আমরা অনেকেই বাজেট কম হওয়া কারনে পুরাতন ফোন ক্রয়ের ইচ্ছুক হই। তবে এক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত।
১. প্রথমে আপনাকে দেখতে হবে ফোন টি আসল নাকি নকল
এজন্য ফোনের IMEI দেখুন *#০৬# তারপর ঐ ফোনের অফিসিয়াল ওয়েবে গিয়ে চেক করুন।
যেমন mi মোবাইলের জন্য https://www.xiaomibangladesh.com.bd/IMEI/check_imei
এছাড়া সকল ফোন এর জন্য এটিও ব্যবহার করতে পারেন http://www.imei.info/
এই দুটি ফোন এভাবে চেক করুন আসল কি না।
Samsung *#0*#
Nokia *#0000#
২. এবার ফোনের পারফমেন্স চেক করুন
এই App টি ডাউনলোড করে নিন আর ওই ফোনে ইন্সটাল করুন।
AnTuTu Benchmark APK
https://apkpure.com/antutu-benchmark/com.antutu.ABenchMark
ইন্সটাল করে বিভিন্ন কিছু জানতে পারবেন অই ফোন সম্পর্কে। র্যাম, ব্যাটারি, পসেসর এসব দেখাবে।
এরপর মোট পারফমেন্স সংখ্যা দেখাবে। অবশ্যিই দেখবেন ২০, ০০০ উপর কি না।
এই ভালো একটি ফোন ক্রয়ে সক্ষম হবেন। এছাড়া না দেখে ফোন ক্রয় থেকে বিরত থাকুন। আকর্ষনীয় বিজ্ঞাপণ থেকে বিরত থাকুন। অনির্ভরযোগ্য ওয়েবসাইট এড়িয়ে চলুন।
পোস্টটি যদি সামান্যতম উপকার করে থাকে তবে শেয়ার করে দেবেন।
আমি Udvabon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।