ফেসবুকে কিভাবে Face Recognition On করবেন?

আশাকরি অনেক ভাল আছেন। আজ আমি আপনাদের দেখাবো ফেসবুকে কিভাবে face recognition on করবেন।
এখন আসি আসল কথায় face recognition আসলে জিনিসটা কি এবং কিভাবে কাজ করে।

face recognition এমন একটি ফিচার যে ফিচারটি আপনি যদি ফেসবুকে অন করে রাখেন, তাহলে আপনার প্রোফাইল পিক কেউ যদি ডাউনলোড করে তা থেকে ফেসবুক চালায় তাহলে আপনার কাছে অটোমেটিকলি একটি নোটিফিকেশন চলে আসবে এবং তারই সাথে আপনি ওই notification এ ক্লিক করে তার ছবিতে আপনি রিপোর্ট করতে পারবেন।
এই ফিচারটি শুধুমাত্র আপনারাই উপভোগ করতে পারবেন যারা ফেসবুক আপডেট করেছেন সো আপনি যদি এখনও facebook apps টি update না করে থাকেন তাহলে এখনি প্লে স্টোরে গিয়ে facebook app টি update করে নেন।

এখন আসি এই ফিচারটি কিভাবে অন করবেন:
১) প্রথমে আপনি আপনার ফোনে ইন্সটল করা official facebook apps টি open করবেন।
২) তারপরে উপরে হাতের ডানে তিন লাইনে ক্লিক করে আপনার account setting এ ক্লিক করবেন।
৩) তারপরে একটু Scrolling করে নিচে নামবেন এবং face recognition এ ক্লিক করবেন।
৪) এরপর just on বাটনে ক্লিক করবেন দেন কাজ শেষ।
এতকিছু বলার পরও আপনি যদি না বুঝে থাকেন তাহলে এই ভিডিওটি দেখতে পারেন: https://youtu.be/CmRBvE-Lqb4

Note : এই টিউন টি যদি আপনার কাছে একটু ভাল মনে হয় তাহলে আমি বলবো প্লীজ এই পোস্টটি এখনি শেয়ার করে দেন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে টিউন টি পড়ার জন্য।

Level 2

আমি নাঈম মোল্লা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Sorry to say


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস