বন্ধুরা কেমন আছেন সবাই?
গতো পর্বে Excel এর ১০ টি গুরুত্তপূর্ন ফরমুলার ৫ টি দেখিয়েছিলাম। বাকি ৫ টি আজকে দেখাবো।
যারা গতো পর্বটি দেখেননি আমি লিংক দিয়ে দিলাম দেখে আসবেন। (এখানে ক্লিক করুন)
Excel এর এই ফরমুলা গুলো নিত্য দিনের কাজ এর জন্য প্রয়োজনীয়। আমরা হয়তোবা অনেকেই এই ফরমুলা গুলো জানি না।
বিশেষ করে আমরা যারা চাকরি করি তারা যদি এই ফরমুলা গুলো না জানি তাহলে চাকরি হারানোর সংঙ্কা কিন্তু অনেক বেশি।
যারা অ্যাডভ্যান্স লেভেল এর তাদের হয়তোবা এই ফরমুলা গুলো জানা আছে, কিন্তু বেসিক লেভেল এর অনেকেই এই গুলো সর্ম্পকে জানেন না।
আপনাদের সুবিধার্তে আমি উক্ত ফরমুলা গুলো ভিডিও আকারে তৈরী করেছি এবং একদম ফ্রি।
কারন স্কিন সর্ট এবং লেখে বুজালে আপনারা অনেকে ক্লিয়ার হবেন না, তাই ভিডিওটির লিংক আমি নিচে দিয়ে দিলাম।
যদি Excel গুরু হতে চান তাহলে আজকে থেকে আমার সঙ্গে থাকুন। কথা দিলাম Excel Expert বানিয়েই ছারবো। যাক মনে হয় বেশি কথা বলে ফেললাম। তা চলুন ভিডিও টি দেখে আসি এবং প্রাক্টিকাল ভাবে করতে ও থাকি।
২য় পর্ব লিংক : এখানে ক্লিক করুন
কোথাও বুজতে অসুবিধা হলে প্লিজ কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি তানভীর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।