Windows XP এর লাইভ সিডিঃ ডিজিটাল জোন

আসসালামুআলাইকুম

সবাইকে অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন শুরু করছি। আজ আপনাদের জন্য যে টিউনটি এনেছে তার নাম হল “এক্সপির লাইভ সিডি”। তো, আসুন আজকের টিউনে......

ভূমিকা

আমরা সবাই জানি লাইভ সিডি কী। তবুও বলি লাইভ সিডি হচ্ছে অপারেটিং সিস্টেম ইনস্টল করা ছাড়া সিডি থেকে বুট করে কম্পিউটার চালানো। এই সিডিগুলো থেকে অপারেটিং সিস্টেম সরাসরি লোড হতে পারে। লাইভ সিডিকে বহনযোগ্য অপারেটিং সিস্টেমও বলতে পারেন। এর ফলে আপনি ইনস্টল না করেই কোন একটা অপারেটিং সিস্টেমের ফীচারগুলো দেখতে পারবেন। যারা পিসি ট্রাবলশুটিংয়ের কাজ করে তাদের জন্য উইন্ডোজ এক্সপির লাইভ সিডি একটি খুবই প্রয়োজনীয় জিনিস। লাইভ সিডির মাধ্যমে আপনি হার্ডডিস্ক ছাড়াই কম্পিউটারে কাজ করতে পারেন। ইন্টারনেট থেকে বিভিন্ন অপারেটিং সিস্টেমের লাইভ সিডি ডাউনলোড করা যায়। এগুলো ডাউনলোড করে সিডি রাইট করে ব্যবহার করা যায়।

ডিজিটাল জোন

অনেক সময় পিসি চলাকালীন বিদ্যুৎ চলে গেলে পরেরবার আর উইন্ডোজ রান হয় না। "Inaccessible Boot Device" এরর দেখায়। ঐসময় হাতের কাছে একটি লাইভ সিডি থাকলে, সেটি দিয়ে বুট করে কমান্ড প্রোম্পটে লিখে chkdsk/f c: এন্টার দিলে, মোটামুটি সমস্যার সমাধান হয়ে যায়। তাড়াছা, ভাইরাসের কারণে উইন্ডোজে সমস্যা হলে সি ড্রাইভ ফরম্যাট করতে হয়। এতে সি ড্রাইভে থাকা আপনার গুরুত্ত্বপূর্ণ তথ্য হারিয়ে যেতে পারে। ঐ সময় আপনার হাতে একটি লাইভ সিডি থাকলে আপনি খুব সহজেই আপনার তথ্য সমূহ অন্য ড্রাইভে সরিয়ে রাখতে পারেন। এছাড়াও আরো অনেক কাজ করা যায় লাইভ সিডি দিয়ে।

লাইভ সিডি তৈরি করা খুব সহজ। আপনি ইচ্ছা করলে লাইভ সিডি তৈরি করতে চান। আসুন এবার লাইভ সিডি তৈরি করি।

উপকরণ

ডাউনলোড লিংক ১

ডাউনলোড লিংক ২

কার্যপ্রণালী

  • এবার bartpe.bmp নামে একটি বিটম্যাপ ইমেজ তৈরি করুন। ইমেজটির সাইজ হবে 800*600 পিক্সেল।
  • ইমেজটি কপি করুন ও আপনার কম্পিউটারের যেখানে পিবিল্ডার সফটওয়্যারটি ইনস্টল হয়েছে সেখানে পেষ্ট করুন (রিপ্লেস)।
  • এবার উইন্ডোজ এক্সপির সিডি কম্পিউটারের প্রবেশ করান।
  • এবার পিবিল্ডার সফটওয়্যারটি চালু করুন।
  • লাইসেন্স এগরিমেন্ট আসলে I agree করুন।
ডিজিটাল জোন
  • Search files? ম্যাসেজ আসবে। Yes করলে কম্পিউটারে ব্যকআপ থাকা অপারেটিং সিস্টেম খুঁজবে, No করুন।
ডিজিটাল জোন
  • Source: এ সিডিরমটি সিলেক্ট করে দিন। Output: এ লিখুন DIGITALZONE.
  • কোন তথ্য বা সফটওয়্যার যুক্ত করতে চাইলে Custom:  এর ডানের বাটনে ক্লিক করুন ও ফোল্ডারটি দেখিয়ে দিন।
  • Media output: >>> Create ISO image সিলেক্ট করুন। ISO ইমেজটি কোথায় সংরক্ষণ করবেন দেখিয়ে দিন।
  • এবার Plugins বাটনে ক্লিক করুন। Add বাটনে ক্লিক করে xpe-1.0.7.cab ফাইলটি যুক্ত করুন।
ডিজিটাল জোন
  • প্লাগইনস লিষ্ট থেকে nu2shell নির্বাচন করুন।
  • দেখুন nu2shell টি Enable আছে। Disable করুন।
  • অনুরূপভাবে Startup Group ও ডিজেবল করুন।
ডিজিটাল জোন
  • Close বাটনে ক্লিক করুন।

এখনকার ধাপটি পুরোপুরি সর্তকতার সাথে করুন

§   এবার Build বাটনে ক্লিক করুন।

ডিজিটাল জোন

§   তাহলে লাইভ এক্সপির আইএসও ফাইল তৈরি হওয়া শুরু হবে।

ডিজিটাল জোন

§   এতে কিছুক্ষণ সময় লাগবে।

§   প্রথমে যেখানে সেভ করার জন্য দেখিয়ে দিয়েছলেন সেখানে pebuilder.iso নামে একটি ফাইল পাবেন।

§   এবার আপনি সিডেতে রাইট করুন। তাহলে ব্যবহারের উপযোগি হবে। কারণ সিডিতে রাইট না করলে এটি কাজ করবে না।

নোটঃ সরাসরি সিডিতে রাইট করা উচিত নয়। কারণ আইএসও ইমেজ তৈরিতে যদি সমস্যা থাকে তাহলে আপনার তৈরি করা সিডিটি অকেজ হয়ে যাবে। এক্ষেত্রে আপনি চাইলেও সিডির কোন ফাইল এডিট করতে পারবেন না। তাই্ আগে আইএসও ইমেজটি সেভ করে দেখুন সব ঠিক আছে কিনা, থাকলে ঠিক করে নিন। এবার সিডিতে রাইট করুন।

ডিজিটাল জোন

তো, হয়ে গেল আপনার লাইভ সিডি। এবার বায়োস থেকে 1st Boot Devices হিসেবে CD ROM নির্বাচন করুন। এবার নিশ্চিন্তে লাইভ সিডি ব্যবহার করুন।

সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন, আল্লাহ হাফেজ.....

Level New

আমি দি ডিজিটাল জোন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 148 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

“যে পারে সে নিজে নিজে করে, আর যে পারে না সে শিখায়” “অভিজ্ঞতা তাই শিখায়, যা আমাদের শিখা উচিত”


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজটা কিছুদিন আগে শিখেছি….কিন্তু ঐ সময় টিটি থেকে তেমন কোনো হেল্প পাইনি!!! তাই বাধ্য হয়ে নেট ঘেটে ব্যাপারটা শিখেছি!!! আজকে আপনার এইটা পড়ে অনেক ব্যাপারে পরিস্কার ধারনা আসলো!!! ঐটা তৈরী করতে গিয়ে একটা জিনিস বুঝতে পারলাম যে, ঐ পদ্ধতিতে XP 64Bit এর লাইভ সিডি তৈরী করা যায়না!! যাইহোক এ ব্যাপারে আমার একটা হেলপ দরকার!! সিডিতে প্লাগইন গুলো কিভাবে সংযুক্ত করব?? এবং প্লাগইন গুলো কোথা থেকে ডাউনলোড করব?? কারন এর আগে যতবারই ডাউনলোড করে প্লাগইন গুলো সংযুক্ত করার চেষ্টা করেছি, তখনই বিভিন্ন ফাইল মিসিং রিলেটেড এরর মেসেজ পেয়েছি!!! জানিনা, হয়তোবা ডাউনলোড এ কোনো সমস্যা ছিল!!! যাইহোক, এইব্যাপারে আরো একটা টিউন আপনার কাছে আব্দার করছি!!!! এবং এই টিউনের জন্য ধন্যবাদ!!!

আমি উইন্ডোজ এক্সপি লাইভ তৈরি করে হার্ড ডিস্কে রেখেছি উপরের পদ্ধতি অনুসরন করে। কিন্তু বুঝতে পারছি না এটা হয়েছে কি না ! কোন পদ্ধতি আছে সিডিতে রাইট করবার আগেই টেস্ট করা ? আমার আইএসও ফাইলটিতে কোন ইএক্সই ফাইল নাই।

    Sorry Sir, আমার কাছে এখনও কোন পদ্ধতি নেই। থাকলে জানাব… ধন্যবাদ

    ধন্যবাদ। আমি করেছিলাম, কাজ হয়েছে।

কাজ হবে কি ?
যাহো তারপরো ট্রাই করব সুন্দর টিউন এর জন্য একটা ধন্যবাদ আপনার প্রাপ্য

Level 0

ভাই এই পদ্ধতিতে কি style xp এর লাইভ cd বানান যায়???????