বাংলাদেশের সকল এফএম অনলাইন রেডিও শুনুন ওয়েবসাইটে বিনামূল্যে

বাংলাদেশি সকল অনলাইন সহ এফ এম রেডিও শুনার ইচ্ছা থাকলে এই টিউন পড়ার পর সেই ইচ্ছা পূরণ করতে পারবেন। আমি আজকে আপনাদের শেখাবো কিভাবে বাংলাদেশি প্রায় সকল রেডিও মোবাইল কিংবা কম্পিউটারে শুনতে পারবেন কোন চার্জ ছাড়াই [ইন্টার্নেট লাগবে]। প্রথমেই এই ওয়েবসাইটে যাবেন Free Online Radio এর পর দেশ নির্বাচন করবেন বাংলাদেশ কিংবা সার্চ বার আছে, সেখানে সরাসরি আপনার আপনার পছন্দের রেডিও স্টেশনের নাম লিখুন। খুব দ্রুতই রেজাল্ট চলে আসবে, এমনকি পেজ রিফ্রেশ না হয়েই। এর পর ক্লিক করুন সেই রেডিও রেজাল্ট থেকে আর শুনতে থাকুন। নিচের স্ক্রিনশট টা দেখুন কিভাবে সার্চ দিয়ে রেডিও স্টেশন খুঁজে বের করবেনঃ

কিকরবেন কি রেডিও শুনতে পারবেন? 

যেহেতু টেকটিউনস বাংলাদেশি আর বাংলা ভাষাভাষী মানুষের পদচারণা তাই বাংলাদেশি রেডিও নিয়েই বলমা, কিন্তু এই সাইটে বাংলাদেশি রেডিও এর পাশাপাশি প্রায় সকল দেশের রেডিও আছে। এছাড়াও আমাদের পাশের দেশ এর বাংলা রেডিও আছে। বাংলাদেশি রেডিও পাওয়া যাবে এখানে https://freeonlineradio.net/bangladesh/ আর ভারতী বাংলা রেডিও শুনা যাবে এখানে ক্লিক করেঃ Varoti Bangla

উল্লেখযোগ্য রেডিও স্টেশন হচ্ছেঃ

রেডিও ফুর্তি

এবিসি রেডিও

ঢাকা এফএম

রেডিও টুডে

বাংলাদেশ বেতার

বিবিসি বাংলা

জাগো এফএম

রেডিও ভূমি

রেডিও ঢোল

পিপলস রেডিও

আল্লাহু একবার

কোরআন রেডিও

সহ আরও অনেক রেডিও সরাসরি! টিউমেন্ট করে জানান যদি কোন মন্তব্য থাকে এই ওয়েবসাইট ও টিওনটি সম্পর্কে। ধন্যবাদ

Level 2

আমি মহসিন আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস