচনা করেছেন। তিনি আরো বলেন ক্লায়েন্ট সব সময়ই অন্যদের থেকে আলাদা এবং ইউনিজ কাজ চাইবে আপনার কাছ থেকে, আপনি শুধু নতুন যুগের ট্রেড অনুসরণ করুন তাহলেই সফলতা পাবেন। Michael E. Porter এর মোটিভেশনাল ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
নিউ ইয়র্ক শহরে Moscot Eyewear Kenny Moscot এবং Eyecare প্রতিষ্ঠানটি প্রায় ১০০ বছরের বেশি ধরে রয়েছেন। ১৯৯২ সালে Kenny Moscot অর্থনীতিতে ডিগ্রি নিয়ে তার এই পারিবারিক ব্যবসায়ে প্রবেশ করেন। তার দেওয়া মোটিভেশনাল বক্তব্যে তিনি উদোক্ত্যাদের সফলতার জন্য সরকারের করণীয় সম্পর্কে আলোচনা করেন। তার দেওয়া মোটিভেশনাল ভিডিও টি দেখতে এখানে ক্লিক করুন।
The Muse সংস্থার ফাউন্ডার এবং সিইও হলেন Kathryn Minshew। সংস্থাটি অনলাইনে ফ্রিতে ক্যারিয়ার এডভাইস এবং অনলাইন ক্লাস নিয়ে থাকে। তিনি তার মোটিভেশনাল ভিডিওতে তার জীবনের করা তিনটি ভূলকে তুলে ধরেছেন এবং এই ভূলগুলো অন্য কেউ যাতে আর না করে সে ব্যাপারেও বক্তব্য দিয়েছেন। তার দেওয়া মোটিভেশনাল ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
Marshall Goldsmith হচ্ছেন একজন আমেরিকান লিডারশীপ কোচ এবং ম্যানেজমেন্ট ভিক্তিক লিটারেচারের লেখক। তার দেওয়া মোটিভেশনাল বক্তব্যে তিনি বলেন উদ্যোক্তাদের সেটাই করা উচিত তা তাদের করতে ভালো লাগে এবং যা তাদের জন্য উপযুক্ত হবে। আর এছাড়াও প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার ব্যাপারে তিনি তাগিদ দেন।
ব্যবসায় ক্ষেত্রে উদ্যোক্তারা কিভাবে সফলতা লাভ করবেন সে ব্যাপার নিয়ে আজকের অন্যরকম টিউনটি এখানেই শেষ। আশা করবো যারা উদ্যোক্তা হয়েও দুঃচিন্তায় থাকেন কিংবা ক্যারিয়ারে কিভাবে সফলতা লাভ করবে সেটা নিয়ে চিন্তায় থাকনে তাদের জন্য আমার আজকের এই টিউনটি কিছুটা হলেও কাজে দেবে। আজ এ পর্যন্তই। আগামীতে অন্য কোনো টপিক নিয়ে আমি চলে আসবো আপনাদের প্রিয় বাংলা টেকনোলজি সোশাল প্লাটফর্ম টেকটিউনসে। টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!