এবার গ্রামীণফোন সিমে ইন্টানেট এম্বি ফুরালেও আর টাকা কাটবে না

আমরা অনেকে ইন্টারনেট ব্যবহার এর সময় ভুলে যাই যে আর কত এমবি বাকি আছে। আর তখনই টাকা কাটা শুরু হয়ে যায়। একবারে জিরো করে ছেড়ে দেয়। আমরা অনেকেই এই সম্যসায় পরে অনেক টাকা হারিয়েছি।  তাই আজ শিখে নিন কিভাবে এই টাকা কাটা বন্ধ করবেন।

ধাপ ১ প্রথমে Stop লিখে ৫০০০ নাম্বারে মেসেজ দিন।

ধাপ ২ ইজিনেট চালু করুন *121*3355# এটা ডায়াল করে।

শেষ ধাপ *১২১*১*৪# ডায়াল করে দেখুন, চালু হয়েছে কি না? যদি Message লেখা আসে যে You are enjoying easy net internet. তাহলে বুঝবেন কাজ হয়ে গেছে।

এখন আপনি সিমে টাকা থাকা অবস্থায় ফ্রি বেসিক, ফ্রী ফেসবুক, ম্যসেঞ্জার চালাতে পারবেন।

এবার নিশ্চিন্ত মনে ইন্টারনেট করতে থাকুন।

পোস্টটি যদি সামান্যতম উপকার করে থাকে তবে শেয়ার করে দেবেন।

Level 1

আমি Udvabon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমি ফ্রী নেট চালাইনা, কিন্তু আমার এমবি থাকা অবস্থায় আমি নেট চাল্লু করছি কিন্তু কিছু এমবি ছিলো তা শেষ হওয়ার সাথে সাথেই আমার বেলেনচের সম্পুর্ন টাকা শেষ করে পেলে, সমাধান চাই, থাকলে জানাবেন। ধন্যবাদ টিউন করার জন্য।