অপারেটিং সিস্টেম হিসেবে আমরা সাধারণত উইন্ডোজ এক্সপি ব্যবহার করি। বিভিন্ন কারণে এক্সপি বুট হতে স্লো করে। যা আসলেই খুবই বিরক্তিকর ও সময়সাপেক্ষ। এর থেকে মুক্তি পেতে আমাদের একটু কাজ করতে হবে। তো চলুন, কাজে নেমে পড়ি।
o নোটপ্যাড খুলুন।
o এবার নিচের কোডটি নোটপ্যাডে পেষ্ট করুন।
o এবার সি ড্রাইভে নোটপ্যাডটি Digitalzone.bat নামে সংরক্ষণ করুন।
del c:\windows\prefetch\ntosboot-*.* /q
o এবার স্টার্ট মেনু থেকে রানে যান।
o রানে গিয়ে লিখুন gpedit.msc ও এবার এন্টার করুন।
o তাহলে গ্রুপ পলেসি এডিটর খুলবে।
o এবার এখানে যান, Computer Configuration -> Windows Settings -> Scripts (Startup/shutdown) এ যান।
o ডানপাশের অংশের Shutdown এ ডাবল ক্লিক করুন।
o ডায়লগ বক্স থেকে Add বাটনে ক্লিক করুন।
o Browse বাটনে ক্লিক করে সেভ করা ফাইলটি দেখিয়ে দিন।
o এবার ok বাটনে ক্লিক করুন।
o এবার Ok, OK, করে আসুন ও গ্রুপ পলেসি বন্ধ করুন।
o এবার মাই কম্পিউটার আইকনের উপর রাইট বাটন ক্লিক করুন।
o মেনু থেকে Manage এ ক্লিক করুন। তাহলে Computer Management উইন্ডো আসবে।
o বামপাশের প্যানেল থেকে Device Manager এ ক্লিক করুন।
o এবার বাম পাশের অংশে “IDE ATA/ATAPI controllers”-এ Double ক্লিক করুন।
o Primary IDE Channel-এ রাইট বাটন ক্লিক করে Properties-এ ক্লিক করুন।
o এবার Advanced Settings ট্যাবে Device Type0-এ “Autodetect “-এর জায়গায় “None” select করুন।
o এবার OK করে Computer Management উইন্ডোটি বন্ধ করুন।
o এবার আপনার সিস্টমটি রিস্টার্ট করুন।
সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভাল থাকবেন। আল্লাহ হাফেজ....
আমি দি ডিজিটাল জোন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 148 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
“যে পারে সে নিজে নিজে করে, আর যে পারে না সে শিখায়” “অভিজ্ঞতা তাই শিখায়, যা আমাদের শিখা উচিত”
ধন্যবাদ