এক নিমিষে সনাক্ত করুন ভাইরাস ও ১০০% ভাইরাস থেকে মুক্ত থাকুনঃ ডিজিটাল জোন

আসসালামুআলাইকুম

সবাইকে অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন শুরু করছি। আজকের টিউনটি একদম ছোট্ট। আশা করি টিউনের নাম দেখেই বুঝতে পেরেছেন আজকের টিউনটি কি নিয়ে। যাক আর কথা নয়, এবার আসুন টিউনে।

ভূমিকা

ভাইরাস আমাদের নিত্য দিনের সঙ্গী। এর থেকে যতই দূরে থাকতে আমরা চাই না কেন, এটি আমাদের ছাড়তে চায় না। স্কুল জীবনে আমার এক শ্রদ্ধেয় শিক্ষক বলেছিলেন “তোমরা পড়ার টেবলকে ছাড়লেও, পড়ার টেবিল তোমাদের ছাড়বে না”। ঠিক ঐ রকমই ভাইরাসের কাহিনী কম্পিউটারের সাথে। পেনড্রাইভে ভাইরাস বা ওয়ার্ম থাকলে অনেক সময় সনাক্ত করা যায় না। ফ্রী এন্টিভাইরাস সকল ভাইরাস সনাক্ত করতে পারে না। যার দরুন, আমরা প্রায়ই পেনড্রাইভ থেকে ভাইরাস দ্বারা আক্রান্ত হই। তবে আপনি ইচ্ছা করলে খুব সহজেই আপনার পেনড্রাইভের ভাইরাস সনাক্ত করতে পারেন।

কার্যপ্রণালী

  • ইউএসবি পোর্টে আপনার পেনড্রাইভটি প্রবেশ করান।
  • এবার স্টার্ট মেনু থেকে রানে যান (Start >>> Run)।
  • মাই কম্পিউটার খুলে দেখে নিন আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটার।
  • এখন আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটার J হলে কমান্ড প্রোম্পটে J: লিখে এন্টার করুন।
  • এবার dir/w/o/a/p কমান্ড লিখে এন্টার দিন।
  • তাহলে আপনার পেনড্রাইভের সকল ফাইল সমূহ দেখাবে।
  • ফাইলের তালিকা দেখুন RVHost.exe, Ravmon.exe, New folder.exe, Autorun.inf ইত্যাদি নামের ফাইল বা .exe এক্সটেশনের কোন ফাইল আছে কিনা।
  • থাকলে attrib –h –r –s –a *.* লিখে এন্টার করুন।
  • এবার del filename লিখে এন্টার করুন। এখানে filename এ যে ফাইলটি ডিলেট করতে চান তার নাম হুবুহু লিখুন।
  • যেমন- আপনি যদি Autorun.inf ফাইলটি ডিলিট করতে চান, তাহলে লিখুন del Autorun.inf এবার এন্টার করুন।
ডিজিটাল জোন ডিজিটাল জোন

এভাবে আপনি যে কোন সন্দেহজনক ফাইল ডিলিট করতে পারেন।

সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, আল্লাহ হাফেজ....

Level New

আমি দি ডিজিটাল জোন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 148 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

“যে পারে সে নিজে নিজে করে, আর যে পারে না সে শিখায়” “অভিজ্ঞতা তাই শিখায়, যা আমাদের শিখা উচিত”


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Like SONY TV…REPEAT REPEAT REPEAT

Level 0

শেয়ার করার জন্য ধন্যবাদ। তবে ডস মোডের এ পদ্ধতি অনেকের কাছেই ঝামেলার। তাই অনেকে ডস মোডের কাজ এড়িয়ে চলে । ভাইরাস নিয়ে আমি অনেক আগে ৩ পর্বের টিউন করেছিলাম, https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/38205/,https://www.techtunes.io/internet/tune-id/38379/ এবং https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/38095/ দেখতে পারেন। আশা করি ভালোই হবে,ধন্যবাদ।

    মিঠু ভাই, রীতিমত আপনার টিউনগুলো সুন্দর লাগছে, খুব ভালও হচ্ছে, ধন্যবাদ….

    Level 0

    ধন্যবাদ।

DOS খুবই কঠিন, সস্তা কিছু নাই?

    চেষ্টা করব….

    Level 0

    উপরের কমেন্টে যে লিঙ্কগুলো দিলাম সেগুলোতে গিয়ে দেখুন,আশা করি সহজই হবে আপনার জন্য

Level 0

digital zone,
আপনার টিউনটা চমৎকার! ধন্যবাদ এমন টিউন উপহার দেওয়ার জন্য।
আমার অনেক কিছু বলার আছে। অনেক চেষ্টা করেও সাহায্য বিভাগে পোস্ট করতে পারছিনা। new post এ যাওয়ার পর আমার কথাগুলো লিখি। বিভাগ হিসেবে সাহায্য/জিজ্ঞাসা সিলেক্ট করি। কিন্তু সেখানে পিকচার আপলোড করতে বলে। আমার যদি কোন পিকচারই না থাকে, আমি কি আপলোড করব? সাহায্য করলে খুশি হব।