সবাই কেমন আছেন? আশাকরি ভালো। টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজ কি করবো। আজ আমি আপনাদেরকে দেখাবো কোন ধরনের কোডিং নলেজ ছাড়াই কিভাবে খুবি সহজে Android Software তৈরি করতে হয়। So শুরু করে দেই।
এইটা তৈরি করতে হবে অনলাইনে, তাই প্রথমই আপনার ইন্টার্নেট ব্রাউজারটা অপেন করে নিন এবং গুগলে গিয়ে সার্চ করুন appsgeyser অথবা নিচের দেওয়া লিংকটাতে চলে যান।
ওয়েবসাইটটা ওপেন হওয়ার পরে একেবারে উপরের ডানপাশে login option এ ক্লিক করুন।
তারপর একটা বক্স চলে আসবে, সেটা থেকে যাবেন registration এ। এখানে আপনি আপনার ইমেইল একাউন্টা দিবেন এবং একটা নতুন পাসওয়ার্ড দিবেন তারপর retype password এ আবার password টা দিয়ে দেবেন। নিচের চিত্রের মত। অথবা চাইলে আপনি fb/google+ এর মাধ্যমেও login করতে পারবেন।
একাউন্ট তৈরি হয়ে গেলে নিচের মত একটা ডেসবোর্ড চলে আসবে।
এখন উপরের ডানপাশে create apps বাটনটাতে ক্লিক করুন। তারপর নিচের চিত্রের মতো চলে আসবে।
এখান থেকে আপনি বাচাই করবেন আপনার কি টাইপের Sofware তৈরি করতে চান। ওয়েব সাইট, মিডিয়া প্লেয়ার, বই, রেডিও, আরো অনেক ধরনের Sofware তৈরি করতে পারবেন এখানে। আমি শুধু একটা করে দেখাবো সবগুলো একটা টিউটরিয়ালে দেখানো সম্ভব না। আপনারা একটা একটা করে চেক করে নিবেন। আমি আমার youtube চেনেলের জন্য একটা Sofware তৈরি করব। আর বাকিগুলো মোটামটি একই, শুধু কিছু পরিমানে ভিন্ন থাকবে আশাকরি সমস্যা হবে না আপনাদের যদি হয় তবে আমাকে টিউমেন্ট করে জানাবেন আমি পরবর্তিতে দেখানোর চেষ্টা করব। তো এখন আমি চলে যাচ্ছি Sofware তৈরিতে। তার জন্য আমি যাচ্ছি Media তারপর youtube icon টাতে ক্লিক করব। এখন নিচের চিত্রের মত শো করবে। এখানে enter channel url or name এটাতে আপনার ইউটিউব চ্যানেলের লিংকটা দয়ে দিবেন, আমি আমার দিয়েছি। তারপর split channel এইটাতে yes দিয়ে দিবেন তারপর next।
এখানে আপনার Sofware এর নামটা দিয়ে দিবেন।
এখানে আপনার Sofware এর সর্ম্পকে কিছু লিখে দিবেন তারপও next।
তারপর আসবে icon box এখানে কাস্টম থেকে আপনি আপনার ইচ্ছে মত icon দিতে পারবেন অথবা Default icon থেকেও icon দিতে পারবেন।
icon দেওয়া শেষ হয়ে গেলে next এ ক্লিক করুন তারপর Create button আসবে এটাতে ক্লিক করবেন। ok আমাদের Sofware তৈরি করা শেষ। এখন আমরা এটা ডাউনলোড করব।
সে জন্য নিচের চিত্রের মত ঐ টাতে গিয়ে ডাউনলোড বাটনটাতে ক্লিক করবো তারপর আবার ডাউনলোড অপশন আসবে সেটা্ থেকে আমরা আমাদের Sofware টা ডাউনলোড করে নিবো।
তারপরও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্ট করে জানান। অথবা এটার উপরেই একটা ভিডিউ তৈরি করা আছে আমার youtube এ, চাইলে দেখে আসতে পারেন।
এই টিউনটা পূর্বে আমার ওয়েব সাইটে দেওয়া হয়েছিল।
চাইলে ঘুরে আসতে পারেন।
আমি ডি ধ্রুব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।