নবাগত ফ্রিল্যন্সাররা মনে করে যে, জব মনে হয় শুধু মার্কেটপ্লেসেই পাওয়া যায়।
কিন্তু না;
আপনি মার্কেটপ্লেসের বাইরেও হাজারো জব পাবেন।
যেমনঃ
সোস্যাল মিডিয়া ব্যবহার করে অনেক অনেক কাজ পাওয়া সম্ভব। Even, আমি নিজেও আমার প্রথম কাজ facebook থেকেই পেয়েছিলাম।
অনেক ট্রেইনিং সেন্টারে হয়ত দেখবেন তারা কাজ পাওয়ার হিডেন ট্রিকস নামে একটা কথা বলে। আমি আজকে সেই হিডেন ট্রিকসগুলো কিছুটা উন্মুক্ত করার চেস্টা করব এবং সেটা ভিডিও সহ।
দেখি পারি কিনা.
যাইহোক, কীভাবে আমরা এইসব সোস্যাল মিডিয়া ও অন্যান্যভাবে job পেতে পারি সেটা নিয়ে Already দেশের সবথেকে বড় এসইও নেটওয়ার্ক Skill71 এ সাজানো-গুছানো একটি ভিডিও কন্টেন্ট দেওয়া রয়েছে। সরাসরি সেটি দেখে নিন-
আমি মোঃ শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।