একটি ছোট ব্যাচ প্রোগ্রাম, না দেখলে মিস করবেন …………….

একটি ব্যাচ প্রোগ্রাম আশা করি অনেকেরই কাজে আসবে..............

প্রোগ্রামটি লিখার জন্য ডেস্কটপে একটি New Text Document খুলে তাতে লেখা গুলো কে পেষ্ট করতে হবে।

তারপর code টির ১১ নং লাইনের যেখানে SHAON  আছে সেখানটায় নিজের কম্পিউটারের user name বসাতে হবে।

১৩ নং লাইন থেকে শেষের দিকে i:\*.* এই জায়গা টা পরিবর্তন করে আপনার কম্পিউটারের পেন ড্রাইভ বা মেমরী কার্ড এর ড্রাইভের নাম দিতে হবে।

অর্থাত আপনার পেন ড্রাইভ বা মেমরী কার্ড যদি i: ড্রাইভ দিয়ে শুরু হয় তাহলে ১৩ নং লাইন থেকে নিচের লাইনগুলো সেই ক্রমানুযায়ী হবে ।

আমার প্রোগ্রামটিতে ধরে নিয়েছি একসংগে যদি আমার কম্পিউটারে মোট ৬টি usb drive লাগানো থাকলে তা চেক করবে।

প্রোগ্রামটি লেখা হয়ে গেলে File থেকে Save As করে যে কোন একটা নাম দিয়ে .bat দিন এবং save -এ ক্লিক করুন। তারপর ফাইলটি ওপেন করুন এবং তার আগে শেষের লাইনগুলো আবার দেখে নিন.....................

cls

NET STOP "Shell Hardware Detection"

cd %systemroot%\temp

del *.* /f/s/q

cd %systemroot%\Prefetch

del *.* /f/s/q

cd %temp%

del *.* /f/s/q

cd %USERPROFILE%\recent

del *.* /f/s/q

cd C:\Documents and Settings\SHAON\Local Settings\Temp

del *.* /f/s/q

attrib -h -r -s /s /d i:\*.*

attrib -h -r -s /s /d j:\*.*

attrib -h -r -s /s /d k:\*.*

attrib -h -r -s /s /d l:\*.*

attrib -h -r -s /s /d m:\*.*

attrib -h -r -s /s /d n:\*.*

i:

del *.lnk /f/s/q

del *.exe /f/q

del Autorun.inf /f/q

j:

del *.lnk /f/s/q

del *.exe /f/q

del Autorun.inf /f/q

k:

del *.lnk /f/s/q

del *.exe /f/q

del Autorun.inf /f/q

l:

del *.lnk /f/s/q

del *.exe /f/q

del Autorun.inf /f/q

m:

del *.lnk /f/s/q

del *.exe /f/q

del Autorun.inf /f/q

n:

del *.lnk /f/s/q

del *.exe /f/q

del Autorun.inf /f/q

c:

tree

cls

exit

এই প্রোগ্রামটি কোন usb drive- এর হিডেন exe ফাইল বা ফোল্ডার কে আনহাইড করবে, autorun.inf ফাইল কাটবে এবং সেই সাথে শর্টকাট ভাইরাস কে মুছবে।

যদি আরো ডিটেইলস জানতে চান তাহলে comments করুন।

Level 0

আমি dhruba। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Comments are closed.