ফ্রী ইন্টারনেট ফ্রী ইন্টারনেট ফ্রী ইন্টারনেট আজ সারাদিন লক্ষ্য করছি একই কথা ঘুরিয়ে ফিরিয়ে এক এক জন তার নিজস্ব ভঙ্গিতে উপস্হাপন করে চলেছেন ।আর কত বার একই জিনিস শুনতে হবে ।এডমিন ভাইয়ের কি কিছু করার আছে নাকি নেই ?অনেক সময় সিস্টেম ফল্টের কারনে কলচার্জ করা হয় না ,আবার মাঝে মাঝে অভার চার্জ করা হয়।এই ক্ষেত্রে ও একই জিনিস ঘটেছিল । সেটা এখন অতীত হয়ে গেছে ।এখন যারা এটা করতে যাবেন তাদেরই টাকা খরচ হবে ।ফ্রি ইন্টারনেট ব্যাবহার করার আশায় নিজের আ্যকাউন্ট ০.০০ করবেন না ।আপনাদের কি মনে হয় এত বড় একটা ঘটনা ঘটছে আর জিপির কানে সেটা যায় নি আর যাবার পর ব্যাবস্হা না নিয়ে চুপচাপ বসে তামাশা দেখছে ?
কথাটা কারও বিশ্বাস হলেও ভাল না হলেও ভালো ।
আমি রাখাল ভাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 166 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Right u r