আমরা টেকটিউন ব্যবহারকারীরা প্রায়ই সমস্যায় পরি যখন মোবাইল দিয়ে সাইট সার্চ করি। টেকটিউন বাংলায় বলে বেশিরভাগ মোবাইল ওয়েব ব্রাউজার ঠিক মত ডিসপ্লে করতে পারে না। আমি অন্তত একজন ভুক্তভোগী। এ সমস্যা নিরসনে আজ আমার এই টিউন।
এখন বাংলা দেখতে পারবেন যে কোন java enabled মবাইলে। উপায়টি খুব সহজ।
১. প্রথমে আপ্নাত opera mini চালু করুন।
২. তারপর অ্যাড্রেস বারে গিয়ে লিখুন opera:config ।
৩. এখন খুজে বের করুন Use Bitmap font for complex script । ডিফল্ট হিসেবে এটি No আছে। Yes করে দিন।
৪. সেভ করুন।
৫. উপভোগ করুন বাংলার মাধুর্য্য সারাক্ষণ আপনার ফোনে, আপনার প্রাণে।
এটি opera mini v4.2 থেকে পরের সবগুলো ভার্সনে কাজ করে। এখানে পাবেন opera mini.আপনার পছন্দের ভার্সন টি বেছে নিয়ে ডাউনলোড করুন।
আরো কিছু সফটওয়্যার টিউটোরিয়াল সহঃ
১. s60 ফোনের ফন্ট creator
২. Win7 থীম
৩. কিছু বই
৪. Trial Time Stopper
চাইলে এখান থেকে একটু ঘুরে আসতে পারেন। কিছু তথ্য পাবেন, হয়তো আপনার আজানা।
ধন্যবাদ।
আমি মুনীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আচ্ছা আপনার ডিসপ্লে নেম এমন কেন?