Windows একটিভেশন এর ঝামেলায় পরেন নি এমন মানুষ খুব কমই আছেন। নতুন করে উইন্ডোজ ইন্সটল দিলেই এই ঝামেলায় পরতে হয় আমাদের সবাই কে। এই একটিভেশন এর জন্য আমরা ইউজ করি অনেক রকম প্যাচ অথবা সফটওয়ার যা অনেক সময় রিস্কি এবং অনেক রকম ভাইরাস বহন করে। আবার এসব দিয়ে উইন্ডোজ একটিভ করলে কয় দিন পর পরই নতুন করে একটিভ করতে বলে। আজ আমি আপনাদের এমন একটা ট্রিক্স দেবো যা দিয়ে আপনারা খুব সহজেই যে কোন উইন্ডজ সারাজীবনের জন্য একটিভ করে নিতে পারবেন তাও আবার কোন রকম সফটয়ার ছাড়াই। আপনাদের সুবিধার কথা ভেবে আমি একটি ভিডিও টিউটোরিয়াল বানিয়েছি। নিচ থেকে দেখে নিতে পারেন। আর যাদের নেট কানেকশন লিমিটেড তাদের জন্য আমি কি কি করতে হবে বলে দিচ্ছি।
প্রথমেই ব্রাউজার ওপেন করে লিখুন bit.ly/windowstxt. এরপর এন্টার প্রেস করুন। সবগুলো টেক্সট কপি করে একটি নতুন txt ফাইল খুলে সেখানে পেস্ট করুন। এরপর সেটি activator.cmd নামে সেভ করুন। এর উপর মাউসের ডান বাটন ক্লিক করে run as administrator এ ক্লিক করুন। এরপর অপেক্ষা করুন। এই সময় পিসিতে নেট কানেকশন অন থাকতে হবে। Successful লেখা দেখালেই কাজ শেষ। চেক করে দেখুন আপনার উইন্ডোজ একটিভ হয়ে গেছে।
আশা করি বুঝতে পেরেছেন। যদি কোন সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন। আর এরকম আরো ট্রিক্স পেতে আমার চ্যানেল টি তে একবার ঢু মেরে আসতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর টেকটিউনস এর সাথেই থাকুন।
আমি Misbah Mashu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নতুন কিছু শিখতে চাই, যা জানি তা সবাই কে জানাতে চাই। নিজের সম্পর্কে বলার তেমন কিছুই নাই। আর আশা করি তা দেখারও কেউ নাই।