আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভাল আছেন।
আমার আজেকর টিউন হল ফোল্ডার লক নিয়ে।
এক ভাইয়ের টিউন দেখেছিলাম গত দুদিন আগে। টিউনটি আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তার টিউনটি ভাল লাগার কারণে আমার আজকের টিউনটি করলাম। আশা করি সবার ভাল লাগবে।
যদি ফ্রিতে ফোল্ডার লক করতে চান তাহলে নিচের ধাপ অনুসরণ করুন।
Folder লক করতে নিচের নিচের যে কোন এক পদ্ধতি অনুসরণ করুন:
(প্রথম process)
১. আপনার যেকোন ড্রাইেভ একিট ফোল্ডার তৈরী করুন যার নাম দিন (ইচ্ছামত) abc
২। এখন Command Prompt খুলুন Start Menu থেকে (Start-Run-cmd)।
৩। টাইপ করেন: attrib +s +h C:\abc
(+ চিহ্নের আগে space হবে)
এবং enter চাপুন .
৪।এই command আপনার ফোল্ডারকে অদৃশ্য করে ফেলবে
এবং Start/Control Panel/Folder Option/view/Show hidden files and folders এ ক্লিক করা থাকলে দৃশ্যমান হবে না। আপিন চেষ্টা করতে পারেন।
৫। এটি দৃশ্যমান করার জন্য পুনরায় cmd তে type করুন-
attrib -s -h C:\abc
(দ্বিতীয় process) :
এই পদ্ধতিতে আপনাকে যা করতে হবে তা হল-
যে ফোল্ডারটির password দিতে চান সেই ফোল্ডারের উপর মাউস পয়েন্ট রেখে ডান বাটনে ক্লিক করে send to অপশনের compressed (zipper) folder এ ক্লিক করুন।
ফলে ফোল্ডারটি Zip folder এ রুপান্তরিত হবে।
এখন Zip folder এ মাউস পয়েন্ট রেখে ডান বাটন ক্লিক করুন
এবং open with থেকে compressed (zipper) folder তে ক্লিক করুন।
এখন নতুন যে উইন্ডোটি আসবে সেখানে যে কোনো খালি জায়গায় মাউস পয়েন্ট রেখে ডান বাটনে ক্লিক করে add a password এ ক্লিক করুন এবং password এবং new password এ একই password দিয়ে ok করুন।
তারপর ফোল্ডার ওপেন করে দেখুন আপনার password হয়ে গেছে।
কোন সমস্যা হলে মন্তব্যের ঘরে জানাবেন।
সবাইকে ধন্যবাদ।
আল্লাহ হাফেজ।
আমি সাহসী যুবক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 411 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I love technology.
valo post kintu ay post age kora hoye chilo