এইচআইভি কি?
এইচআইভি হল "হিউম্যান ইমিউনোডফেসিসিয়ান ভাইরাস", এই ভাইরাসের কারণে এইডস হয়।
নামের প্রথমে হিউম্যান থাকার অর্থ হল এটি শুধুমাত্র মানুষের মধ্যে শুধুমাত্র জীবনু সংক্রমণ করে
এই ভাইরাস টয়লেট, মশা, কাপ, চামচ, বিছানার চাদর ইত্যাদির মাধ্যমে ছড়ায় না
এই ভাইরাস শরীরে ঢুকার ৩ থেকে ৬ মাসের ভেতরেই আত্মপ্রকাশ করে এবং শরীরের সকল রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধিরে ধিরে ধ্বংস করে ফেলে
এইচআইভি কিভাবে সংক্রমিত হয়?
এইচআইভি সংক্রমিত ব্যক্তি-থেকে এইচআইভি ভাইরাস অন্য ব্যক্তিতে ছরিয়ে পড়াকে এইচআইভি সংক্রমণকে বলা হয়। এইচআইভির সংক্রমন (স্প্রেড) শুধুমাত্র এইচআইভি সংক্রামিত ব্যক্তির শরীরেরএকটি নির্দিষ্ট তরল দ্বারা হয়: যেমন
রক্ত
বীর্য
প্রাকবীর্য-শ্রেনী তরল
পায়ুপথের তরল
যোনি পথের তরল
স্তন দুধ. ইত্যাদি
এইচআইভি সংক্রমণ শুধুমাত্র সম্ভব যদি এই তরল একটি শ্লেষ্মা ঝিল্লি বা ক্ষতিগ্রস্ত টিস্যু সঙ্গে যোগাযোগ আসে বা সরাসরি রক্তধারার (একটি সুচ বা সিঁড়ি থেকে) ইনজেকশন দেয়া হয়। শরীরে শ্লৈষ্মিক ঝিল্লিটি মলদ্বারের ভিতরে, যোনিটি, লিঙ্গে ও মুখে পাওয়া যায়।
এইচআইভি আক্রান্ত হওয়ার ঝুঁকি আমি কীভাবে কমাতে পারি?
যে কারও এইচআইভি হতে পারে, তবে এইচআইভি সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য আপনি পদক্ষেপ নিতে পারেন।
আমি এইচআইভি পজিটিভ কিন্তু আমার অংশীদার এইচআইভি নেতিবাচক আমি কিভাবে এইচআইভি থেকে আমার সঙ্গীকে রক্ষা করতে পারি?
শারীরিক মিলনের সময় কনডম এর ব্যবহার এক্ষেত্রে কার্যকর ভুমিকা পালন করতে পারে।
এইচআইভি এর চিকিৎসা কি?
এইচআইভির কোন চিকিৎসা নেই শুধুমাত্র লক্ষণগুলো নিরাময় এর মাধ্যমে জীবনকাল দীর্ঘাইত করা যায় মাত্র। তাই শুধুমাত্র নিরাপদ শারীরিক মিলন ও ঝুকি প্রশমন এর মাধ্যমে এক্ষেত্রে নিরাপদ থাকা সম্ভব।
Get More On Youtube
আমি ডা মোঃ হাসিবুল হাকাম ইবনে সামাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Dr MD HASSIBUL HAKAM IBN SAMAD MBBS,MpH(PUBLIC HEALTH) PUBLIC HEALTH SPECIALIST