''ফেসবুক আমাদের ব্যক্তিগত তত্ত্ব বেশ কিছু বিজ্ঞাপণ কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছে''।
এবং ফেসবুক আপনার ব্যক্তিগত তত্ত্ব যেমন আপনার ফোনের কন্টাক্ট, মেসেজ আপনি ফেসবুকে
কাদের সাথে চ্যাট করেন এই গুলি ফেসবুক লিক করেছে, এ কারনে এটি # ট্যাগ ট্রেন্ড এ আসে এটি
হলো #Deletefacebook এবং এ নিউজ শুনে অনেকে ফেসবুক ডিলেট করে দেয়। ফেসবুক ছাড়া কিছু
মানুষের জীবন চলবেনা এমন মানুষ ও আছে। তাই ফেসবুক ডিলেট করতে না পারলেও সিটিং পরিবর্তন
পারবেন। যার কারনে আপনার সর্বনিম্ন পরিমাণ তত্ত্ব ফেসবুকে যাবে এই নিয়ে আপনাদের সামনে আজকে
আলোচনা করব। আজ আমি আপনাদের কিছু সিটিংস বলছি যা আপনাদের খুব তাড়াতাড়ি পরিবর্তন করা
দরকার, তাহলে শুরু করা যাক।
প্রথমে আপনার ফেসবুক ডাটস এক্সেস করার জন্য কোন এপ্লিকেশন কি আপনার কোন ব্যক্তিগত তত্ত্ব
ব্যবহার করছে কিনা। যদি কোন ব্যক্তিগত তত্ত্ব ব্যবহার করে থাকে। তাহলে এরকম এপ্লিকেশন ব্যবহার
না করাই ভাল মজার ফলাফল দেখায় যেমন '' আপনি কোন অভিনেত্রির সাথে মোভি তৈরি করবেন'' এরকম
অনেক অয়েবসাইট আছে, যেগুলো আপনাকে এমন দেখাবে, কিন্তু আমি আপনাকে বলে রাখি এই অয়েব
সাইট গুলো আপনার ব্যক্তিগত তত্ত্ব ব্যবহার করছে এবং এই তত্ত্ব তারা খারাপ কাজেও ব্যবহার করতে পারে
আপনি অবাক হবেন যে আপনার ফেসবুক একাউন্ট এর সাথে কতোগুলো অয়েবসাইট এবং Apps এর সাথে
Add হয়ে আছেন। কিন্তু এখন এগুলো ঠিক করা দরকার, এখন আমি বলব এগুলো কিভাবে ডিলেট করা যাবে
প্রথমে আপনি আপনার Settings>app যান যাওয়ার পর কতোগুলো অয়েবসাইট এবং Apps এর সাথে Add
হয়ে আছেন।
এবার আপনি এখান থেকে যেগুলো ব্যবহার করেন না সেগুলো রিমুভ করে দেন। এই অ্যাপস গুলো আপনার
গোপন তত্ত্ব ব্যবহার করে। সত্যি বলতে এগুলো আপনার অনেক ক্ষতি করছে।
আমি মোঃ রেজাউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।