প্রফেশনাল সিভি তৈরির জন্য ১৫টি ফ্রি টুলস

চাকরির বাজারে প্রবেশের জন্য যে জিনিসটি সবার প্রথমেই ব্যবহার করতে হয় তা হলো সিভি বা Resume. নিজের জীবন বৃত্তান্তে সকল প্রকারের তথ্য সংযুক্ত থাকলেও প্রতিটি সিভিকে প্রত্যেকজনের জন্য আলাদা ও ইউনিক হওয়া চাই। এক্ষেত্রে আমরা যেটা করে থাকি তা হলো অফিসের কোনো কলিগের সিভি, বা আত্নীয় স্বজনের সিভি কিংবা বিদেশে অবস্থানরত মামা/চাচার সিভিকে কপি করে থাকি। অনেক সময় এটি কাজে দেয় আবার অনেক সময়ই এটা কাজে দেয় না। কারণ আপনারই স্টাইলে উক্ত কোম্পানিতে যদি আরেকটি সিভি জমা থাকে তাহলে কি করবেন?

হ্যাঁ আজ একটু অন্যরকম টপিক নিয়ে টেকটিউনসে চলে এলাম। আপনি যদি একটি প্রফেশনাল সিভি তৈরি করতে চান তাহলে আর এখানে সেখানে না ঘুরে আজকের টিউনটি মন দিয়ে দেখুন। আজকে আমি আপনাদের সামনে কয়েকটি ফ্রি অনলাইন Resume ক্রিয়েশন টুলস নিয়ে আসলাম যার ব্যবহারের মাধ্যমে আপনি সহজেই সঠিক সিভি তৈরি করতে পারবেন। ফ্রি হলেও এদের মধ্যে অনেক চমৎকার ফিচার রয়েছে। তো চলুন আর ভূমিকায় কথা না বাড়িয়ে সরাসরি টিউনে চলে যাই:

CV Maker

প্রফেশনাল সিভি তৈরির জন্য সবার আগেই আপনি যে সাইটটি ট্রাই করে দেখতে পারেন সেটি হলো সিভি মেকার। এই সাইটে আপনি অনেকগুলো প্রি-ডিজাইনকৃত খসড়া সিভি থেকে আপনার পছন্দের ডিজাইনটি বেছে নিতে পারবেন। আরো চমৎকার ব্যাপার হলো খসড়া বেছে নেবার পর আপনাকে ম্যানুয়ালী কোনো ফরম্যাট এরেঞ্জ করতে হবে না সাইট থেকেই অটো এরেঞ্জ করে দেওয়া হবে।

এছাড়াও সিভির যেকোনো অংশ আপনি আপনার প্রয়োজন মতো এডিট করে নিতে পারবেন। আপনি সিভি মেকার সাইটে আপনার সিভিকে আপলোড করে রেখে এটিকে অনলাইন স্টোর হিসেবেও ব্যবহার করতে পারেন এবং লিংকটি সবার সাথে শেয়ারও করতে পারেন। সিভি তৈরির পর সিভিকে আপনি PDF, HTML, TXT ফরম্যাট সহ বিভিন্ন ফরমেটে আউটপুট পেতে পারেন। সহজ এবং চমৎকার ইউজার ইন্টারফেসের মাধ্যমে CV Maker সাইটটি যে কেউই ব্যবহার করে স্বাচ্ছন্দ্যবোধ করবেন।

VisualCV

VisualCV প্রথমে আপনাকে একটি স্মার্ট ও হ্যান্ডসাম প্রফেশনাল ডিজাইন বেছে নিতে বলবে এবং তারপর স্টেপ বাই স্পেপ অনুযায়ী উক্ত ডিজাইন থেকে একটি ডাইনামিক web portfolio কিংবা একটি প্রফেশনাল সিভি বের করে নিবে। আপনি একই ধরনের বা ভিন্ন ভিন্ন ধরনের খসড়া সিভি ডিজাইন এই সাইটে পেয়ে যাবেন। এর মাধ্যমে আপনি আপনার বা অন্য কারো সিভি বিভিন্ন স্টাইলে বিভিন্ন ডিজাইনে বানাতে পারবেন। এতে প্রতিটি কোম্পানিতে আপনি আপনারই ভিন্ন ভিন্ন সিভি ফরম্যাট জমা দিয়ে সবাইকে চমকে দিতে পারবেন। এছাড়াও সাইটটিতে রয়েছে comparing এর ফিচার যেখানে আপনি দুটি সিভির মধ্যে তুলনা করে নিতে পারবেন যে কোনটি সেরা। আর সিভিগুলোকে আপনি PDF ফরম্যাটে তুলে নিয়ে আসতে পারবেন।

resume.com

রিজুম ডট কম হচ্ছে একটি ফ্রি রিজুম বিল্ডার ওয়েবসাইট যেখানে আপনি আপনার সিভিকে তৈরি, এডিট এবং ডিজাইন করতে পারবেন। সাইটটিতে সিভি তৈরিতে আপনি আপনার ফেসবুক এবং LinkedIn থেকে তথ্য ইনপুট করে নিয়ে সিভিকে পরিপূর্ণ এবং আরো তথ্যবহুল করে নিতে পারবেন।

রিজুম ডট কম থেকে আপনি জব স্পেসিফিক বিভিন্ন খসড়া সিভি ডিজাইন থেকে আপনার পছন্দমাফিক ডিজাইনটি বেছে নিয়ে সেটার উপর কাজ করা শুরু করে দিতে পারেন। আর তথ্য প্রদান প্রক্রিয়াটি শুধু একবার করা লাগবে তারপর বিভিন্ন ডিজাইনের সাথে আপনার সিভির তথ্য মিলিয়ে নিয়ে আপনার ইউনিক সিভিটি আজই তৈরি করে ফেলুন সহজেই।

Resume Builder

রিজুম বিল্ডার দিয়ে আপনি স্টেপ বাই স্টেপ ধাপ অনুসরণ করে সহজেই আপনার জন্য একটি ইউনিক সিভি তৈরি করে নিতে পারবেন। এতে ফ্রি অসংখ্য খসড়া ডিজাইনের পাশাপাশি প্রফেশনালদের তৈরি বিভিন্ন জব স্পেসেফিক ফ্রেজ এবং পাঞ্চলাইন রয়েছে যেগুলো ব্যবহার করে আপনার সিভিকে পাঞ্চচুয়াল করে নিতে পারবেন। রিজুম বিল্ডার দিয়ে আপনি সিভি তৈরি, ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন। এছাড়াও এর বিল্ট ইন ফরম্যাটিং টুলস দিয়ে আপনি নিজের মতো করে ডিজাইনকে পরিবর্তন করতে পারবেন। এছাড়াও বিভিন্ন সোশাল নেটওর্য়াকে আপনার রিজুমটি সাইট থেকে সরাসরি শেয়ারের ব্যবস্থাও রয়েছে।

DoYouBuzz

DoYouBuzz সাইটটি ব্যবহার করে আপনি ওয়েব এবং মোবাইল ফরম্যাট ভিক্তিক সিভি তৈরি করে নিতে পারবেন। আর অনান্য সাইটের মতোই এখানে আপনাকে সিভির ফরম্যাট লেআউট নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না কারণ রিজুম ট্যাম্পেল্ট আগে থেকেই বিভিন্ন ডিজাইনের রিজুম তৈরি করে রেখেছে। আর ডিজাইনে আপনি আপনার পছন্দমতো ফিল্ড যুক্ত করতে পারবেন। এছাড়াও রিজুমটি ফাইনাল করার আগে সাইটের অনান্য ইউজারদের কাছ থেকে আপনি রিজুমটির ব্যাপারে মতামত বা ফিডব্যাক জেনে নিতে পারবেন। এছাড়ও ফাইনাল রিজুমটিকে আপনি প্রিন্ট এবং ডাউনলোড করে নিতে পারবেন।

Resumonk

Resumonk হচ্ছে একটি প্রিমিয়াম রিজুম বিল্ডার যা আপনার সিভি তৈরি করতে পারবেন এবং সেটাকে PDF এবং DOCX ফরম্যাটে ডাউনলোড করার সুযোগ দিতে পারবে। প্রথমে আপনাকে বিশাল resume templates থেকে আপনার পছন্দমতো ডিজাইনের খসড়াকে বেছে নিতে হবে, তারপর আপনার নিজস্ব তথ্য দিয়ে সিভিকে তথ্যবহুল করে ফেলতে হবে, তারপর pdf বা docx ফরম্যাটে সিভিটিকে আপনি ডাউনলোড করে নিয়ে সিভি তৈরির কাজ শেষ করতে পারবেন। যেহেতু এটি একটি প্রিমিয়াম সাইট তাই এর ফ্রি সংস্করণে আপনি আনলিমিটেড সিভি তৈরি করতে পারবেন কিন্তু templates পাবেন সীমিত।

আর প্রিমিয়াম সংস্করণে আপনি পাবেন Photo CV templates যেখানে আপনি আপনার সিভির জন্য প্রফেশনাল ছবির ডিজাইন পাবেন, এছাড়াও পাবেন LinkedIn থেকে তথ্য ইম্পোর্ট করার সুবিধা আরো পাবেন প্রতিটি সিভির জন্য আলদা কভার লেটারের তৈরির সুবিধা।

ResumeGenius

ResumeGenius হচ্ছে ওয়েবের অন্যতম একটি ফাস্টেস রিজুম বিল্ডার সাইট যেখান থেকে আপনি খুব দ্রুত আপনার সিভি তৈরি করে ফেলতে পারবেন কোনো ধরনের রাইটিং স্কিল ছাড়াই। এখানে রয়েছে point, click and create মেথড যেটা ব্যবহার করা খুবই সহজ। বিভিন্ন জবের জন্য আপনি ২০+ প্রফেশনাল সিভি templates এবং প্রায় ৫০ হাজারের বেশি ফ্রেজ থেকে আপনি আপনার সিভির জন্য সঠিক খসড়া এবং ফ্রেজটি বেছে নিতে পারেন। যার মাধ্যমে আপনি ইংরেজিতে দুর্বল হলেও আপনার সিভিটি ইংরেজিতে চকচক করবে। সিভি তৈরি হয়ে গেলে আপনি সেটাকে PDF, DOCX, TXT ফরম্যাটে ডাউনলোড করে নিতে পারবেন। আর প্রিমিয়াম সাবস্ক্রিপ্টশনে আপনি আনলিমিটেড সংখ্যক সিভি তৈরি করতে পারবেন সাইট থেকে।

Kickresume

Kickresume আপনাকে অনেকগুলো সিভি ও কভার লেটার খসড়া ডিজাইন অফার করবে এবং এর মধ্য থেকে আপনি আপনার জবের প্রয়োজন মাফিক ডিজাইনকে বেছে নিতে পারবেন। এছাড়াও আপনি এখানে আপনার পছন্দকৃত সিভি ডিজাইনের কাস্টম রং, আইকন এবং লেআউটও এডিট করে নিতে পারবেন। এছাড়াও এর প্রিমিয়াম সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনি এর মাধ্যমে আপনার একটি প্রফেশনাল সিভি ও কভার লেটার তৈরি করে নিতে পারবেন। তবে এর ফ্রি সংস্করণটিতে আপনি সীমিত সংখ্যক ডিজাইন এবং সিভি তৈরি করতে পারবেন।

Novoresume

অনান্য সাইটের থেকে Novoresume এর সিভির কনটেন্সকে বেশি গুরুত্ব দিয়ে থাকে এর ডিজাইনের থেকে। এখানে আপনি ডিজাইনের থেকে আপনার সিভির কনটেন্টকে আরো বেশি শক্তিশালি করতে পারবেন। সাইটে রয়েছে একটি বিল্ট ইন কনটেন্ট অপটিমাইজার সেটির সাহায্যে আপনি আপনার সিভিকে স্ক্যান করিয়ে নিয়ে কিভাবে আপনার সিভির কনটেন্টকে আরো সুন্দর এবং পাঞ্চুয়াল করা যায় সেটির ব্যাপারে সাহায্য পেতে পারবেন। সাইটি দিয়ে আপনি অনেকগুলো ভিন্ন ভাষায় সিভি তৈরি করতে পারবেন তবে এখানে কোনো pre-written phrases নেই। আর সাইটটি ফ্রি সংস্করণে আপনি প্রি ডিফাইন্ড লেআউট দিয়ে একটি এক পৃষ্ঠার সিভি তৈরি করতে পারবেন।

CVsIntellect.com

CVsIntellect দিয়ে আপনি কয়েক মিনিটে একটি প্রফেশনাল সিভি তৈরি করে ফেলতে পারবেন কারণ এতে রয়েছে intuitive interface এবং রয়েছে Pre-built templates এবং ফ্রন্টস যার মাধ্যমে আপনি আপনার সিভির ডিজাইনকে ইউনিক করে নিতে পারবেন সহজেই। শুধুমাত্র একটি সিভি ডিজাইন নির্বাচন করে, আপনার তথ্য ইনপুট করে এবং লেআউট এডিট করেই আপনি একটি প্রফেশনাল সিভি বানিয়ে নিতে পারবেন আধা ঘন্টার মধ্যেই।

আর একটি একাউন্ট থেকে আপনি অনেকগুলো সিভি ম্যানেজ করতে পারবেন। তবে এখানে সোশাল নেটওর্য়াকে শেয়ারের অপশনটি দেওয়া নেই।

Resume Companion

রিজুম কম্পেনিয়নে আপনি পাবেন প্রফেশনাল রিজুম ডিজাইন এবং কভার পেজ templates এর সাথে পাবেন অনেকগুলো কন্টেন্ট। এই সাইটে রয়েছে প্রায় ৫ হাজারের বেশি ফ্রেজ যেগুলো আপনি আপনার সিভি এবং কভার পেজে সহজেই ইনসার্ট করে নিতে পারবেন শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমেই। প্রতিটি templates য়ে রয়েছে অনেকগুলো রিজুম সেকশন যেখান থেকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এডিট করে নিতে পারবেন। এছাড়াও এতে রয়েছে অটো ফরম্যাটিং এর ফিচার। আর সর্বশেষে আপনি সিভি এবং কভার লেটারটিকে Word কিংবা PDF ডকুমেন্ট হিসেবে ডাউনলোড করে নিতে পারবেন।

CV Ease

CV Ease দিয়ে সহজেই কয়েকটি ধাপ অনুসরণ করেই আপনি একটি প্রো সিভি তৈরি করে নিতে পারবেন। মাল্টিপল লেআউট সহ একটি template কে পছন্দ করে নিয়ে সেখানে আপনার তথ্যগুলো ইনপুট করে নিয়ে সাইটের কাস্টমাইজেবল রিজুম এডিটর দিয়ে সিভিকে ফাইনাল এডিটিং করে সিভি বানানো শেষ করতে পারবেন। আর সিভিকে আপনি এই সাইটে পাবলিশ করতে পারবেন, পারবেন আপনার সিভির URL শেয়ার করতে এছাড়াও সাইটটি রয়েছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ফিচার।

TopCV.me

TopCV হচ্ছে একটি আকর্ষণীয় interactive সিভি বিল্ডার সাইট যেখানে আপনি আপনার সিভিকে কাস্টম রং, ফ্রন্টস এবং ফরম্যাট দিয়ে বানানোর সুযোগ পাবেন। এখানে রয়েছে বিভিন্ন জব ভিক্তিক সিভি templates যার মধ্যে থেকে আপনি আপনার পছন্দমতো ফরম্যাটটি বেছে নিতে পারবেন এবং এডিট করতে পারবেন। এছাড়া আপনি আপনার সিভিতে LinkedIn প্রোফাইল থেকে তথ্য ইনপুট করার সুবিধা পাচ্ছেন। আর সর্বশেষে সিভিকে PDF ফরম্যাটে ডাউনলোড করে নিতে পারবেন। তবে এর ফ্রি সংস্করণে আপনি দুটি কভার লেটার ও দুটি সিভি বানাতে পারবেন।

HipCV

HipCV তে আপনি পাচ্ছেন প্রফেশনাল সিভি ডিজাইন এবং লেআউট, প্রফেশনাল ফ্রেজ এবং সেন্টেন্স পাবেন যেগুলোর সাহায্যে আপনি একটি চমৎকার প্রফেশনাল সিভি তৈরি করে নিতে পারবেন। আর এটি একটি সম্পূর্ণ ফ্রি একটি ওয়েব সাইট যেখানে আপনি আনলিমিটেড সংখ্যক সিভি তৈরি ও ডাউনলোড করতে পারবেন। এখানে আপনি সিভে PDF ফরম্যাটে ডাউনলোড কিংবা সাইট থেকেই সরাসরি ইমেইলের সুবিধাও পাবেন।

Jubulo

Jubulo আপনাকে অনেকগুলো সিভি ও কভার লেটার খসড়া ডিজাইন অফার করবে এবং এর মধ্য থেকে আপনি আপনার জবের প্রয়োজন মাফিক ডিজাইনকে বেছে নিতে পারবেন। এছাড়াও আপনি এখানে আপনার পছন্দকৃত সিভি ডিজাইনের কাস্টম রং, আইকন এবং লেআউটও এডিট করে নিতে পারবেন। এছাড়াও এর প্রিমিয়াম সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনি এর মাধ্যমে আপনার একটি প্রফেশনাল সিভি ও কভার লেটার তৈরি করে নিতে পারবেন। তবে এর ফ্রি সংস্করণটিতে আপনি সীমিত সংখ্যক ডিজাইন এবং সিভি তৈরি করতে পারবেন।

তো এই ছিলো আজকের আয়োজন। আশা করি এই টুলসগুলোর মধ্য দিয়ে এখন থেকে আর সিভি তৈরিকে অন্যের দ্বারস্থ আর আপনাকে হতে হবে না। এইগুলো মাধ্যমেই আপনি একটি ইউনিক প্রফেশনাল সিভি ও কভার লেটার তৈরি করে ফেলতে পারবেন সহজেই। টিউনটি সম্পর্কে কোনো মতামত আপনি নিচের টিউমেন্ট বক্সে জানাতে পারেন এবং আপনার কোনো টেক বিষায়ক সমস্যা থাকলে সেটি সরাসরি টেকটিউনস জ্যাকেটে টিউন করতে পারেন। আর হ্যাঁ টিউনটি কাজের এবং আপনার কাছে টিউনটি ভালো লাগলে অবশ্যই জোস বাটনে ক্লিক করতে ভূলবেন না যেন! আজ এ পর্যন্তই। আগামীতে অন্য কোনো টপিক নিয়ে আমি টিউনার গেমওয়ালা চলে আসবো আপনাদেরই প্রিয় বাংলা টেকনোলজি সোশাল প্লাটফর্ম টেকটিউনস এ!

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস