আপনার অনুপস্থিতিতেও আপনার প্রোফাইলে যেভাবে আপডেট হবে ফেসবুক স্ট্যাটাস, ফ্যানপেজ, শেয়ার হবে প্রিয় ব্লগের লিঙ্ক

ফেসবুকে আমার প্রোফাইলে আমার অনুপস্থিতিতেই প্রতিদিন একটা করে নতুন স্ট্যাটাস (কোরআনের আয়াতের বঙ্গানুবাদ) যোগ হয়ে যায়। স্ট্যাটাসটা কি সেটা আমি নিজেও জানিনা। নিজের প্রোফাইলটা পড়ে নিজের স্ট্যাটাস জানতে হয়! বিদ্যুৎ নেই, কম্পিউটার বন্ধ, ইন্টারনেট সংযোগের প্যাকেজ শেষ হয়ে গেছে? সমস্যা নাই, আমার স্ট্যাটাস আপডেট হয়ই। আশ্চর্য হচ্ছেন? আশ্চর্য হবারই কথা! Rss Graffti নামের একটা ফেসবুক স্ট্যাটাস এপ্লিকেশানের সাহায্যে এটা করা যায়।

শুধু ফেসবুক স্ট্যাটাস না, Rss থেকে লিঙ্ক শেয়ার করা, গ্রপ, ইভেন্ট, পেসবুক পেজ অনেককিছুই আপডেট করা যায় এর মাধ্যমে। যেমন ধরুন, “প্রতিদিন কোরআনের আয়াত ” পেজটা আপনার ভাল লাগে। সেখানকার স্ট্যাটাস আপডেটগুলো আপনি আপনার প্রোফাইলেও স্ট্যাটাস হিসেবে অটোমেটিক্যালি দিতে চান। অথবা এই ব্লগের লেখা আপনার ভাল লাগে। এখানে নতুন কোন লেখা প্রকাশিত হওয়ামাত্রই আপনি ফেসবুকে তা শেয়ার করতে চান। এক্ষেত্রে Rss Graffti আপনাকে অনেক সাহায্য করবে। Rss Graffti দ্বারা সবচেয়ে বেশি উপকৃত হন সম্ভবত ব্লগাররা। ব্লগে লেখা লিখে ফেসবুকে আলাদা করে প্রকাশ করাটা একটা পেইনই বলা যায়। এই এপ্লিকেশান আপনাকে সেই ঝামেলা থেকে মুক্তি দেবে।

একটা উদাহরণের সাহায্যে Rss Graffti চালু করার পদ্ধতি দেখা যাকঃ

প্রথমে এই লিঙ্ক ধরে Rss Graffti তে যান। এরপর Go to App এ ক্লিক করুন।

অথরাইজ করুন ।

Allow করুন।

Add Feed এ ক্লিক করুন।

এরপর Feed Url, Feed Name, Source Url এর জায়গাগুলো প্রয়োজনীইয় তথ্য দিয়ে পূরন করুন। Rss Graffti এর ৩ টা স্টাইল আছে- স্ট্যান্ডার্ড, কম্প্যাক্ট আর স্ট্যাটাস আপডেট । ফেসবুক পেজ থেকে স্ট্যাটাস আপডেট করতে চাইলে স্ট্যাটাস আপডেট এবং ব্লগ বা অন্য কোন সাইট থেকে লিঙ্ক শেয়ার করতে চাইলে স্ট্যান্ডার্ড বা কম্প্যাক্ট এর ভেতর যে স্টাইলটা আপনার ভাল লাগে সেটা সিলেক্ট করতে পারেন।

আরও অনেকগুলা অপশান আছে, যেমন ফিল্টারের কাজ হচ্ছে মূল পেজে বা ব্লগে লেখা প্রকাশিত হবার কতক্ষন পর তা ফেসবুকে শেয়ার করতে চান ইত্যাদি। একটু কষ্ট করে চেক করে দেখতে পারেন সবগুলো। এরপর সেভ করুন। কাজ শেষ।

Level 0

আমি রনি পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 57 টি টিউন ও 1013 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নামঃ রনি পারভেজ ই-মেইলঃ ronyiuteeeএটyahoo.com ফেইসবুকঃ http://facebook.com/ronyiut ফেইসবুক পেজঃ http://facebook.com/ronyblog ব্লগঃ http://ronyiut.wordpress.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ওয়েলকামব্যাক Bro!

অনেক কাজের একটা এপ্লিকেশান।ধন্যবাদ।

অনেকদিন পর দেখলাম।পরীক্ষা ছিল নাকি? নাকি ঘুরতে গিয়েছিলেন? 😉

আমার কাজে লাগবে । ধন্যবাদ শেয়ার করার জন্য ।

পুরোনা ভাই ব্রাদার দের টিউন দেখলেই মনটা ভরে উঠে ,….. একটু নস্টালজিক ও বটে! 🙂

welcome back

    হা… হা…
    তাই নাকি!
    ধন্যবাদ। তবে আপনার প্রোফাইল পিকচার গায়েব হলো কোথায়?

নতুন কোন সাইটের rss কিভাবে সেট করবো সেটা জানা দরকার। facebook এর rss ঠিকানা কোথায় পাবো?

    কোন ফেসবুক পেজের এড্রেসই তার rss হিসেবে কাজ করে। অনেক পেজে অবশ্য উপরে বামদিকে rss লিঙ্ক দেওয়া থাকে।

অনেকদিন থেকে জানার ইচ্ছা ছিল। ধন্যবাদ।

Level 0

http://u.bb/7Id
এখানে আরো মজার এবং কাজের কিছু facebook apps পাবেন।
ধন্যবাদ

    আপনি কি লিঙ্ক দিলেন এটা? কাজের কিছু তো পেলামনা মনে হচ্ছে।
    স্প্যামিং করলেন?

    Level 0

    spaming করি নাই ভাই, লিঙ্ক টি ক্লিক করার পর যে পেজ আসে তাতে skip add ক্লিক করুন। তাহলেই আপনি facebook apps গুলো দেখতে পাবেন।
    ধন্যবাদ

আমি অলরেডি এটি ইউজ করছি আমার এই ব্লগগুলোতে একটিভ করেছি।
http://www.facebook.com/pages/Quran/170189283022648
http://on.fb.me/birdzone
http://on.fb.me/animalzone

ওহ! দারুণ জিনিষ বস…………………… থাঙ্কু

ধন্যবাদ রনি, ব্যক্তিগত ভাবে আমি কয়েক দিন থেকে ভাবছিলাম এই ব্যপারটা তোমার কছে শুনে নিব। যাক তুমি শেয়ার করলে আমার উপকার হল।

thanks

Level 0

ধন্যবাদ রনি পারভেজ,
অনেক কাজের একটা টিউন.

Level 0

tobe er maddome google adsense er kno problem hobe ki?