ফ্রি ইন্টারনেট প্রসঙ্গ ঃ লক্ষ্য করুন

ফ্রী ইন্টারনেট   ফ্রী ইন্টারনেট   ফ্রী ইন্টারনেট  আজ সারাদিন লক্ষ্য করছি একই কথা ঘুরিয়ে ফিরিয়ে এক এক জন তার নিজস্ব ভঙ্গিতে উপস্হাপন করে চলেছেন ।আর কত বার একই জিনিস শুনতে হবে ।এডমিন ভাইয়ের কি কিছু করার আছে নাকি নেই ?অনেক সময় সিস্টেম ফল্টের কারনে কলচার্জ করা হয় না ,আবার মাঝে মাঝে অভার চার্জ করা হয়।এই ক্ষেত্রে ও একই জিনিস ঘটেছিল । সেটা এখন অতীত হয়ে গেছে ।এখন যারা এটা করতে যাবেন তাদেরই টাকা খরচ হবে ।ফ্রি ইন্টারনেট ব্যাবহার করার আশায় নিজের আ্যকাউন্ট ০.০০ করবেন না ।আপনাদের কি মনে হয় এত বড় একটা ঘটনা ঘটছে আর জিপির কানে সেটা যায় নি আর যাবার পর ব্যাবস্হা না নিয়ে  চুপচাপ বসে তামাশা দেখছে  ?

কথাটা কারও বিশ্বাস হলেও ভাল না হলেও ভালো ।

Level New

আমি রাখাল ভাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 166 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Right u r

    Level 0

    হায় হায় হায়রে…….আমার সিমে ৫৫ টাকা ছিল ,মানুষের কুপরামর্শ শুনে সব ফতুর হয়ে গেছে

Free free free.sostar tin obosta

Level New

absolutely correct.
thanks.

আমারও আর ভাল লাগছেনা।

Level 0

না ভাই,এটা আসলেই করা যায়,কিন্তু সিস্টেমটা ঝামেলাপূর্ণ আর mainly মোবাইলের জন্য হওয়ায় এটা ট্রাই করতে আগ্রহ পাচ্ছিনা।

আজকে টিটির পাতা এই ফ্রি ইন্টারনেট এই ভরে গেছে যা দুইদিন সব্ই ইউজ করতে পারতো তাও পারবে কি না কে জানে।

    Level 0

    হা হা হা ঠিক কথা ।

Level 0

ভাই আমি এখন ও ব্যবহার করছি। মাইন্ড করবেন না, আমার মনে হয় আপনি সেটিং করতে পারেন নাই, তাই রেগে গেছেন। 😀

    Level 0

    হে হে আমারও মনে হয়। আরেকটি কথা যারা ব্যালেন্স নিয়ে ভয় পাচ্ছেন তারা নিজের নাম্বার ব্যাবহার না করে অন্য যে কোন জিপি সিম ব্যাবহার করুন। ডিজিটাল যুগে প্রায় সবারই সিম এর অভাব থাকার কথা নয়। ধন্যবাদ।

Level 0

asole techtune er uchit 1 ta post rekhe baki gulo remove kore dea.1 ta valo kotha o bar bar sunle kharap lage.

    Level 0

    এটা করা উচিত হবে না, কারণ ব্লগাররা তার এত কষ্ট করে পোষ্ট করে তার পোষ্ট ডিলিট করে দেয়ার জন্য নয়। টেকটিউন্স যা করার তা করেছে,একজনের পোষ্ট স্টিকি করেছে,এটাই যথেষ্ট।

o Bhai,, Mind Koiran Na,, Ame computer a Bangla akdom likta pari na…
amar mona hoy Grameen Phone tader proxi Bodlai falcha,, coz ame akon operamini thaka dukta partace na,, but onno browser thaka dukta parce

Level 0

Still it is working see for update http://www.j.mp/eW557v

ভাল ভাল টিন চাপা পরে গেছে শুধু……… ধুর মাথা ধরেছে………………..

    Level New

    ঠিকই বলেছেন যতোসব ফালতু টিউনের কারনে ভলো টিউন গুলো প্রথম পেজে দাড়ানোর স্হানই পাচ্ছে না

আমি আর কিছু বললাম না, থাক!

Rakhal ভাই, I am so sorry, আসলে আমি যে কাজ টা করছি সে কাজ টা করা উচিৎ হয় নাই, আমি প্রয় দু’ই দিন চেস্টা করে একটি পিটিসি সাইট নিয়ে টিউনস করে ছিলাম , এবং ঐ টিউনস টা ডিলেট করে দিয়েছে, তাই রাগে আমি এই কাজ টি করেছি। আমি এ টেকটিউনস থেকেই জানতে পরেছি কিভাবে internet থেকে আর্ন করা যায়, এবং গত ৩ মাস চেস্টা করে ৩ টা সাই থেকে কিছু ডালার আর্ন করতে পরেছি, এবং এতে আমি অনেক খুশি হয়েছিলাম , ভাই আপনে আমাকে যে ভাবে অপমান করছেন তা ফলে আমার internet থেকে আন করার ইচ্ছা চলে গেছে, আমি ভুল করছি এই খানে link দিয়ে, ভাই আমি লন্ডনে থাকি । আমি প্রতি দিন 45 পাউন্ড আর্ন করি, যা বাংলাদের টাকয় প্রয় ৫০০০ টাকা। তার পরেও internet থেকে ৫/৭ ডলার আর্ন কেরে অনেক খুশি হয়েছিলা। ভাই আমি আপনার মত ভুয়া নাম ব্যবহার করি না। আমার নাম "আজগর খান" অজগর " না, আমি ভুল করছি. আপনেও তেমন ভুল করেছে , ………………………………. এর জন্য আপনাকে দু:খ প্রকাশ করা উতিৎ

    Level New

    আজগর খান ভাই,
    দুঃখিত,সেদিন সত্যিই আপনাকে অনেক কড়া ভাষায় বলা হয়ে গিয়েছিল। ।মাঝেমাঝে আপনি আমি আমরা সবাই ভুল করি ।মানুষ তো ভুল করবেই ।আর কোন টিউন নীতিমালার বাইরে না গেলে রিমুভ করা হয় না ।ছদ্মনাম ব্যাবহার করা দোষের কিছু নয় ।এখানে তুমুল জনপ্রিয় কয়েকজন টিউনাররা ও ছদ্মনাম ব্যাবহার করছেন ।

Level 2

Bhai ami sorto use kortachi.Maagar Mojar bepar hoitace gp balence 0.0 ha ha!

GP already action neya shuru kore dise…… 😛

Level 0

হায় হায় হায়রে…….আমার সিমে ৫৫ টাকা ছিল ,মানুষের কুপরামর্শ শুনে সব ফতুর হয়ে গেছে ।

ভাই,ফ্রী নিয়ে বিপদে আছি । একজনের কথামতে এন্তিভাইরাস ডিজেবল করে এখন কম্পিউটার স্লো হয়ে গেছে ।ফ্রী বলে ভাইরাস ছড়ানো কি ,ঠিক হচ্ছে? এডমিনের কাছে আবেদন,একটি সত্যিকার পোস্ট রেখে বাকি গুলো ডিলিট করে দেন।আর ফ্রী বলে কিছু থাকলে সব পোস্ট মিলে একটা ভাল পোস্ট করেন।আর সত্যি যদি ফ্রী হয় তাহলে সুদুমাত্র জিপি কেন,সব অপারেটর দিয়ে হয় না কেন? একটি ভাল,কাজ হবে,সহজ পোস্টের আসায় থাকলাম। ধন্যবাদ।

দুই দিন মোবাইলে ফ্রী ইনটারনেট চালাতে পেরেছি। আমার জিপি তে মাত্র ০.৫৮ টাকা মানে ৫৮ পয়সা ছিল এবং ফ্রী নেট ব্যবহার করার পরেও দুই দিনেও সেটা ০.০০ হয় নাই। তবে মোবইলে থেকে ব্যবহার করেছি।

ভাল না।

Level 0

vai amar tai kam kortese 🙂