অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য নিয়ে নিন দারুন একটি ডাইরি অ্যাপস। হতে পারে এই ডাইরিটিই আপনার নিত্য প্রয়োজনিয় কাজ কর্ম বা হঠাৎ কিছু লিখে রাখার জন্য অসামান্য কাজের একটি অ্যাপস আর তাছাড়া এত ডিসিটাল প্রযুক্তি হাতের নাগালে থাকতে কেনোই নয় এরকম একটি অ্যাপস যা প্রত্যেকটি অ্যান্ড্রয়েড মোবাইলে থাকা প্রয়োজন।
আশা করি সবাই ভালো আছেন আর আমরা ইচ্ছেঘুড়ি ডট কম টিম ও চাই আপনারা ভালো থাকুন তো চলুন এবার আমাদের মুল কার্যক্রমে আশা যাক।
টাইটেল দেখেই হয়তো অনেকেই বুঝে গেছেন আসলে আজকের মুল টপিক টি কি।
আর হ্যা আজকে আমাদের মুল বিষয় সাধের অ্যান্ড্রয়েড ফোনে একটি ডাইরি অ্যাপস সম্পর্কে।
আর কেনই বা নয় কারন এই ডাইরি অ্যাপস টি আমার অনেক কাজে লাগে আশা করি আপনাদের ও প্রয়োজন হবে।
নিত্য প্রয়োজনীয় অনেক কাজে হঠাৎ করেই কিছু লিখে রাখার জন্য বাড়তি কোনো কাগজ কলমের প্রয়োজন নেই হাতেই ফোনটায় ই লিখে ফেলুন সব।
তাছাড়া এই ডাইরি অ্যাপস টিতে আপনি আপনার সৃতিময় দিনগুলি বা কোনো ঘটনা লিখে রাখতে পারেন আর ভয় নাই কেউ দেখতে পারবে না এই ডাইরি অ্যাপস টিতে সিকুরিটি হিসেবে পিন কোড ব্যবহারের সুবিধা তো আছেই।
যাই হোক অনেক বকবক করে ফেললাম কারন অ্যাপস টি আমার খুব ভালো লাগছে প্লাস অনেক কাজেও লাগছে।
সাপোস আমি এই যে টিউন টি লিখলাম এই টিউন গুলো আমি প্রথমে এই ডাইরি অ্যাপস টি তে লিখি তারপর এটি টিউন করি হতে পারে একি কাজে আপনিও ব্যবহার কোরতে পারেন।
চলুন এবার অ্যাপসি আপনি প্লে স্টোর থেকে নামিয়ে নিবেন নিচের ছবিটি লক্ষ করুন।
প্লে স্টোরে যান এবং Better Diary লিখে সার্চ করুন।
অ্যাপস টি ইন্সটল করুন।
ইন্সটল শেশ হলে ওপেন করুন।
প্রথম বার কিছু সময় অপেক্ষা করুন।
ব্যাস ওপেন হবার পর দেখুন টাইমলাইন আসবে।
আরো বিস্তারিত ভাবে পুরো টিউন টি পড়ার জন্য নিচের লিংকে যান। →বিস্তারিত টিউন
আমি মেহেদী হাসান বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।