সবাইকে টেকটিউসের “ডিজিটাল জোন” এর পাতায় স্বাগতম। আশা করি সকল টিউনার ও পাঠক আল্লাহ তায়ালার অশেষ কৃপায় খুব ভাল আছেন।
বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম হল মাইক্রোসফট উইন্ডোজ। এখন পর্যন্ত উইন্ডোজের বিভিন্ন ভার্সন রিলিজ হয়েছে। ভার্সনগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল উইন্ডোজ এক্সপি। কিন্তু মাইক্রোসফট কর্পোরেশন এক্সপিকে ২০১২ সালের মধ্যে বাদ দেয়ার ঘোষণা করছে। এরই প্রেক্ষিতে তারা রিলিজ করেছে উইন্ডোজ ভিস্তা ও সেভেন। যারা ভিস্তা ও সেভেন ব্যবহার করেন তারা এগুলো ব্যবহার করতে গিয়ে একটু সমস্যায় পড়েন। তাই অনেকেই এক্সপি ও ভিসতা উভয় উইন্ডোজই সেটআপ করেন তাদের সিস্টেমে। সাধারণত উইন্ডোজ এক্সপির পর ভিস্তা ইন্সটল করলে ভিস্তা-ই ডিফল্ট অপারেটিং সিস্টেম হিসেবে থাকে। তো, এক্ষেত্রে বুটের সময় এক্সপিকে নির্বাচন করে উইন্ডোজ এক্সপিতে প্রবেশ করতে হয়। তবে আপনি চাইলে ভিস্তার পরিবর্তে এক্সপিকে অপারেটিং সিস্টেম হিসেব ডিফল্ট করতে পারেন। এজন্যঃ
1) উইন্ডোজ ভিস্তা-এ প্রবেশ করুন।
2) My Computer আইকনের উপর রাইট বাটন ক্লিক করে Properties নির্বাচন করুন।
3) Properties থেকে Advanced System Settings এ ক্লিক করুন।
4) এবার Startup and Recovery >>> Settings বাটনে ক্লিক করুন।
5) এখন Default operating system এ উইন্ডোজ এক্সপি নির্বাচন করুন।
6) আপনি ইচ্ছা করলে ভিস্তার কমান্ড প্রোম্পট এর মাধ্যমেও এক্সপি ডিফল্ট করতে পারেন। কমান্ড প্রোম্পট খুলে নিচের কোডটি লিখে এন্টার করুন।
bcdedit /default {ntldr}
7) এবার আপনার সিস্টেম রিস্টার্ট করুন।
একই ভাবে এক্সপি থেকে ভিস্তায় ফিরে আসতে পারবেন।।
সবাই ভাল থাকবেন, ধন্যবাদ। আল্লাহ হাফেজ....
আমি দি ডিজিটাল জোন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 148 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
“যে পারে সে নিজে নিজে করে, আর যে পারে না সে শিখায়” “অভিজ্ঞতা তাই শিখায়, যা আমাদের শিখা উচিত”
ভাল টিপস।