সবাইকে অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন শুরু করছি। আজকের টিউনটি একদম ছোট্ট। আশা করি টিউনের নাম দেখেই বুঝতে পেরেছেন আজকের টিউনটি কি নিয়ে। যাক আর কথা নয়, এবার আসুন টিউনে।
ভাইরাস আমাদের নিত্য দিনের সঙ্গী। এর থেকে যতই দূরে থাকতে আমরা চাই না কেন, এটি আমাদের ছাড়তে চায় না। স্কুল জীবনে আমার এক শ্রদ্ধেয় শিক্ষক বলেছিলেন “তোমরা পড়ার টেবলকে ছাড়লেও, পড়ার টেবিল তোমাদের ছাড়বে না”। ঠিক ঐ রকমই ভাইরাসের কাহিনী কম্পিউটারের সাথে। পেনড্রাইভে ভাইরাস বা ওয়ার্ম থাকলে অনেক সময় সনাক্ত করা যায় না। ফ্রী এন্টিভাইরাস সকল ভাইরাস সনাক্ত করতে পারে না। যার দরুন, আমরা প্রায়ই পেনড্রাইভ থেকে ভাইরাস দ্বারা আক্রান্ত হই। তবে আপনি ইচ্ছা করলে খুব সহজেই আপনার পেনড্রাইভের ভাইরাস সনাক্ত করতে পারেন।
এভাবে আপনি যে কোন সন্দেহজনক ফাইল ডিলিট করতে পারেন।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, আল্লাহ হাফেজ....
আমি দি ডিজিটাল জোন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 148 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
“যে পারে সে নিজে নিজে করে, আর যে পারে না সে শিখায়” “অভিজ্ঞতা তাই শিখায়, যা আমাদের শিখা উচিত”
Like SONY TV…REPEAT REPEAT REPEAT