ভাই ডোমেইন-হোস্টিং কোথা থেকে কিনব?

ডোমেইন হোস্টিং কি এবং এটা কি জন্য দরকার এর সম্পর্কে যদি আপনার ধারনা না থাকে তাহলে আপনি এখান থেকে পড়ে নিতে পারেন

এবার আসি কোথা থেকে কিনব এই প্রশ্নের উত্তরে।

আপনি এক কাজ করুন আপনি গুগলে একটু সার্চ দিন এটা লিখে যে

"ডোমেইন -হোস্টিং প্রোভাইডার বাংলাদেশ " বা "ডোমেইন কিনব কোথা থেকে "

অথবা "domain hosting provider " or "domain hosting provider in bd"

আপনি অনেক কোম্পানী এবং অনেক আর্টিকেল পেয়ে যাবেন আর আপনার একটা স্বচ্ছ ধারনা তৈরী হবে, আপনি কোথা থেকে ডোমেইন বা হোস্টিং কিনতে পারবেন এ সম্পর্কে।

এখন আমি কিছু ওয়েবসাইটের কথা বলতেছি। যেটা আমি মনে করি, এখান থেকে আপনি ডোমেইন-হোস্টিং কিনতে পারবেন।

HostGator  :

এখান থেকে আপনি ডোমেইন -হোস্টিং দুটিই কিনতে পারবেন এবং এখানে একটা সুবিধা হচ্ছে, এই ওয়েবসাইটটি অনেক কুপনকোড প্রোভাইড করে থাকে যার ফলে আপনি খুব সস্তায় ডোমেইন-হোস্টিং কিনতে পারবেন।

Namecheap :

আমার দেখা আরও একটি খুবই ভাল ওয়েবসাইট। এখান থেকে আপনি খুব স্বল্প মূল্যে ডোমেইন হোস্টিং কিনতে পারবেন।

কিন্তু একটা জিনিস আপনাকে অসুবিধায় ফেলতে পারে আর সেটা হচ্ছে মাস্টার কার্ড বা ডলার পেমেন্ট। এই দু'টি ওয়েবসাইট থেকে  আপনি ডোমেইন-হোস্টিং কিনতে চাইলে, আপনাকে অবশ্যই ডলারে পেমেন্ট করা লাগবে।  এর জন্যে আপনার মাস্টার কার্ড প্রয়োজন পড়বে।

এখন আসি মাস্টার কার্ডের ঝামেলা থেকে মুক্ত ডোমেইন -হোস্টিং প্রোভাইডার এর কাছে। আমাদের বাংলাদেশেও অনেক কোম্পানী আছে যারা ডোমেইন-হোস্টিং প্রোভাইড করে থাকে।

যেখানে আপনি নিজে উপস্থিত হয়ে বা বিকাশ অথবা রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

ZHostbd :  

আমার মতে খুঊব ভাল ডোমেইন হোস্টিং প্রোভাইডার। তারা প্রথম বছর আপনাকে ডোমেইন ফ্রি দিবে, শুধু হোস্টিং এর জন্য টাকা নিবে। আমার ওয়েবসাইটের জন্যে ডোমেইন এখান থেকেই নেয়া।

আপনিও চাইলে এই ওয়েবসাইট থেকে আপনার ডোমেইন বা হোস্টিং নিতে পারেন।

এরকম আরও কয়েকটি ওয়েবসাইট আপনি চাইলে ভিজিট করে দেখতে পাররেন ঃ

HostingBangladesh.com  


Webhostbd.com 

ডোমেইন-হোস্টিং নিয়ে আমার তৈরী করা ভিডিওটি দেখতে

এখানে ক্লিক করুন।  

কিভাবে একটি ওয়েবসাইট তৈরী করবেন এই সম্পর্কিত  আমার করা টিউটোরিয়াল সিরিজটি দেখতে

এখানে ক্লিক করুন।  

Level 0

আমি ইখলাস রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস