আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে IP অ্যাড্রেস ট্র্যাকিং করতে হয় এবং যে কারো ঠিকানা বের করতে হয়। হ্যাকিং কথাটা আসলে ট্র্যাকিং কথাটা চলে আসে। কারন একজন হ্যাকার সবসময় ট্রাই করে হ্যাক করার জন্য। আর ভিকটিম ট্রাই করে হ্যাকার কে খুঁজে বের করার জন্য। আর হ্যাকার কে খুঁজে বের করার জন্য বিভিন্ন ভাবে ট্র্যাকিং করা হয়। তাই এখন আমি আপনাদের দেখাব কিভাবে IP ট্র্যাকিং করতে হয়। তাহলে চলুন কথা না বারিয়ে ট্র্যাকিং শুরু করা যাক।
অনেক সময় অনেক ফাউল পোলাপান মেইল পাঠিয়ে মজা করে, বিরক্ত করে অথবা spamming করে। তাদের কে শাস্তি দেওয়ার জন্য তাদের খুঁজে বের করতে হবে। এখন আসুন কিভাবে তাদের IP বের করবেন। প্রথম মেইল থেকে “email header” বের করতে হবে।
ক. যে ব্যক্তির IP অ্যাড্রেস বের করবেন ওই ব্যক্তির মেইলটি ওপেন করেন।
খ. মেইল টি ওপেন করার পর উপরে দেখুন replay, replay all, Show Original ইত্যাদি লেখা আছে। ওখান থেকে Show Original-এ ক্লিক করেন। তাহলে নতুন একটি ট্যাব ওপেন হবে। ওই ট্যাব থেকে সব copy করেন। তারপর এই সাইট-এ যান। বক্স-এ লেখা গুলো past করেন। then “Get Source”-এ ক্লিক করেন পেয়ে যাবেন victim-এর IP. এখন IP টি save করে রাখুন।
* ইয়াহু-এর নতুন ভার্সনের ক্ষেত্রে।
ক. যে মেইল থেকে sender-এর IP বের করতে চান তার মেইলের উপর mouse-এর right click করেন। তারপর “View Full Headers”-এ ক্লিক করেন। তাহলে একটা উইন্ডো ওপেন হবে।
খ. ওখান থেকে সব copy করেন। তারপর এই সাইট-এ যান। বক্স-এ লেখা গুলো past করেন। then “Get Source”-এ ক্লিক করেন পেয়ে যাবেন victim-এর IP. এখন IP টি save করে রাখুন।
* ইয়াহু-এর classic ভার্সনের ক্ষেত্রে।
ক. mail ওপেন করেন। তারপর View Full Header-এ ক্লিক করেন। তাহলে একটা উইন্ডো ওপেন হবে।
খ. ওখান থেকে সব copy করেন। তারপর এই সাইট-এ যান। বক্স-এ লেখা গুলো past করেন। then “Get Source”-এ ক্লিক করেন পেয়ে যাবেন victim-এর IP. এখন IP টি save করে রাখুন।
ক. ম্যাসেজ-এর উপর right click করেন তারপর “View Full Header”-এ ক্লিক করেন। তাহলে একটা উইন্ডো ওপেন হবে।
খ. ওখান থেকে সব copy করেন। তারপর এই সাইট-এ যান। বক্স-এ লেখা গুলো past করেন। then “Get Source”-এ ক্লিক করেন পেয়ে যাবেন victim-এর IP. এখন IP টি save করে রাখুন।
এখন ত victim-এর IP address পেয়ে গেলেন। এখন সালা ভিকটিম যাবে কোথায়? আজকে খবর-ই আছে
অনেক ভাবে ট্র্যাকিং করা যায়। তার মধ্যে থেকে আমি আপনাদের মাত্র কয়েক টা নিয়ম দেখাব। যেগুলো প্রাথমিক পর্যায়ে ব্যবহার করা হয়। আপনাদের advance গুলো শিখানো যাবে না। তাইলে আবার আমাকে ট্র্যাকিং করে বের করে ফেলবেন! যাই হোক শুরু করা যাক ট্র্যাকিং।
এখন IP লিখে “IP Locator”-এ ক্লিক করেন। সব পেয়ে যাবেন। oh!কি মজা না। পেয়ে গেলেন সব।
এখন IP লিখে “Lookup IP Address”-এ ক্লিক করেন।
বক্সে ip address লিখে Check IP address এ ক্লিক করুন। এই সাইট টা অনেক ভালো। অনেক ইনফো পাওয়া যাবে এই সাইট থেকে। এখন IP লিখে “IP Locator”-এ ক্লিক করেন।
আশা করি এখন সব বুঝে গেছেন। আমাকে আর কিছু বলতে হবে না।
(বিঃদ্রঃ সঠিক লোকেশান জানার জন্য আপনাকে প্রথম জানতে হবে world এর ম্যাপ সম্পর্কে। আর বিশেষ করে Latitude এবং Longitude কী এবং Latitude এবং Longitude দিয়ে কিভাবে কোন নির্দিষ্ট এলাকা/যায়গা চিহ্নিত করতে)
সবাইকে ধন্যবাদ।
আমি মোঃ রেজাউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফোন নাম্বার ট্রাকিং করার কোনো ওয়ে আছে?