যারা ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশান ব্যবহার করেন তাদের পিসিটা অবশ্যই একটা নেটওয়ার্কের সাথে সংযুক্ত আছে। এজন্য My Network Place এ গেলে অনেকগুলো পিসির পাশাপাশি আপনার পিসিটাও দেখা যায়। অন্য পিসিগুলো হচ্ছে আপনার মত নেটওয়ার্কে সংযুক্ত অন্যান্য ক্লায়েন্ট। আপনি ইচ্ছা করলে My Network Place থেকে আপনার পিসিটা লুকিয়ে রাখতে পারেন।
এভাবে নেটওয়ার্ক থেকে আপনার পিসিকে লুকিয়ে রাখতে পারেন। তবে Run বা Address Bar এ আপনার পিসির নাম অথবা আইপি এড্রেস দিলে ওপেন হবে। এক্ষেত্রে সমাধান হল Administrative Share বন্ধ রাখা আর Guest একাউন্টটি অবশ্যই বন্ধ করা।
আমি m.h.mithu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হুম, ভাল ভাল