উইন্ডোজ এক্সপি সেটআপ হবে আর তার সাথে সাথে খেলব পিনবল গেমঃ ডিজিটাল জোন

আসসালামুআলাইকুম

উইন্ডোজের বিভিন্ন সমস্যার কারণে আমাদের অপারেটিং সিস্টেম ইন্সটল করতে হয়। আর আপারেটিং সিস্টেমগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল উইন্ডোজ এক্সপি। উইন্ডোজ এক্সপি সেটআপ করতে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট সময় লাগে। এই সময়টুকুতে আমাদের বসে বসে মশা-মাছি মারা ছাড়া কোন কাজ থাকে না। কিন্তু আপনি চাইলে সেটআপের সময় পিনবল গেমটি খেলতে পারেন। তাতে সময়ও খুব তাড়াতাড়ি ও সুন্দরভাবে যাবে।

কার্যপদ্ধতি

  • উইন্ডোজে পিনবল গেমটি ইন্সটল হয় সাধারণত উইন্ডোজের সিরিয়াল কী দেয়ার পরপর।
  • পিনবল ইন্সটল হওয়ার পর Shift+F10 কী দ্বয় একত্রে চাপুন।
  • দেখবেন কমান্ড প্রোম্পট উইন্ডো আসবে।
  • এবার cd \ লিখুন ও এন্টার প্রেস করুন।
  • আবার cd “Program Files” লিখে এন্টার প্রেস করুন।
  • আবারও cd “Windows NT” লিখুন ও এন্টার করুন।
  • এবার লিখুন cd Pinball ও এন্টার করুন।
  • তারপর লিখুন pinball.exe এবং এন্টার কী চাপুন।
  • এখন আপনার সামনে চলে আসবে পিনবল গেমটি।
  • এবার পিনবল গেমটি খেলুন। অপরদিকে আপনার সেটআপ চলছে।

সবাইকে অনেক ধন্যবাদ, ভাল থাকবেন। আল্লাহ হাফেজ...

Level New

আমি দি ডিজিটাল জোন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 148 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

“যে পারে সে নিজে নিজে করে, আর যে পারে না সে শিখায়” “অভিজ্ঞতা তাই শিখায়, যা আমাদের শিখা উচিত”


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মজার জিনিস।

Thank u…
ata agyo tune hoay chay

টেকটিউন্সে এখন হাজার হাজার টিউন জমা হয়েছে। তাই টিউনারদের উচিত কোন টিউন করার আগে তা একবার সার্চ করে নেওয়। ভাই মন খারাপ করার কিছু নাই আমরা আপনার কাছ থেকে আরো তথ্যবহুল টিউন আশা করি। আশা করি আমাদের সাথে থাবেন। শুভকামনা রইল।