আশাকরি ভালোই আছেন। আজ আপনাদের সামনে একটা নতুন টপিক নিয়ে আসলাম। আমরা সবাই গান পাগোল। তাই অনেকেই ইউটিউব থেকে গান শুনি তাতে অনেক এমবি খরচ হয়। আবার একই গান আবার যখন শুনতে চাই তখন আবার নতুন করে এমবি খরচ করতে হয়। এত খরচ কি বাবার বাড়ির আবদার নাকি! তার উপর আবার আমাদের দেশের সিম কোম্পানির কথা তো আর বলাই লাগে না। তারা যেই ডাটা কিনতে খরচ করে মাত্র কিছু পয়সা সেখানে আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে শত শত টাকা। মানে আমরা নিজেদের ফকির বানিয়ে তাদের পকেট ভারী করছি। বাহ! কি সুন্দর সিস্টেম। তার উপর আজকাল তো আবার ইউটিউব নতুন করে যেই ব্যাবসা শুরু করছে অ্যাড নিয়ে, তাতে তো এমবি শ্বশুরবাড়ি থেকে এনেও পোষানো ভারী কষ্টকর হয়ে যাচ্ছে। এই সকল ঝামেলা থেকে রেহায় পাওয়ার জন্য আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক সমাধান যার নাম -
এইখান থেকে আপনারা অতি সহজেই আর কোন ধরনের software ছাড়াই এবং খুব কম এমবি খরচ করেই Free Download
করতে পারবেন আপনার পছন্দের যেকোন গান, নাটক, এমনকি যেকোন নতুন মুভি
এই সাইটটি যেকোন ধরনের নতুন গান, নাটক, মুভি তে সমৃদ্ধ। শুধুমাত্র নতুনেই নয় এই সাইটে আপনি অনায়াসেই পাবেন এ যাবতকালের সকল গান, নাটক ও মুভিগুলো। বাংলা, হিন্দি, ইংরেজি সহ যেকোন ভাষার যেকোন ভিডিও আপনি এই সাইট থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। ও হ্যা ভুলেই তো গিয়েছিলাম। শুধু ভিডিওই নয়, আপনি চাইলে আপনার পছন্দের গানগুলোর অডিও ফ্রিতে ডাউনলোড করতে পারবেন কোন রকম ঝমেলা ছাড়াই। আর হ্যা, ইউটিউবের মত অ্যাড এর ঝামেলার মতো কোন ঝামেলার প্রশ্নই আশাকরি যত খুশি তত। সাইটটির লিঙ্ক-
ধন্যবাদ সবাইকে। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মত বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোন টিউন নিয়ে, আল্লাহ হাফেজ।
আমি ইসলাম আমিনুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো লাগলো