এবার নিজেই নোটপেডে বিভিন্ন সিম্বল দিএ নিজের ছবি আকুন (একবারে সোজা) {আপডেট}

বন্ধুরা কত জাইগাই দেখলাম নোটপ্যাডে কি দারুন ছবি আকা । তখন ভাবতাম ইশ কত কস্ট করে আকছে । কিন্তু আখন বুঝি পুরাই এক ক্লিক । মাত্র এক ক্লিকে জেকোনো ছবির সিম্বল স্কেচ বানান যায় । আগে নিছের স্ক্রিন শট দেখুন নাহলে মজা বুঝবেন না । তারপর বাকি কথা । 😀

ডাউনলোড করে এন্টিভাইরাস অফ করে এক্সট্রাক্ট করুন । এবার ইন্সটল করে প্যাচ ইন্সটল ফোল্ডারে কপি করে রান করুন । এবার প্যাচ করে কাজ করুন ।

ওপেন করে File>Convert picture to ASCII Art. এবার আপনার ছবি সিলেক্ট করুন ওকে । এবার এটাকে নোটপ্যাডে কপি করে নিন ।

মন চাইলে একবার ঘুরে আশুন এরকম অনেক কিছু পাবেন । আর লাগলে জানাবেন দেউয়ার চেষ্টা করব ।

http://www.anything4-you.blogspot.com

আর ডাউনলোড করুন এখানে

Level 0

আমি কম্পিউটার লাভার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 101 টি টিউন ও 1258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Also known as "Raiku Saiko". React.js & Javascript Developer. Former Wordpress Developer, Front-end Designer. Technology Addicted.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভাল লাগলো। অনেক দিন ধরেই এমন একটা উপায় খুজছিলাম।

    ভাল লাগলে আমার ব্লগ টা একবার ঘুরে আশুন আর কিছু ভাল লাগতে পারে । কোন কিছু্ লাগলে জানাবেন দেয়ার চেষ্টা করব । মন্তব্বের জন্য ধন্যবাদ ।
    anything4-you.blogspot.com

মজা তো!

কপি করলে তো আসছে না।দেখি পরে চেষ্টা করব।

Level 0

thank u,,,,,i like it very much…..? i m a new user,,,,carry on

Level New

ভাল লাগল । মজারতো।

ভাল করে কপি করেছিলাম কিন্তূ নোডপ্যাডে পেস্ট করলে শুধু একটা লাইন আসে। একটু দেখবেন প্লিজ। ধন্যবাদ টিউনের জন্য।

এই পোষ্টটি হুবহু tunerpage.com দেখলাম। বুঝি না, টিউনার ভাইরা নিজেকে প্রকাশ করার জন্য কত কি যে করে। ভাই যদি পারেন, বলবেন কি? আমরা কেন ডিজিটাল প্রকাশণা? হা: হা:

    জারা টিউনারপেজ দেখে কিন্তু টেকটিউনস দেখে না তাদের জন্য । নিজেরে প্রকাশ করতে চাইলে নামটা কম্পিউটার লাভার দিতাম না ।

সুন্দর….ধন্যবাদ

আমিও প্রথমে এই সমস্যায় পড়েছিলাম। তারপর কিছুক্ষন চেষ্টা করার পর আমি সফল হয়েছি। কিভাবে সফল হলাম তা এখন বিস্তারিত বলছি। প্রথমে সফটওয়্যারটি ওপেন করুন। তারপর ফাইলৈ গিয়ে কনভার্ট টু এসি আর্ট সিলেক্ট করে ফাইল প্যাথ এ ফটো ব্রাউজ করে ওকে দেন। কনভাট হওয়ার পর আবার ফাইল গিয়ে সেভ এজ ক্লিক করে ফাইল নাম দিয়ে সেভ টাইপ “ এসি আর্ট dvBj” তারপর যেখানে ফাইলটি রাখতে চান তা দেখিয়ে দিয়ে সেভ ক্লিক করুন।যেখানে ফালইটি সেভ করা হয়েছে সেখানে গিয়ে ফাইলটি ওপেন করতে চাইলে ওপেন ওইদ আসলে নোট প্যাট সিলেক্ট করে ওকে দেন। দেখবেন আপনি সফল হয়েছেন । নোটপ্যাড এ কপি হয়ে গেছে।

Level 0

অনেক ধন্যবাদ।

Level 0

darunnnnnnnnnnnnnn

খুব ঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈ ভাল লেগেছে। দারুন একটা টিউন।

Level 0

er registration key ta to pelam na, diye please help korun, thank yo very much

Level 0

দারুন…….!