কম্পিউটার যারা ব্যবহার করেন তারা অবশ্য অটোরান সমস্যার সাথে কম-বেশি পরিচিত। এ্রর আক্রমণে যে সমস্যা হয় তা অত্যান্ত বিরক্তিকর। কোন ড্রাইভে ডাবল ক্লিক করলে উক্ত ড্রাইভ খোলে না আর অটোরান মেনু আসে। এই সমস্যা থেকে মুক্তি পেতে মাত্র এক লাইনের কোড ব্যবহার করুন। আর এক নিমিষেই শেষ অটোরান ভাইরাস। নিচের মতো করুন।
del c:\autorun.*/f/s/q/a
del d:\autorun.*/f/s/q/a
সর্বশেষ আপনার সিস্টেমটি রিস্টার্ট করুন। এখন দেখবেন অটোরান সমস্যা নেই।
সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ.......
আমি দি ডিজিটাল জোন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 148 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
“যে পারে সে নিজে নিজে করে, আর যে পারে না সে শিখায়” “অভিজ্ঞতা তাই শিখায়, যা আমাদের শিখা উচিত”
jos tune