টিউনার বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালই আছেন। আপনি আপনাদের একটি খেলার কথা বলবো। তবে এটি সাধারন কম্পিউটার গেম এর মত নয়। এটি ব্রাউজার নিয়ে খেলা। চলুন দেখি কিভাবে খেলবেন।
এখানে ক্লিক করে নোট প্যাডটি ওপেন করুন। তাহলে নিচের ছবির মত একটি কোড পাবেন। এ কোডটি কপি করে নিন।
এবার আপনার ইন্টারনেট এক্সফ্লোরার থেকে যে কোন একটি ওয়েব সাইট এ ব্রাউজ করুন। যেমন: http://www.yahoo.com , http://www.bdwebzone.com ইত্যাদি। ওয়েবপেজটি ফুল লোড হওয়ার পর আপনার কপি করা কোডটি ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে Enter চাপুন।
দেখুন তো খেলাটি আপনাদের কাছে কেমন লাগছে।
টিউনার বন্ধুরা আমি Adove Premire নিয়ে কয়েকটি টিউন করতে চায়। আপনারা বাড়িতে বসে নিজে নিজে মুভি তৈরি করতে পারবেন। তবে আপনাদের মন্ত্ব্যর উপর নির্ভর। এধরনের টিউন করবো কিনা তা আমাকে অবশ্যবই জানাবেন।
আমি হাবিবুর ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 223 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ইন্টারনেট সম্পর্কে সামান্য কিছু জানি। ইন্টারনেটেই সারাদিন ঘুরি। আমার নিজ্বস্ব সাইট www.bdwebzone.com. কারো প্রয়োজনে আসলে ধন্য মনে করবো। [email protected]
অবশ্যই লিখবেন Adobe Premier নিয়ে, তবে প্লিজ আমাকে জানাবেন Adobe Premier কেমন করে ইন্সটল করব আমি প্রি সফটওয়ার ডাউনলোড করে ইন্সটল করার চেষ্টা করেছিলাম কিন্তু হয় নাই। ইন্টারনেট কানেকশন চায়। আমি কি ইন্টারনেট কানেকশন ছাড়া Adobe Premier ইন্সটল করতে পারব। দয়া করে জানাবেন।
[email protected]
ami korlam ,,kintu kisu bujhlam na,,ektu bujie bola jabe?