আসুন যেকোন ফোল্ডার লক করি সফটওয়্যার ছাড়া, একদম সহজঃ ডিজিটাল জোন

আসসালামুআলাইকুম

ফাইল- ফোল্ডারের নিরাপত্তার জন্য আমরা বিভিন্ন রকম সফটওয়্যার ব্যবহার করি। কিন্তু এখন আমরা নিজের তৈরি সফটওয়্যার দিয়ে ফাইল ফোল্ডার লক করবো। কথা না বাড়িয়ে চলুন কাজে যাই।

  • প্রথমে নোটপ্যাড খুলুন।
  • এবার নিচের কোডগুলো কপি করে নোটপ্যাডে পেষ্ট করুন।
  • এখন দেখুন কোডের ভিতরে যেখানে লেখা আছে type your password here সেখানে আপনার পাসওয়ার্ডটি দিন।
  • এবার ফাইলটি Digitalockzone.bat নামে সেভ করুন।
  • তৈরি হয়ে গেল সফটওয়্যার। এবার ফাইলটির উপর ডাবল ক্লিক করুন। একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে।
  • এবার আপনার প্রয়োজনীয় ফাইলগুলো এর ভিতর রাখুন।
  • পুনরায় Digitalockzone.bat ফাইলটি ডাবল ক্লিক করুন।
  • তাহলে lock করার জন্য y লিখে enter চাপুন।
  • দেখবেন আপনার ফাইলটি উধাও হয়ে গেছে।
  • এখন ফোল্ডারটি গায়েব হওয়া থেকে ফিরিয়ে আনতে পুনরায় Digitalockzone.bat ফাইলটি ডাবল ক্লিক করুন।
  • এবার পাসওয়ার্ড দিয়ে এন্টার দিন, তাহলে ফিরে আসবে।
  • password change করার জন্য locker.bat file টির উপর right click করে edit এ click করুন। এবার     password change করে save করুন।
  • এবার কোডগুলো নিনঃ

**********************************************************
cls
@ECHO OFF
title Folder Locker by Digital Zone
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST Locker goto MDLOCKER
:CONFIRM
echo Are you sure u want to Lock the folder(Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren Locker "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to Unlock folder
set/p "pass=>"
if NOT %pass%== type your password here goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" Locker
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDLOCKER
md Locker
echo Locker created successfully
goto End
:End

সবাইকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা রইল।

আল্লাহ হাফেজ....

Level New

আমি দি ডিজিটাল জোন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 148 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

“যে পারে সে নিজে নিজে করে, আর যে পারে না সে শিখায়” “অভিজ্ঞতা তাই শিখায়, যা আমাদের শিখা উচিত”


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks..

দারুন…ধন্যবাদ 🙂

একটা খুব সহজেই খোলা যায়।

Level 0

2007 সালে dos এর command গুলো নিয়ে খুব লেগে পরেছিলাম । একটা অ্যান্টিভাইরাস তৈরি করতে গিয়ে করতে গিয়ে বানিয়েছিলাম ভাইরাস । আপনাকে বললে বুঝবেন । সব ড্রাইভ এর জন্য del *.* । সুধু c ড্রাইভ এর জন্য del boot.ini । f, s, q , a তো ছিলই । শেষ এ smart installer maker দিয়ে খুব সুন্দর একটা exe তৈরি করে রান mode দিয়েছিলাম hidden করে । যাদের GTA vice city গেম এর বদলে এইটা দিয়েছিলাম তাদের হার্ড ডিস্ক একদম নতুন এর মত চকচকে হয়ে গিয়েছিল । হা হা । পরে আর কারো উপরে অ্যাপ্লাই করি নি ।

Level 0

Vai Amar Win 7 e hoitese na…..

    ভাল করে চেষ্টা করুন, কোথাও ভুল আছে কিনা দেখুন, ধন্যবাদ….

ভাই আপনাকে ধন্যবাদ..

আমি অনেক বার চেস্টা করলাম কিন্তু হয় না। কি করি এখন ?

Level 0

hosa na to bhy

এটা খুব কাজের না। ফাইল- ফোল্ডারের নিরাপত্তার জন্য winmend folder hidden ইউজ করতে পারেন। free হিসেবে এটা খুবই ভাল। নেটে দিলেই পাবেন।

নেটে search দিলেই পাবেন।

দেখি ট্রাই করি……………… থাঙ্কস

    নতুন পন্ডিত ভাই দেখুন, হলে অবশ্যই বলবেন, আমি নিজে করেছি। কেন হচ্ছে না তা তো বুঝতেছি না, ধন্যবাদ

Thank you.Khub valo laglo Tricks ta. kintu kotoguli proshno achhe.
Desktop er kono kichhu lock korle kothay jay, ta na hoy khuje peyechhi, kintu External Drive e kichhu lock korle kothay thake ?
by chance jodi kono karone .bat file ta muchhe / delete jay, tokhon ki koroniyo ?

ফোল্ডারের নামটি Locker না হয়ে অন্যকোনো নাম দিয়ে নির্ধারণ করতে (Example: Rose, Place, Drive etc.) চাইলে কোথায় কোথায় পরিবর্তন করতে হবে –সে বিষয়ে আমাদের জানালে উপকৃত হতাম।